100301_sinsiri

দৈনিকবার্তা-ঢাকা ১২ জানুয়ারি:  শ্রীলংকায় মানবাধিকার ও গণতনত্মের উন্নয়নে সহায়তা করতে দেশটির নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র৷ একইসঙ্গে এই নির্বাচনের মাধ্যমে উভয় দেশের মধ্যে সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা ঘটবে বলেও আশা প্রকাশ করা হয়েছে৷মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি রোববার সন্ধ্যায় শ্রীলংকায় নব নির্বাচিত প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনাকে ফোন করেন৷ এ সময় মার্কিন মন্ত্রী শ্রীলংকার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন৷

শ্রীলংকায় তামিল টাইগার বিদ্রোহীদের বিরম্নদ্ধে সামরিক অভিযান চলাকালে যুদ্ধাপরাধের অভিযোগের ঘটনার আনত্মর্জাতিক তদনত্মের বিষয় নিয়ে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসে অনেক আনত্মর্জাতিক নেতার সঙ্গে দূরত্ব তৈরি করেন৷ভারতের পশ্চিমাঞ্চলের গান্ধীনগরে কেরি সাংবাদিকদের বলেন, শ্রীলংকার জন্যগন এমন একটি নির্বাচন করতে সৰম হয়েছেন যা সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে এবং শানত্মিপূর্ণভাবে ৰমতার পরিবর্তন হয়েছে৷তবে তিনি এও সতর্কবাণী করেন, শ্রীলংকায় সত্যিকারের পরিবর্তনের বিষয়টি এখনও দেখার বাকি৷

তিনি বলেন,’মানবাধিকার ও সুশাসনের প্রতি সম্মান জানানোর ক্ষেত্রে সৃষ্ট চ্যালেঞ্জসহ সামগ্রিক সমস্যা মোকাবেলার কাজ শুরু করতে অবিলম্বে সংলাপে বসার আহ্বান জানাচ্ছি৷কেরি বলেন, দেশটিতে নতুন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রায়নের নতুন অধ্যায় এবং শ্রীলংকার জনগণের জন্য নতুন সুযোগ তৈরি করবে৷ নির্বাচনের পরপরই রাজাপাকসে পরাজয় মেনে নেয়ায় তার ভূয়সী প্রশংসাও করেন তিনি৷মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের আগে কেরি নয়াদিল্লী সফর করছেন৷