অবরোধের আগুনে ঝড়ে গেল ৫ জনের জীবন

দৈনিকবার্তা-ঢাকা, ১৪ জানুয়ারি: অবরোধের আগুনে ঝড়ে গলে শিশুসহ ৫ জনের জীবন৷ সারাদেশে বিক্ষিপ্তভাবে চলছে ২০ দলের ডাকা অবরোধ কর্মসূচির নবম দিন৷ রাজধানীসহ েেজলা শহরগুলোতে জ্বলছে যানবাহন আর পুড়ে মারা যাচ্ছে সাধারণ মানুষ৷রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাসে অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হয়ে শিশুসহ ৫ যাত্রী নিহত হয়েছেন৷

অগি্নদগ্ধ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আরো ১১ জনকে৷ এ ঘটনায় জড়িত সন্দেহে ৮ জনকে আটক করেছে পুলিশ৷অবরোধকারীদের দেয়া আগুনে পুড়ে এতটাই কয়লা হয়ে গেছে দেহগুলো যে সনাক্ত করতে রংপুর মেডিকেল কলেজে এদিক ওদিক ছুটে বেড়াতে হচ্ছে স্বজনদের৷

বড়দের রাজনীতি অবরোধের নৃশংসতার হাত থেকে রক্ষা পায়নি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ওেজসমিনও৷ পাশের বাড়ির এক আত্মীয়ের সঙ্গে ঢাকায় বাবা-মার কাছে যাচ্ছিল জেসমিন৷ বুধবার দুপুরে চাচাতো ভাই পুড়ে কঙ্কাল ছোট্ট শরীরটা জেসমিনের বলে সনাক্ত করেন৷পেট্রোল বোমার আগুনে পুড়ে মারা গেছে কুড়িগ্রামের উলিপুরের রহিমা ও তার ছেলে রহিম বাদশাসহ আরো চারজন৷

অবরোধকারীদের আগুনে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজের বার্ন ইউনিটে যন্ত্রণায় কাতরাচ্ছেন আরো ১১ জন৷ এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিত্‍সকরা৷মঙ্গলবার রাত দেড়টায় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রিবাহী বাস রংপুরের মিঠাপুকুর উপজেলার বাতাসন এলাকায় পৌঁছালে বাসটিকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে অবরোধকারীরা৷ এতে অগি্নদদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন শিশু জেসমিনসহ চারজন৷ হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরো একজন৷

ভুক্তভোগীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মিঠাপুকুর উপজেলা সদরে মহাসড়কে বাতাসন এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছুড়ে তারা৷ এ সময় এক শিশুসহ ৪ জন ঘটনাস্থলেই মারা যান৷প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানিয়েছেন, উলিপুর থেকে ঢাকায় যাওয়ার সময় মিঠাপুকুর উপজেলা সদরের কাছে মহাসড়কে আকস্মিকভাবে বাসে দাউদাউ করে আগুন জ্বলে উঠে৷ এ সময় সবাই প্রাণ ভয়ে বাস থেকে বের হওয়ার চেষ্টা করেন৷

অনেকেই বাসের জানালার গ্লাস ভেঙে বের হওয়ার চেষ্টা করেন৷ তবে অনেক যাত্রী বের হতে না পারায় অগি্নদগ্ধ হয়ে বাসের ভেতরে মারা যান৷অগি্নদগ্ধ ১২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক৷ পরে হাসপাতালেই একজন মারা যান৷অগি্নদগ্ধদের মধ্যে ৩ জনকে রংপুর সিএমএইচে ভর্তি করা হয়েছে৷

এদিকে, ২০ দলের ডাকা অবরোধের ৯ম দিনে রাজধানীর সড়কগুলোতে সব ধরনের যানবাহন চলাচল করেছে৷ রাজধানীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক ছিল৷ স্বাভাবিক রয়েছে লঞ্চ চলাচল৷ আর দূরপাল্লার বাস চলতে দেখা গেছে অনেক রুটে৷নগরীর বিভিন্ন পয়েন্টে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা৷

বিএনপির অবরোধের মধ্যে রাজধানীর গুলিস্তান ও ধানমন্ডিতে একটি বাস ও একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে৷ বুধবার দুপুরে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস৷ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত অপারেটর এনায়েত হোসেন জানান, বুধবার বেলা সোয়া ১টার দিকে গুলিস্তান হকি স্টেডিয়ামের সামনের এলাকায় বন্ধন পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়৷পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷প্রায় একই সময়ে ধানমন্ডির ২৭ নম্বর সড়কে একটি প্রাইভেটকারে আগুন দেয় দুর্বৃত্তরা৷ সেখানেও অগি্ন নির্বাপক বাহিনীর দুটি ইউনিট গিয়ে আগুন নেভায় বলে এনায়েত হোসেন জানান৷৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূতির দিনে ঢাকায় সমাবেশ করতে না পেরে সারা দেশে এই অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া৷অবরোধের মধ্যে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগি্নসংযোগ ও ভাংচুর চালানো হচ্ছে, যাতে সাধারণ যাত্রীদের পুড়ে মারা যাওয়ার ঘটনাও ঘটেছে৷নাটোরে ট্যাংলরির চাপায় যুবকের মৃতু্য, ট্যাংলরি সহ আটক ২

নাটোর: নাটোর সদর উপজেলার ছাতনী বটতলা এলাকায় ট্যাংলরির চাপায় ফারুক হোসেন নামের এক যুবকের মৃতু্য হয়েছে৷ এঘটনায় ট্যাংলরি সহ চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ৷ পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ১০টার দিকে রাজশাহীর তাহেরপুর থেকে নাটোর গামী ট্যাংলরি ছাতনী বটতলা এলাকায় পৌছিলে বিপরিত দিক থেকে আসা একটি সার বোঝাই পাওয়ার টলিকে সাইড দেয়ার সময় ট্যাংলরি নিচে চাপা পড়ে ফারম্নক হোসেন৷ এতে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়৷ এদিকে এঘটনায় অভিযান চালিয়ে ঘাতক ট্যাংলরিসহ চালক মান্নান শেখ এবং হেলপার আলামিনকে হয়বতপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ৷

এদিকে, নাটোরের আহম্মেদপুরে একটি মিনি ট্রাকে পেট্রল দিয়ে আগুন দিয়েছে অবরোধকারীরা৷ আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নাটোর সদর উপজেলার আহম্মেদপুর ব্রীজের কাছে এঘটনা ঘটে৷ পরে ফায়র সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে৷ নাটোরের পুলিশ সুপার বাসুদেব বনিক ও ট্রাক চালক জানায়, যশোহর থেকে রাজশাহীগামী একটি মিনি ট্রাক নাটোরের আহম্মেদপুর এলাকায় পৌছালে অবরোধকারীরা ট্রাকটি থামিয়ে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়৷ এতে মুহুত্বের মধ্যে ট্রাকটি আগুনে পুড়ে যায়৷ ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুর রউফ জানান, সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনে৷ তবে এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি৷ বর্তানে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে৷

ফেনী:ফেনীর সোনাগাজীতে হামলায় আহত এক যুবলীগ নেতার মৃতু্য হয়েছে৷ অবরোধকারী বিরোধী জোটের কর্মীরা তার ওপর হামলা চালিয়েছিল বলে তার স্বজনদের দাবি৷

নিহত বেলাল হোসেন (৩৫) সোনাগাজী সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন৷ ফেনীর ফুলগাজী উপজেলার সুজাপুর গ্রামের জিয়াবুল হকের ছেলে বেলাল সোনাগাজীর ভৈরব চৌধুরী বাজারে ব্যবসা করতেন৷মঙ্গলবার রাতে ভৈরব চৌধুরী বাজারে হামলায় আহত হওয়ার পর বেলালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়৷ভোররাতে তিনি মারা যান বলে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন৷

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকে গত ৫ জানুয়ারি থেকে সারাদেশে লাগাতার অবরোধ চলছে৷ এর মধ্যে গাড়ি ভাংচুরের পাশাপাশি অগি্নসংযোগ চলছে বিভিন্ন স্থানে৷নিহতের বড় ভাই মো. আলমগীর বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর বাজারে বিএনপি কর্মীরা অবরোধের সমর্থনে গাড়ি ভাংচুর করছিল৷তখন দোকান থেকে বাড়ি ফিরছিল বেলাল, সে রাস্তার পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিল৷ গাড়ি ভাংচুরের ঘটনাটি আওয়ামী লীগ নেতাদের ফোনে জানিয়েছে অভিযোগ তুলে বেলালকে মারধর করে অবরোধকারীরা৷

আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করে বেলালকে৷ অবস্থার অবনতি হওয়ায় তাকে পরে চট্টগ্রাম পাঠানো হয়৷ ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলায় শনিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০ দলীয় জোট৷বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর গুলিবর্ষণ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য বেলাল আহমেদকে গ্রেফতারের প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়৷ পৌর যুবদলের সভাপতি কাজী জসিম উদ্দিন ২০ দলের পক্ষ থেকে হরতালের ঘোষণা দেন৷

এদিকে, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর গুলিবর্ষণ ও তার গাড়িটি জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির আহাম্মদ খোকন, পৌর যুবদলের সভাপতি কাজী জসিম উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্সী শহীদ উল্লা ও পৌর ছাত্রদলের সভাপতি খোন্দকার মোশারফ হোসেনের নেতৃত্বে দুপুর পৌনে ২টায় কলেজ রোড থেকে যুবদলের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মেইন রোডের থানার সামনে পৌঁছুলে পুলিশ সামনে এবং পেছন থেকে লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়৷এসময় ছাত্রদল নেতা কামাল উদ্দিনসহ অন্তত ছয়জন আহত হয়৷ পুলিশ যুবদল কর্মী আবদুল কাদের জিলানীকে আটক করে৷মিছিলের আগে পৌর যুবদলের সভাপতি কাজী জসিম উদ্দিন ২০ দলের পক্ষে হরতালের ঘোষণা দেন৷

গাজীপুর:গাজীপুরে অবরোধকারীদের পেট্রোল বোমায় এক ট্রাক চালক দগ্ধ হয়েছেন৷ এছাড়া নাটোরে একটি মিনি ট্রাকে অগি্নসংযোগ করেছে তারা৷

মঙ্গলবার রাতে গাজীপুরের ভোগড়া মোগরখাল এলাকায় ঢাকা বাইপাস সড়কে ট্রাকে পেট্রোল বোমায় দগ্ধ হন ট্রাক চালক মিস্টি মিয়া (৪৫)৷ তিনি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার সাতারপাড়া এলাকার মৃত বাছেদ মিয়ার ছেলে৷বুধবার বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর সেতুর কাছে নাটোর-ঢাকা মহাসড়কে ট্রাকে অগি্নসংযোগ করা হয়৷মিস্টার মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে৷

ভোগড়া মোগরখাল এলাকার বাসিন্দা নাজিম উদ্দিন বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মোগরখাল এলাকায় ঢাকা বাইপাস সড়কে একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে অবরোধকারীরা৷স্থানীয়রা চালক মিস্টি মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং ট্রাকের আগুন নেভায়৷ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোজাম্মেল হক জানান, রাত সাড়ে ১০টার দিকে মিস্টি মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পেট্রোল বোমার আগুনে তার শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে৷নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর সেতুর বুধবার ভোর ৬টার দিকে একটি ছোট ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা৷আগুনে ট্রাকটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে৷

ঝলমলিয়া মহাসড়ক পুলিশের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) সামিউল ইসলাম জানান, ভোর ৬টার দিকে হলুদ রংয়ের একটি ছোট খালি ট্রাক আহম্মদপুর সেতুর কাছে এলে সাত-আটজন লোক ট্রাকটি থামায়৷

এরপর তারা চালক, তার সহকারী ও এক নারী আরোহীকে নামিয়ে ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দেয়৷খবর পেয়ে মহাসড়ক পুলিশ ও নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলে অগি্নসংযোগকারীরা পালিয়ে যায়৷

চট্টগ্রাম: নাশকতার আশঙ্কায় চট্টগ্রামের সাত উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও তার অন্যতম শরিক জামায়াতে ইসলামীর ৩১ জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত এই অভিযান চলে৷অবরোধের মধ্যে গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৫ জন জামায়াত-শিবির ও ১৬ জন বিএনপি কর্মী৷ গোয়েন্দা পুলিশ কর্মকর্তা নাঈমুল বলেন, অবরোধে নাশকতা রোধে বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়৷

বিএনপির অবরোধ ডাকার পর থেকেই গত প্রায় এক সপ্তাহ ধরেই লোহাগাড়া, সাতকানিয়া, সীতাকুণ্ড, মিরসরাই, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া ও পটিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে পুলিশ এ ধরনের অভিযান চালিয়ে আসছে৷গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদী-পয়সারহাট আঞ্চলিক মহাসড়কের আগৈলঝাড়া সদরে মঙ্গলবার গভীর রাতে বিআরটিসি বাসে অগি্নসংযোগ করে পিকেটাররা৷ এছাড়া ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর তাঁরাকুপি নামকস্থানে একয় সময় গাছ কেটে মহাসড়কে অবরোধ সৃষ্টি করেছে অবরোধ সমর্থনকারীরা৷ পরবর্তীতে পুলিশ ও এলাকাবাসীর যৌথ প্রচেষ্টায় গাছ সরিয়ে ফেলা হয়৷

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতর্া মো. মনিরুল ইসলাম জানান, রাত তিন টার দিকে আগৈলঝাড়া- বেনাপোল রুটের বিআরটিসি (ঢাকা মেট্রো-ব- ১১-১৪২৫) শহীদ আব্দুল রব সেরনিয়াবাদ ডিগ্রী করেলেজের সম্মুখে পাকিং করা বাসে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেয়৷ আগুনে গাড়িতে সম্পুর্ন ভস্মিভূত হয়৷ অপর দিকে রাত সোয়া একটার দিকে তাঁরাকুপি নামকস্থানে মহাসড়কের পাশের একটি গাছ কেটে মহাসড়কে অবরোধ তৈরী করে অবরোধকারীরা৷ এতে মহাসড়কে দু’পাশে বহু যানবাহন আটকা পড়ে৷ পরবতর্ীতে দুই ঘন্টা প্রচেষ্টা চালিয়ে পুলিশ ও এলাকাবাসী গাছ সরিয়ে ফেলে৷ যানচলাচল স্বাভাবিক করে৷

ঝিনাইদহ : ঝিনাইদহে নাশকতার অভিযোগে জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদকসহ ১০ বিএনপি-জামায়াত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ৷ বুধবার ভোর রাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের আটক করা হয়৷ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান জানান, ২০ দলীয় জোটের একটানা অবরোধে নাশকতার আশঙ্কায় রাত থেকে সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালায় পুলিশ৷ অভিযানে ১০ বিএনপি-জামায়াত নেতা-কর্মীকে আটক করা হয়েছে৷ এর মধ্যে জেলার সদর উপজেলা থেকে জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক এনামুল কবির মুকুল, সরকারি কেসি কলেজ ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান মাসুমসহ পাঁচ বিএনপি-জামায়াত, হরিনাকুন্ডু থেকে এক জামায়াত, শৈলকুপা থেকে দুজন বিএনপি ও মহেশপুর থেকে দুজন বিএনপি-জামায়াত নেতা-কর্মীকে আটক করা হয়৷ আটকের প্রতিবাদে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান ও সাধারণ সম্পাদক আবদুল মালেকসহ বিএনপি নেতারা তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে আটককৃতদের মুক্তির দাবি জানান৷

বগুড়া: বগুড়া জেলা শহরের শেরপুর রোডের ইয়াকুবিয়া মোড়ে পুলিশ সদস্যদের উপস্থিতিতে পরপর দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে৷ এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে৷বুধবারবেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে৷

সংবাদ পেয়ে বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার(এ-সার্কেল) মোহাম্মদ নাজির আহমেদ খান, গোয়েন্দা পুলিশ পরিদর্শক(ওসি/ডিবি) আমিরুল ইসলামসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন৷প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইয়াকুবিয়া মোড়ের সড়কের উভয় পাশে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন৷ হঠাত্‍ পার্শেল সার্ভিস এস এ পরিবহনের সামনে রাস্তায় পরপর দু’টি ককটেল বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান তারা৷ এরপর দ্রুত তারা নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করেন৷

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল বাসার জানান, দায়িত্বরত পুলিশ সদস্যরা কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন৷ এ সময় সড়কের উভয় পাশে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা৷ ককটেলের সি্প্লন্টারে এস এ পরিবহনের জানালার কাচ ভেঙে গেলেও তেমন কোনো ক্ষতি হয়নি৷ এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি৷ এদিকে, ভোর রাতে নড়াইলের নড়াগাতি থানার বাসস্ট্যান্ডে পার্কিং অবস্থায় ঢাকাগামী একটি যাত্রিবাহী বাসে আগুন দিয়ে পালিয়ে যায় পিকেটাররা৷

রাতে পুলিশ প্রহরায় গাইবান্ধা থেকে একটি যাত্রিবাহী বাস ঢাকা যাওয়ার পথে পলাশবাড়ী পৌঁছালে অবরোধকারীরা বাসটিতে পেট্রোলবামা ছোড়ে৷যশোর থেকে রাজশাহীগামী একটি মিনি ট্রাক নাটোরের আহম্মদপুরে পৌঁছালে অবরোধকারীরা ট্রাকটিকে থামিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়৷ এছাড়াও পিরোজপুর ও দিনাজপুরের ২টি মালবাহী ট্রাকে আগুন দিয়েছে দুবর্ৃত্তরা৷