00220150107103016

দৈনিকবার্তা-মাদারীপুর,৭ জানুয়ারি: বাস শ্রমিক গ্রেফতার করার প্রতিবাদে মাদারীপুর সদর থানা ব্যাপক ভাংচুর করেছে সাধারণ শ্রমিকরা৷ এই ঘটনায় বুধবার বেলা ১২টা থেকে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রেখেছে বাস-মালিক শ্রমিকরা৷ এতে পুলিশ-শ্রমিকসহ অনত্মত ১০ জন আহত হয়েছে৷

পুলিশ ও শ্রমিকরা জানান, সকাল ১১টার দিকে একটি হত্যা মামলার অন্যতম সাক্ষী বাস শ্রমিক মঙ্গল তালুকদারকে গ্রেফতার করে সদর থানা পুলিশ৷ এতে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি খায়রম্নল হাসান নিটুল সদর থানা ওসি এমদাদুল হককে ফোনে মঙ্গল তালুকদারকে ছেড়ে দিতে অনুরোধ করে৷ এতে পুলিশ মঙ্গল তালুকদারকে না ছাড়লে ক্ষিপ্ত হয়ে সাধারণ শ্রমিকরা বেলা ১২টার দিকে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়ক ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে সদর থানায় ব্যাপক ভাংচুর করে৷ এতে সদর থানার জানলা-দরজা ভেঙ্গে যায়৷ এছাড়া সদর থানার ডেলিভারী সেন্টারও ভেঙ্গে দেয়৷ এ সময় শ্রমিকরা র্যাব ও পুলিশকে সদর থানায় অবরুদ্ধ করে রাখে৷ পরে পুলিশ ও র্যাব প্রায় ২০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ এই ঘটনায় পুলিশসহ ১০ জন আহত হয়৷ আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল সাংবাদিকদের কিছু বলতে রাজি হয়নি৷ পরিস্থিতি নিয়ন্ত্রনে আসলে ঘটনা জানাবেন বলে জানান৷এদিকে শ্রমিকরা নেতারা এই ঘটনার জন্যে পুলিশ ও র্যাবকেই দায়ী করেন৷