mojammel111_2235_48686

দৈনিকবার্তা-গাজীপুর, ৯ জানুয়ারি :  বিএনপিকে অবরোধ প্রত্যাহারের অনুরোধ করে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি বলেছেন, সব চাইতে দুঃখজনক বিএনপি পন্থী একজন বুদ্ধিজীবী বলেছেন, মুসলিস্নরা নাকি টঙ্গীতে পিকনিক করতে আসে৷ আমি তার বক্তব্যের তীব্র নিন্দা জানাই৷ এ ধরণের বক্তব্যের কারণে আমরা একজন মন্ত্রীকে ধর্ম বিরোধী কথা বলায় তাকে দল থেকে বহিস্কার করেছি৷ মন্ত্রী সভা থেকেও তাকে বাদ দিয়েছি৷ আমরা ধর্ম নিরপেৰতায় বিশ্বাস করি, কিন্তু ধর্মহীনতায় না৷ কাজেই যারা ধর্মহীনতায় বিশ্বাস করে তাদের বিরম্নদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে মনে করি৷ আমি আশা করি বিএনপি যদি সত্যিকারে ইসলাম বিশ্বাস করে তাহলে তারাও এ ধরণের পদৰেপ নিবে৷

মন্ত্রী আরো বলেন, অবরোধের কারণে মুসলিস্নদের ইজতেমা ময়দনে আসতে অনেক সমস্যা হয়েছে৷ তার পরও বহু কষ্ট করে কিছুদূর হেঁটে, কিছু দূর গাড়িতে করে নানা প্রতিকূলতা অতিক্রম করে তারা এজতেমা মাঠে এসে পৌছেছেন৷ মুসুলস্নীদের সুবিধার্থে আমরা বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছিলাম৷ কিন্তু রেল লাইন উপড়ে ফেলেছে৷ বর্তমানে তা দ্রম্নত মেরামতের কাজ চলছে৷ মুসলিস্নদের সহমর্মিতা প্রকাশ করছি৷ অবরোধের কারণে তাদের যে কষ্ট হয়েছে তা অত্যনত্ম দুঃখজনক৷ অবরোধ প্রত্যাহার করার জন্য বিএনপির প্রতি অনুরোধ জানাই৷ তিনি বলেন, ইজতেমায় মুসলিস্নদের আসার জন্য সরকার রাসত্মায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে৷ ১৯৯৬ সালে সরকারে আসার পর আমরাও এর সাথে সম্পৃক্ত হয়ে টয়লেট, পানি, রাসত্মাঘাট, মুসলিস্নদের নিরাপত্তা ও সুযোগ সুবিধা দিতে সরকার অত্যানত্ম গুরম্নত্ব দিয়ে কাজ করে যাচ্ছে৷