হরতাল-6

দৈনিকবার্তা-ঢাকা, ১১ জানুয়ারি: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের সমাবেশের দিনে ঢাকাসহ (রাজধানী বাদে)১৪ জেলায় হরতাল ডেকেছে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল৷ রোববার দুপুরে হরতাল ডাকার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী৷

বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা ও তার গুলশান কার্যালয়ের সারিবদ্ধভাবে মালবোঝাই ট্রাক রাখার প্রতিবাদে এ হরতাল আহ্বান করেন তারা৷উল্লেখ্য, ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালন করতে না দেওয়া, খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা ও দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ৫ জানুয়ারি থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি৷

সংগঠনের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়োরি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে এবং গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে সোমবার সকাল-সন্ধ্যা এই কর্মসূচি পালন করবেন তারা৷

ঢাকার বাইরে নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ , মানিকগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ , ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোণায় এই হরতাল চলবে বলে ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে৷এসব জেলায় সকাল থেকেই স্থানীয়ভাবে বিএনপি ও ছাত্রদলের পক্ষ থেকে হরতাল ডাকার খবর আসছিল৷ এরইমধ্যে বিকালে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ১৪ জেলায় হরতালের ডাক দেওয়া হয়৷

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এসব জেলার নেতাকর্মীদের সোমবারের হরতাল ‘সফল করতে’ নির্দেশ দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়৷বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার বেলা ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা রয়েছে আওয়ামী লীগের, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও বক্তৃতা দেওয়ার কথা৷

সাধারণত ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সমাবেশ করা হলেও এবার বিশ্ব ইজতেমার কারণে তা পিছিয়ে সোমবার দিন রাখে আওয়ামী লীগ৷অবশ্য ৫ জানুয়ারি নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে ঢাকায় বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণায় উত্তেজনার মধ্যে ৪ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যে নিষেধাজ্ঞা ঢাকা মহানগর পুলিশ দিয়েছিল তা তুলে নেওয়ার কোনো খবর এখনো আসেনি৷