0

দৈনিকবার্তা-ঢাকা ৯ জানুয়ারি: ইউরোপজুড়ে থাকা ১৫টি সেনাঘাঁটি বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র৷ দেশটির প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল এ বিষয়টি নিশ্চিত করেছেন৷ পেন্টাগন জানিয়েছে, এই পদক্ষেপের ফলে বছরে যুক্তরাষ্ট্রের প্রায় ৫০ কোটি ডলার সাশ্রয় হবে৷ পাশাপাশি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এশিয়ার দিকে তাদের মনোযোগ বাড়াতে পারবে৷

বিবিসি বলছে, ৬০হাজারেরও বেশি মার্কিন সেনা ইউরোপজুড়ে ছড়িয়ে রয়েছেন৷ তবে বেশিরভাগ সেনাই রয়েছেন জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যে৷তবে এসব সেনার বেশিরভাগই ইউরোপে প্রশিক্ষণ প্রকল্পের আওতায় কাজ করে থাকেন৷যুক্তরাষ্ট্রের এই ঘোষণার ফলে আগামী কয়েক বছরে যুক্তরাজ্য থেকে ২ হাজার মার্কিন সেনা কমিয়ে আনা হবে৷জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং ইতালিতেও মার্কিন সেনা ঘাঁটি বন্ধ যাবে৷