Sports-1

দৈনিকবার্তা-ঢাকা, ১৫ জানুয়ারি: শুরু হয়ে গেল বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক টুর্নামেন্টের দিনক্ষণ গণনা৷ দীর্ঘ ১৫ বছর পর মাঠে গড়াতে যাচ্ছে এ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টটি৷ এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর অভিজাত একটি হোটেলে এর ড্র ও লোগো উন্মোচন করা হয়৷লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, এমপি৷ এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, যুব ও ক্রিড়া উপমন্ত্রী আরিফ খাঁন জয়সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগন৷

এবারের আসরে স্বাগতিক বাংলাদেশসহ মোট ছয়টি দেশ অংশগ্রহন করছে৷ বাংলাদেশ ছাড়াও রয়েছে মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বাহরাইন ও শ্রীলঙ্কা৷ ছয়টি দেশের অংশগ্রহণে এই টুর্নামেন্ট আগামী ২৯ জানুয়ারি শুরু হবে৷ ৮ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে আসরটি শেষ হবে৷ছয়টি দলকে দুটি গ্রুপে ভাগ করে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে৷ মোট ৯টি খেলার ৫টি হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে৷ আর ঢাকার বাইরে সিলেটে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ সহ একটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে৷ ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ ফেব্রুয়ারি৷

আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের লোগো উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন বলেন, আমরা বহুদিন থেকে একটা আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করেছি৷ তারই প্রেক্ষিতে ৫টি বিদেশি দল নিয়ে এবারে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল৷ আগামী পাঁচ বছর এ দেশগুলো আমাদের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছে৷এ সময় তিনি আরও বলেন, প্রতি বছরের জানুয়ারিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের আয়োজন করা হবে৷ আমরা চাই এটিকে পুরো বিশ্বের কাছে তুলে ধরতে৷ আর একসঙ্গে কাজ করলে তা অসম্ভব নয়৷

অনুষ্ঠানে নিজের শৈশবের ফুটবল খেলার স্মৃতি মনে করে আবুল মাল আবদুল মুহিত বলেন, বাফুফের এ উদ্দেগ্যকে আমি সাধুবাদ জানাই৷ বাংলাদেশের ফুটবলকে জনপ্রিয় করতে জেলা পর্যায়ে বাফুফের কর্মকান্ড পরিচালিত করতে হবে৷ আমি আশা করি বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের এবারের আসরটি সার্থক হবে৷এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, আসরটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেদিকে সরকার বিশেষভাবে নজর রাখবে৷স্বাগতিক বাংলাদেশ এ আসরে কতদূর যেতে পারবে, এমন প্রশ্নের উত্তরে সালাহউদ্দিন বলেন, আমরা শিরোপা নিজেদের কাছেই রেখে দিতে চাই৷ তবে, সেজন্য আমাদের প্রচুর পরিম করতে হবে৷ এটুকু বলে রাখতে চাই, আমরা সেমিফাইনালে খেলবোই৷

দেশের বর্তমান প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে অতিথি দেশগুলোর নিরাপত্তা কেমন হবে? এ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, এখন পর্যন্ত কোনো দেশই এ ব্যাপারে কোনো নালিশ করেনি৷ তদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে৷ তারা জানিয়েছে, নিরাপত্তার ব্যাপারে তারা কোনো দুঃচিন্তা করছেন না৷ আর আমরা প্রতিটি দেশকেই সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবো৷

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক টুর্নামেন্টের গ্রুপ এ’তে রয়েছে স্বাগতিক বাংলাদেশ৷ গ্রুপে লাল-সবুজদের সঙ্গী হয়েছে মালয়েশিয়া ও শ্রীলঙ্কা৷ গ্রুপ বিতে রয়েছে বাহরাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড৷