1421151361

দৈনিকবার্তা-ঢাকা, ১৩ জানুয়ারি: বিএনপির যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সহ তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নির্বাহী সদস্য বেলাল আহমেদ ও মনিরুল হক এবং জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত৷মোহাম্মদ শাহজাহান ও আহসান হাবিব লিংকনের বিরম্নদ্ধে দুই দিনের রিমান্ড, হাবিবুর রহমান হাবিব, বেলাল আহমেদ ও মনিরুল হকের বিরুদ্ধে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত৷

ঢাকা মহানগর হাকিম রেজাউল করিম আজ এ আদেশ দেয়৷ গুলশান থানায় বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় পুলিশ মঙ্গলবার তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন পেশ করে৷ আদালত শুনানি শেষে ওই আদেশ দেয়৷এছাড়া বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম অসুস্থ থাকায় তার অসুস্থতার কাগজপত্র পর্যালোচনা করে পরে আদেশ দেয়া হবে বলে জানিয়েছে আদালত৷

গুলশান এলাকায় গত ১০ জানুয়ারি গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে৷ ওই ঘটনায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়৷ মামলার তদনত্ম কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুল রাকিব তাদের বিরম্নদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার আদালতে আবেদন করে৷ এ ৫ নেতার জামিনের আবেদনও নামঞ্জুর করে দেয় আদালত৷ আসামিপক্ষে জামিনের আবেদন জানান আইনজীবী সানাউল্লাহ মিয়া৷ সোমবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে পুলিশ৷