--------------------------_17822

দৈনিকবার্তা-ঢাকা, ১৩ জানুয়ারি: চ্যানেল আইয়ের গানের অনুষ্ঠান সরাসরি সমপ্রচারের মধ্যেই প্রধানমন্ত্রীর ফোন, রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে তিনি জানালেন জন্মদিনের শুভেচ্ছা৷মঙ্গলবার সকালে অভাবনীয় এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে চলছে তুমুল আলোচনা৷ শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও দেশ বরেণ্য শিল্পী বন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানান৷

প্রধানমন্ত্রীর ফোন পেয়ে উচ্ছ্বসিত রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন,উনি ফোন করায় খুবই ভালো লেগেছে৷ মনে হয়েছে, আমাদের প্রধানমন্ত্রী একজন রুচিশীল, সঙ্গীতপ্রিয় মানুষ৷ উনি যে সকালে উঠে এ ধরনের প্রোগ্রাম দেখেন এটাও আমার খুব ভাল লেগেছে৷চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান গানে গানে সকাল শুরু’ অন্য দিনের মতই মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে শুরু হয়৷ দর্শকরা ফোন করে এ অনুষ্ঠানে শিল্পীকে গানের অনুরোধ জানাতে পারেন৷অনুষ্ঠানে ফোন পেয়ে উপস্থাপক শুভ সকাল বলার পরই ওপাশ থেকে প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, শুভ সকাল৷ বন্যাকে আমার আন্তরিক শুভেচ্ছা৷ শুভ জন্মদিন বন্যা৷

তোমার সুরের মূর্ছনায় সারা বাংলাদেশ মোহিত হয়ে থাকবে সেটাই আমি চাইব৷ যুগ যুগ ধরে তোমার এই সুরেলা কন্ঠ বাংলাদেশের মানুষকে, মানুষের হৃদয়কে আরো জাগ্রত করুক, আরো সুন্দরভাবে তুমি গান গেয়ে যাও৷ দীর্ঘজীবী হও, আমার দোয়া সবসময় তোমার জন্য থাকবে৷

এ সময় বন্যাকে বলতে েশানা যায়, আপা..হঠাত্‍ রবীন্দ্রনাথের একটা লাইন শুধু মনে পড়ছে, ‘হঠাত্‍ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত’৷প্রধানমন্ত্রীর পর শেখ রেহানার শুভ জন্মদিন বন্যা আপা বলার পর পর রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, আমরাতো স্কুলে একসাথে ছিলাম৷ ও আমার জুনিয়র কিন্তু আমরা ধানমন্ডি স্কুলে একসাথে৷ তুমি আজকে ফোন করেছো রেহানা, আমি.. সো কাইন্ড অব ইউ৷

এসময় শখ রেহানা বলেন, আপনার জন্য আমরা গর্বিত৷ আপনার জীবনটা খুব সুন্দর হোক৷এরপর ভরা থাক স্মৃতি সুধায় বলে শেখ রেহানা কথা শেষ করার পর বন্যা গানটি গেয়ে শোনান৷অনুষ্ঠানের প্রযোজক ইফতেখার মুনিম বলেন, রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন উপলক্ষে এদিন তাকে অতিথি করে আনা হয়৷ অনুষ্ঠান কিছুক্ষণ পার হতেই হঠাত্‍ প্রধানমন্ত্রীর ফোন আসে৷

সরাসরি অনুষ্ঠানের মধ্যে তিনি (প্রধানমন্ত্রী) ফোনে রেজওয়ানা চৌধুরী বন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন৷ এরপর একই ফোনে শেখ রেহানাও রেজওয়ানা চৌধুরী বন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভরা থাক স্মৃতি সুধায়’ বলে কথা শেষ করেন৷শেখ হাসিনা ও শেখ রেহানা বন্যার সঙ্গে দুই থেকে আড়াই মিনিট কথা বলেন৷

রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, আমি অনুষ্ঠানের মধ্যে ছিলাম৷ এসময় হঠাত্‍ উনার (প্রধানমন্ত্রী) ফোন আসে৷প্রধানমন্ত্রী ও শেখ রেহানা ছাড়াও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, লেখক সৈয়দ শামসুল হক, কবি আসাদ চৌধুরী, শিল্পী হাশেম খানসহ অনেকে অনুষ্ঠানে ফোন করে বন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বলে জানান ইফতেখার মুনিম৷