বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দৈনিকবার্তা-ঢাকা, ৭ জানুয়ারি: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রিমান্ড ও জামিনের আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত৷একই সঙ্গে ১০ দিনের মধ্যে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷

বুধবার ঢাকার সিএমএম আদালতের বিচারক তারেক মইনুল ইসলাম ভূঁইয়া এ আদেশ দেন৷ রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে আদালত৷পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির এ নেতার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ৷এর আগে দুপুরে আলমগীরকে মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে সিএমএম আদালতে নেয়া হয়৷

গত ৫ জানুয়ারি ঘিরে বিএনপি গণতন্ত্র হত্যা দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে৷ গত রোববার রাজধানীসহ সারাদেশে নাশকতা, ভাঙচুর এবং অগি্নসংযোগের ঘটনা ঘটে৷ এতে পল্টন থানায় তার বিরুদ্ধে নাশকতা ও ভাঙচুরের মামলা দায়ের করা হয়৷ এ মামলায় তাকে গ্রেপ্তারর দেখানো হয়েছে৷

গ্রেপ্তারের আগে মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়৷প্রসঙ্গত, গত রোববার জাতীয় প্রেসক্লাবে বিএনপি সমর্থিত পেশাজীবী পরিষদের অনুষ্ঠানে যোগ দেন মির্জা ফখরুল৷ ওই অনুষ্ঠানে সরকারের সমালোচনা করেন তিনি৷

জানা যায়, ওই সময় বেশ কয়েকটি অনুষ্ঠান চলছিল৷ পরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত নেতাকর্মীদের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া৷ এ পরিস্থিতিতে মির্জা ফখরুল গ্রেপ্তার এড়াতে প্রেসক্লাবে অবস্থান নেন৷

বিকেল সাড়ে ৩টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সিএমএম আদালতে হাজির করে তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় গোয়েন্দা পুলিশ৷ সহিংসতা সৃষ্টির অভিযোগে গত ৪ জানুয়ারি পল্টন থানায় দায়ের হওয়া একটি মামলায় মির্জা ফখরুলকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়৷ এর বিরোধিতা করে ফখরুলের আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার জামিনের আবেদন করেন৷

তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অসুস্থ৷ তিনি ডায়াবেটিস, হৃদরোগ, ব্যাকপেইনসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন৷শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে মির্জা ফখরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন৷ একই সঙ্গে তাকে ১০ দিনের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়েছে৷

এর আগে মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার সময় ফখরুলকে গ্রেফতার করা হয়৷ এরপর থেকে তাকে গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়৷ সেখান থেকে তাকে নিয়ে বুধবার বিকেল ৩টার দিকে আদালতের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ৷

পুলিশ সূত্র জানায়, গত ৪ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি রাজধানীতে সংঘটিত বিভিন্ন সহিংস ঘটনায় দায়ের হওয়া পল্টন থানার ৬টি ও মতিঝিল থানার ১টি মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান আসামি করা হয়েছে৷ এর মধ্যে পল্টন থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড চাওয়া হয়েছিল৷শুনানিতে মির্জা ফখরুলের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া আদালতকে জানান, এর আগে তার বিরুদ্ধে ৭১টি মামলা ছিল৷ নতুন এ ৭টিসহ এখন তার বিরুদ্ধে দায়ের করা মামলার সংখ্যা দাঁড়ালো ৭৮টি৷

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু জানান,ফখরুলের জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে৷ ফখরুলের পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, একই ধরনের মামলায় বিএনপির দুই নেতা জামিনে আছেন৷সে কারণে মির্জা ফখরুলেরও জামিনের জন্য আবেদন করা হয়েছিল৷ আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠিয়েছেন৷

গাড়ি ভাঙচুর ও অগি্নসংযোগের অভিযোগে পুলিশ ৪ জানুয়ারি পল্টন থানায় দুটি ও মতিঝিল থানায় একটি মামলা করে৷ এর আগে ২৮ ডিসেম্বর পল্টন থানায় আরেকটি মামলা করা হয়৷

শুনানি চলাকালে সিএমএম আদালত চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করেন বিএনপিপন্থি আইনজীবীরা৷ এ সময় সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগানও দেন তারা৷ মঙ্গলবার বিকালে সরকারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলনের কয়েক মিনিটের মধ্যে জাতীয় প্রেসক্লাবে গ্রেপ্তার হন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল৷

রাতে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রেখে বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে তাকে নেওয়া হয় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে৷নির্বাচনের বর্ষপূর্তির আগের রাতে গাড়ি পোড়ানোর অভিযোগে পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফখরুলকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ৷ এ বিষয়ে রাষ্ট্রপক্ষে শুনানি করেন আবদুল্লাহ আবু৷রিমান্ডে নেওয়ার জন্য পুলিশ মামলার সব নথিপত্র আদালতে উপস্থাপন করেনি দাবি করে ফখরুলের আইনজীবীরা বলেন, এই বিএনপি নেতার বিরদ্ধে সাতটি মামলা রয়েছে৷ প্রয়োজনে পরে কোনো এক দিন তাকে রিমান্ডে নেওয়ার বিষয়ে আদালত শুনানি করতে পারে৷ অন্যদিকে আবদুল্লাহ আবু বলেন, তারা প্রয়োজনীয় সব কাগজই আদালতে জমা দিয়েছেন৷ শুনানি শেষে বিচারক রিমান্ড-জামিন দুই আবেদনই নাকচ করে আসামিকে কারাগারে পাঠাতে বলেন৷

বিভিন্ন সংঘাত ও গাড়ি পোড়ানোর ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের বিরুদ্ধে মামলার সংখ্যা অর্ধশতাধিক৷ গত বছর কয়েক মাস তাকে কারাগারেও থাকতে হয়েছিল৷৪ জানুয়ারি রাতে গাড়ি পোড়ানোর অভিযোগে পল্টন থানায় নতুন করে দুটি মামলা করে পুলিশ, যাতে ফখরুলকেও আসামি করা হয়৷ এর মধ্যে এক মামলাতেই তাকে রিমান্ডে চাওয়া হয়েছিল৷সমপ্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে বকশীবাজারে সংঘষের্র মামলায়ও ফখরুলকেও আসামি করেছে পুলিশ৷ওই মামলায় মঙ্গলবার হাই কোর্টে ফখরুলের পক্ষে জামিনের আবেদন করা হয়৷ তার অনুপস্থিতির জন্য চলমান পরিস্থিতিকে কারণ হিসাবে দেখান আইনজীবীরা৷ তবে আদালত তা নাকচ করে দেয়৷

পৃথক চারটি মামলায় হাইকোর্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন করা হয়৷ বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি কাশেফা হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ওই আবেদন করা হয়৷