tm

দৈনিকবার্তা-ঢাকা, ৭ জানুয়ারি: ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি এবদোর কার্যালয়ে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে৷ আহতদেরমধ্যে৫জনের অবস্থাগুরুতরবলেজানিয়েছেন পুলিশের মুখপাত্র৷প্রত্যক্ষদর্শীরা হামলাকারীদেরকে কালাশনিকভ রাইফেল দিয়ে গুলি চালাতে দেখার কথা জানিয়েছে৷ এক প্রত্যক্ষদর্শী জানান, প্রায় আধঘন্টা আগে কালো হুডের পোশাক পরা দুইজন কালাশনিকভ রাইফেল নিয়ে ভবনের ভেতরে ঢুকে৷ এর কয়েকমিনিট পরই আমরা একের পর এক গুলির শব্দ শুনতে পাই৷ পরে হামলাকারীরা পালিয়ে যায়৷

ফ্রান্সের এ সাপ্তাহিক ম্যাগাজিনটি ২০১১ সালে মুসলিম নেতাদের নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন ছেপে বিতর্কে জড়িয়েছিল৷ সর্বসমপ্রতি ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর নেতা আবু বকর আল-বাগদাদির কর্ার্টুন ট্যুইট করে শার্লি এবদো৷হামলাকারীদের খুঁজে বের করতে প্যারিসে অভিযান শুরু করেছে পুলিশ৷ প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ ঘটনাস্থলে গেছেন এবং ঘটনাটি নিয়ে মন্ত্রিসভার জরুরি বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছেন৷