01ফরিদপুরে বিএনপির লাগাতার অবরোধ শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। দুরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও ইজতিমাগামী যানবাহনগুলো চলাচল করেছে প্রতিবন্ধকতা ছাড়াই। পুলিশের কড়া নিরাপত্তার মধ্যেও অবরোধের সমর্থনে আজ শুক্রবার সকালে ফরিদপুর-খুলনা মহাসড়কের সমেশপুরে জেলা বিএনপির সভাপতি জহিরুল হক শাহজাদা মিয়ার নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আজম খান, যুগ্ন সম্পাদক এমএ কাশেম, কৃষক দলের নেতা মারুফ মিয়া, ছাত্রদল নেতা তানজিমুল হাসান কায়েস প্রমুখ। বেলা ১১টার দিকে শহরের টেপাখোলায় মুজিব সড়কে জেলা যুবদল সভাপতি আফজাল হোসেন খান পলাশের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
এদিকে, অবরোধের ২য় রাতে শহরের ঝিলটুলীতে বাসে অগ্নিসংযোগের মামলায় জেলা যুবদল সভাপতি আফজাল হোসেন খান পলাশ, সাধারণ সম্পাদক কিবরিয়া স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েলসহ অজ্ঞাতনামাদের আসামী করে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি শাহজাদা মিয়া জানান, ফরিদপুর-ঢাকা মহাসড়কের শিবরামপুরে তার মালিকানাধীন বিএস জুটমিল সার্বক্ষনিক টহল বসিয়ে ঘিরে রেখেছে পুলিশ। বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। গ্রেফতার এড়াতে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারছেন না। –