140908105953

দৈনিকবার্তা-ঢাকা, ১৫ জানুয়ারি: চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে পুলিশের উচ্চ পর্যায়ে গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদল এনেছে সরকার৷বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১৯টি পদে রদবদলের এই প্রজ্ঞাপন জারি হয়৷ এর দুই সপ্তাহ আগেই পুলিশ প্রধান, র্যাব প্রধান ও ডিএমপি প্রধানের দায়িত্ব নেন নতুন কর্মকর্তারা৷

সিআইডি প্রধানের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত আইজি শেখ হিমায়েত হোসেন৷ তিনি এতদিন এপিবিএনে ছিলেন৷সিআইডিতে থাকা অতিরিক্ত ডিআইজি মোশারফ হোসেনকে পাঠানো হয়েছে পুলিশ সদর দপ্তরে৷অবরোধ-হরতালের মধ্যে নাশকতার শিকার রেলওয়ের ঢাকা রেঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত ডিআইজি এস এম রুহুল আমিনকে৷ সমপ্রতি জাতিসংঘ মিশন থেকে ফিরেছেন তিনি৷

ঢাকার হাইওয়ে পুলিশের দায়িত্ব পেয়েছেন রেলওয়ে রেঞ্জে থাকা ডিআইজি মলি্লক ফখরুল ইসলাম৷ঢাকা হাইওয়ে পুলিশে থাকা এস এম কামাল হোসেনকে সিআইডিতে পাঠানো হয়েছে৷

হরতাল-অবরোধে তুলনামূলক বেশি অস্থিতিশীল রাজশাহী রেঞ্জে পাঠানো হয়েছে এসবিতে থাকা অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী মিয়াকে৷ চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এসএম রুহুল আমিনকে রেলওয়ে রেঞ্জের ডিআইজি(চলতি দায়িত্ব, রেলওয়ে রেঞ্জের ডিআইজি মলি্লক ফকরুল ইসলামকে ঢাকা হাইওয়ে পুলিশের ডিআইজি করা হয়৷

ঢাকা হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি এসএম কামাল হোসেনকে সিআইডির অতিরিক্ত আইজি, এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী মিয়াকে রাজশাহী েরঞ্জের অতিরিক্ত ডিআইজি, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম খুরশীদ হোসেনকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়েছে৷

চট্টগ্রাম আরআরএফ কামান্ড্যান্ট (পুলিশ সুপার, চলতি দায়িত্ব) বর্তমানে মিশন ফেরত এবং পুলিশ অধিদপ্তরে রিপোর্টকৃত মো. ইকবাল হোসেনকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার (চলতি দায়িত্ব),রাঙ্গামাটির বেতবুনিয়া পিএসটিএস’র কমান্ড্যান্ট কঙ্গো মিশন ফেরত পুলিশ অধিদপ্তরে রিপোর্টকৃত আনোয়ার কামালকে ঢাকা নৌ-পুলিশের পুলিশ সুপার করা হয়েছে৷

খুলনা তৃতীয় এপিবিএনএ’র অধিনায়ক(দারফুর মিশন ফেরত পুলিশ অধিদপ্তরে রিপোর্টকৃত) মোস্তফা কামালকে ঢাকা পিবিআই’র পুলিশ সুপার, ঢাকা আরআরএফ’র কমান্ড্যান্ট (পুলিশ সুপার) দারফুর-সুদান মিশন ফেরত ও পুলিশ অধিদপ্তরে রিপোর্টকৃত মো. শাহরিয়ারকে ঢাকা নৌ-পুলিশের পুলিশ সুপার, খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার সুদান মিশন ফেরত পুলিশ অধিদপ্তরে রিপোর্টকৃত মো. জুলফিকার আলী হায়দারকে ঢাকা পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়৷

নোয়াখালী পিটিসির পুলিশ সুপার মিয়া মাসুদ করিমকে ঢাকা পিবিআই পুলিশ সুপার, নড়াইল পুলিশ সুপার(দারফুর ও সুদান মিশন ফেরত পুলিশ অধিদপ্তরে রিপোর্টকৃত) সরদার রকিবুল ইসলামকে নড়াইল পুলিশ সুপার, নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ আবদুল কাদেরকে ঢাকা পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার(টিআর) করা হয়েছে৷এছাড়া চাঁপাইনবাবগঞ্জের সাবেক পুলিশ সুপার(শিল্প পুলিশের পরিচালক, এসপি পদে বদলির আদেশাধীন) মো. সাজ্জাদুর রহমানকে রংপুর পিটিসির পুলিশ সুপার, ঢাকা পুলিশ অধিদপ্তরের এআইজি সাঈদ তারিকুল হাসানকে রাঙ্গামাটির পুলিশ সুপার, রাজশাহী সারদার পুলিশ সুপার নওরোজ হাসান তালুকদারকে ঢাকা ট্যুরিস্ট পুলিশ সুপার, চট্টগ্রাম আরআরএফ’র কমান্ড্যান্ট (পুলিশ সুপার) সরদার নুরুল আমিনকে ঢাকা ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়৷