boma

দৈনিকবার্তা-ঢাকা, ১১ জানুয়ারি: হাই কোর্টের একটি আদালত কক্ষে বইয়ের ভেতরে কেটে কৌশলে বসানো টেপ মোড়া কৌটা পাওয়ার পর রোববার দুপুরে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ বিএনপির লাগাতার অবরোধের মধ্যে দুই বিচারক ও আইনমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে নাশকতার চেষ্টার পর খোদ উচ্চ আদালতে এ ঘটনা ঘটল৷সহকারী অ্যাটর্নি জেনারেল নুরুন্নাহার জানান, এনেঙ্ ভবনের নয় নম্বর বিচারকক্ষের ভেতরে আইনজীবীদের বসার বেঞ্চে বইটি পাওয়া যায়৷পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের একজন সদস্য এসে বালতিতে পানি ও বালির মধ্যে করে কৌটাটি সরিয়ে নেন৷

ডিএমপির বোমা নিস্ত্রিয়করণ ইউনিটের সহকারী কমিশনার রহমতুল্লাহ চৌধুরী বলেন, বইয়ের ভেতর থেকে বোমাসদৃশ বস্তুটি বের করে প্রাথমিকভাবে আমরা যা করার তা করেছি৷সেটি বিস্ফোরক কি-না, অথবা কতোটা শক্তিশালী তা পরীক্ষা করে দেখা হবে৷নুরুন্নাহার জানান, ওই বিচারকক্ষে সকাল থেকে যথারীতি আদালত বসে; বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মো. হাবিবুল গণির বেঞ্চে কয়েকটি মামলার শুনানিও হয়৷

দুপুরের বিরতির পর বেলা ২টার দিকে আদালত কক্ষে ফিরে একজন বেঞ্চ অফিসার আইনজীবীদের আসনের ওপর মোটা বইটি দেখেন৷ আইনের ওই বইয়ের মলাট ওল্টালে দেখা যায় ভেতরে গোল করে কেটে তার মধ্যে টেপ জড়ানো একটি কৌটা রাখা৷এ খবরের সঙ্গে সঙ্গে আদালত ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশে খবর দেওয়া হয়৷ আদালতে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা হাতে হাত বেঁধে ওই কক্ষের বাইরে অবস্থান নেন৷

পরে গোয়েন্দা পুলিশের একজন বোমা বিশেষজ্ঞ ঘটনাস্থলে এসে বই থেকে কৌটাটি বের করে বালতির পানিতে চুবিয়ে বাইরে নিয়ে যান৷গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে ঢাকায় সমাবেশ করতে ব্যর্থ হয়ে সারা দেশে লাগাতার অবরোধের এই কর্মসূচি দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া৷তারপর থেকে প্রতিদিনই ঢাকাসহ বিভিন্ন স্থানে গাড়িতে অগি্নসংযোগ ও বোমাবাজির ঘটনা ঘটছে৷

তারেক রহমানের বক্তব্য-বিবৃতি গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হাই কোর্ট বেঞ্চের সদস্য বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ধানমন্ডির বাড়ির সামনে বৃহস্পতিবার বোমাবাজির ঘটনা ঘটে৷ একই দিনে ভোরের দিকে ফেনীতে ওই বেঞ্চের জ্যেষ্ঠ সদস্য বিচারপতি কাজী রেজা-উল হকের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়৷আর শুক্রবার রাতে রাজধানীর বনানীতে আইনমন্ত্রী আনিসুল হকের বাসার সীমানার ভেতরে ছুড়ে দেওয়া একটি হাতবোমা বিস্ফোরিত হলে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়৷ তবে তিনি সে সময় বাসায় ছিলেন না৷