sundorbon-parabot-largee20150113143511

দৈনিকবার্তা-ঢাকা, ১৩ জানুয়ারি: মেঘনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নানি-নাতিসহ তিন যাত্রী নিহত হয়েছেন৷ এ সময় আহত হয়েছে অন্তত ২০ যাত্রী৷ সোমবার রাত ২টার দিকে চাঁদপুরস্থ মেঘনা নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে৷নিহতরা হলো-নানি শাহানা বেগম (৬০) , নাতি শাকিল (৭) ও রূপা (২৫)৷ রূপার বাড়ি বরিশালের ঝালকাঠিতে৷

এ ঘটনায় আহতদের মধ্যে গুরুতর যাত্রীদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷ আহত যাত্রীরা হলেন- ডালিয়া (৩৮), শিউলি (৩৫), রাবি্ব (১১), মনোয়ারা (৫০), সুরাইয়া (২৮), জেরিন (৯), এদের বাড়ি বরিশালের বিভিন্ন উপজেলায়৷বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআডবি্লউটিএ) চাঁদপুর বন্দর কর্মকর্তা মো. মোবারক হোসেন বাংলামেইলকে জানান, বরিশাল বন্দরের টারমিনাল থেকে প্রায় সাতশ যাত্রী নিয়ে এমভি সুন্দরবন-৮ লঞ্চ সোমবার রাতে ঢাকার উদ্দেশে যাচ্ছিল৷

অপরদিকে, ঢাকা সদর ঘাটস্থ টারমিনাল থেকে এমভি পারাবত-৯ লঞ্চ বরিশালের উদ্দেশে প্রায় ৬শ যাত্রী নিয়ে যাচ্ছিল৷ পথিমধ্যে ঘনকুয়াশার কারণে দিক হারিয়ে রাত ২টার দিকে চাঁদপুরস্থ মেঘনা নদীর মোহনায় দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়৷ এ সময় আহত হন অন্তত ২৩ যাত্রী৷ আহত ব্যক্তিদের প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানে নানি শাহানা মারা যান৷ ভোরে নাতি শাকিলসহ ৭ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়৷ পথে শাকিলের মৃতু্য হয়৷ পরে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেলে চিকিত্‍সাধীন অবস্থায় রূপা মারা যান৷

এদিকে, মধ্যরাতে মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে একটির তিন যাত্রী নিহত হওয়ার পর লঞ্চ দুটির রুট পারমিট স্থগিত করে একটি তদন্ত কমিটি করা হয়েছে৷এছাড়া উভয় নৌযানের মাস্টারদের সনদের পাশাপাশি লঞ্চ দুটির সার্ভে সনদও স্থগিত করেছে সমুদ্র পরিবহন অধিদপ্তর৷বাংলাদেশ অভ্যন্তরীণনৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডবি্লউটিএ)চেয়ারম্যান মোহাম্মদ শামছুদ্দোহা খন্দকার মঙ্গলবার সাংবাদিকদের জানান, ঘটনার পরপরই সুন্দরবন-৮ ও পারাবত-৯ লঞ্চের রুট পারমিট (চলাচলের বৈধতা) স্থগিত করা হয়েছে৷

আর সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলাম জানান, ঘটনা তদন্তে সদরঘাটের সার্ভেয়ার (লঞ্চ পরিদর্শক) শাহারিয়ার হোসেনকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে৷এছাড়া দুটি নৌযানের মাস্টারদের সনদ এবং লঞ্চ দুটির সার্ভে সনদ ও নিবন্ধনও স্থগিত করা হয়েছে বলে জানান তিনি৷এই লঞ্চ দুর্ঘটনায় সমুদ্র পরিবহন অধিদপ্তরের মেরিন কোর্টে মামলার জন্য সংশ্লিষ্ট পরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান ফখরুল৷

এ ঘটনায় সুন্দরবন-৮ এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কারণ জানতে চাইলে বিআইডবি্লউটিএর পরিচালক (ট্রাফিক) শফিকুল হক বলেন,প্রাথমিকভাবে আমরা যতোটুকু জানতে পেরেছি তাতে উভয়েরই দোষ পাওয়া গেছে৷ তাই দুই লঞ্চের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে৷ঘটনাটি তদন্তে গঠিত কমিটিতে সমুদ্র পরিবহন অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট মো. মাইনুদ্দিন ও পরিদর্শক হাবিবুর রহমানকে সদস্য হিসেবে রাখা হয়েছে বলে বিআইডবি্লউটিএর চাঁদপুরের পরিদর্শক মো. মোবারক হোসেন জানিয়েছেন৷

এদিকে সকাল ৯টার দিকে বরিশাল নৌ বন্দর থেকে পারাবত-৯ লঞ্চটি আটক করেছে পুলিশ৷তবে লঞ্চের মাস্টার ও সুপারভাইজারসহ সবাই পালিয়ে যাওয়ায় কাউকে ধরা যায়নি বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন৷ এ ঘটনায় সুন্দরবন লঞ্চ কর্তৃপক্ষ পারাবত-৯ এর বিরুদ্ধে চাঁদপুর সদর থানায় অভিযোগ করেছে বলে বরিশাল কোতয়ালি থানার ওসি সাখাওয়াত হোসেন জানিয়েছেন৷