01মাদক রাখার দায়ে কুং ফু তারকা জ্যাকি চ্যানের ছেলেকে শুক্রবার ছয় মাসের কারাণ্ডাদেশ দিয়েছে  চীনের একটি আদালত।
জেসি চ্যানের বেইজিংয়ের বাসভবন থেকে ১০০ গ্রাম মারিজুয়ানা উদ্ধার করার পর আগস্ট মাসে তাকে আটক করা হয়। খবর এএফপি’র।
কর্তৃপক্ষ অন্যান্য মাদকসেবীদের মাদক গ্রহণের স্থান দেয়ার জন্য জেসির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
আদালত এক সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, শুক্রবার তাইওয়ানের দংচেং ডিস্ট্রিক্ট পিপল’স কোর্টে তার বিরুদ্ধে অভিযোগের শুনানি হয়। এতে তিনি দোষী সাব্যস্ত হন।
শুনানি শুরু হওয়ার ১ ঘণ্টা ২২ মিনিট পর আদালত ওই বার্তায় জানায়, ‘তাকে (জেসি) ছয় মাসের কারাদ-াদেশ ও ২ হাজার আরএমবি (৩২০মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে।’
স্বাস্থ্য পরীক্ষায় জেসি ও তাইওয়ানিজ অভিনেতা কো চেন তাং উভয়ের রক্তেই মারিজুয়ানার অস্তিত্ব পাওয়া গেছে। কাই কো নামেও তাং পরিচিত। টেলিভিশনের ফুটেজে দেখা যায়, সংবাদ সম্মেলনে কাই কাঁদছিলেন।
জেসি চ্যান বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করলেও তার বাবার জনপ্রিয়তাকে ছুঁতে পারেননি। এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা জ্যাকি চ্যানের অভিনীত হলিউডের বেশ কয়েকটি সিনেমা ব্যাপক জনপ্রিয়তা পায়।
আগস্টে জেসিকে পুলিশ আটক করার পরপরই জ্যাকি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম সাইনা ওয়েইবোতে এক বার্তায় জানান, তিনি তার ছেলের কীর্তিকলাপে অত্যন্ত ক্ষুব্ধ ও হতভম্ব।
তিনি বলেন, ‘আমি লজ্জিত। একজন বাবা হিসেবে এ ঘটনাটি আমার জন্য অত্যন্ত পীড়াদায়ক।’