97023_1

দৈনিকবার্তা-ঢাকা, ৮ জানুয়ারি: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর পেপার সপ্রে ছুড়ে সরকার জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে৷ এতে জাতিসংঘের সনদও লঙ্ঘিত হয়েছে৷বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন ড্যাবের নেতা এম এ মান্নান৷ বিএনপিপন্থী চিকিত্‍সকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ (ড্যাব) এ সংবাদ সম্মেলনের আয়োজন করে৷

সম্মেলনে ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব এস এম রফিকুল ইসলাম বলেন,পেপার সপ্রে এক ধরনের রাসায়নিক অস্ত্র৷ এটির প্রয়োগে মানব চোখে প্রচণ্ড জ্বালা, ব্যথা ও শ্বাসকষ্ট হয়৷ নাক দিয়ে পানি পড়ে ও প্রচণ্ড কাশি হয়৷ বয়স্কদের ওপর এটির প্রয়োগে মৃতু্যর আশঙ্কা রয়েছে৷ এ ছাড়া হৃদরোগ ও ক্যানসারের মতো মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে৷

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবি করা হয়, জাতিসংঘের উদ্যোগে ১৯৯৩ সালের ১৩ জানুয়ারি কেমিক্যাল উইপন কনভেনশন (সিডবি্লউসি) স্বাক্ষর হয়৷ ওই বছরের ১৪ জানুয়ারি বাংলাদেশ সেই চুক্তিতে স্বাক্ষর করে৷ ১৯৯৭ সালের ২৯ এপিড্রল থেকে বাংলাদেশে ওই চুক্তি কার্যকর রয়েছে৷ ওই চুক্তি অনুযায়ী পেপার সপ্রে নিষিদ্ধ করা হয়েছে৷ ১৯০টি রাস্ট্র ইতিমধ্যে এতে সই করেছে৷

এম এ মান্নানের দাবি, জাতির পক্ষে সরকার যেহেতু ওই চুক্তিতে সই করেছে, তাই তারা এটি ব্যবহার করতে পারে না৷ কিন্তু সরকার দেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তি খালেদা জিয়ার ওপর পেপার সপ্রে নিক্ষেপ করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা ও জাতিসংঘের সনদ লঙ্ঘন করেছে৷

লিখিত বক্তব্যে দাবি করা হয়, একটি বিশেষ খারাপ উদ্দেশ্য নিয়ে এই রাসায়নিক অস্ত্র খালেদা জিয়ার ওপর অমানবিকভাবে ব্যবহার করা হয়েছে৷পেপার সপ্রে ব্যবহারের জন্য তাঁরা দেশবাসীর কাছে এর বিচার প্রার্থনা করেন৷ একই সঙ্গে এটি প্রয়োগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়৷সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিরাজউদ্দিন আহমেদ, রুস্তম রানা, শাহবুদ্দিন আহমেদ, জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ৷