ডিএমপি-600x400

দৈনিকবার্তা-ঢাকা ১২ জানুয়ারি: সভা-সমাবেশথেকেনিষেধাজ্ঞাপ্রত্যাহারকরেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)৷ তবে কেউ সভা-সমাবেশ করতে চাইলে পূর্বের মতো ডিএমপি থেকে অনুমতি নিতে হবে৷সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে অনুমতি দিবে ডিএমপি৷ তারই ধারাবাহিকতায় ক্ষমতাসীন আওয়ামী লীগকে ১১ শর্তে সোমবার সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে৷

সোমবার ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন৷তিনি জানান, সভা-সমাবেশ থেকে ডিএমপির পূর্বের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে৷ তবে কেউ সভা বা সমাবেশ করতে চাইলে তাকে বা তাদের পুর্বের মতো ডিএমপির অনুমতি নিতে হবে৷ ডিএমপি ইতিবাচক মনে করলে যে কাউকে সভা-সমাবেশের অনুমতি দেয়া হবে৷

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার বিকেলে ১১ শর্তে আওয়ামী লীগকে অনুমতি দেয় ডিএমপি৷প্রসঙ্গত,৫জানুয়ারি বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টিকর্মসূচিরউত্তেজনায় ঢাকা মহানগরীতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছিল ডিএমপি৷