2012-10-04-17-03-33-506dc1654c233-6

দৈনিকবার্তা-বরগুনার, ১২ জানুয়ারি: বরগুনার পাথরঘাটা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের পক্ষীদিয়া নামক স্থানে বড়শি নৌকা ডুবির ঘটনা ঘটেছে৷ গত বৃহস্পতিবার রাত ২টার দিকে বড়শি নৌকা ডুবে যায়৷

বরগুনা জেলা ট্রলার মালিক ইউনিয়নের সভাপতি মো. মোস্তফা চৌধুরী ও শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মাঝি জানান, গত বৃহস্পতিবার সুন্দরবন সংলগ্ন পক্ষীদিয়ায় রাতে মাছ ধরার সময় হঠাত্‍ করে নৌকাটি ডুবে যায়৷ ওই নৌকায় ফোরকান , রুহুল আমিন ও চাঁন মিয়া ছিল৷ ৭ ঘন্টা পর শুক্রবার সাতরকাটা অবস্থায় রুহুল আমিন ও ফোরকানকে এফবি মায়ের দোয়া ট্রলারের জেলেরা উদ্ধার করলেও অপর জেলে মো. চাঁন মিয়াকে পাওয়া যায়নি৷ গত ৪ দিন ধরে খোজাখুজির পরেও নৌকা ও জেলের সন্ধান পাওয়া যায়নি৷ ধরণা করা হচ্ছে ডুবে যাওয়া নৌকাটির তলা ফেটে যাওয়ার কারণে ডুবে যেতে পারেন৷