1415363698

দৈনিকবার্তা-ঢাকা, ১৫ জানুয়ারি: হরতাল-অবরোধে দেশের অর্থনৈতিক অবস্থা শোচনীয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত৷ তিনি বলেন, কোনো ঘটনা ঘটলে সার্বিক পরিস্থিতির উপর দীর্ঘ মেয়াদে প্রভাব পড়ে৷তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে৷বৃহস্পতিবার সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন রাষ্ট্রদূত পিইয়ের মায়াওদুনের সঙ্গে সাক্ষাত্‍ শেষে তিনি এ কথা বলেন৷আগামী এক সপ্তাহের মধ্যে এ পরিস্থিতির পরিবর্তন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি৷

এ সময় তিনি আরো বলেন, অর্থনীতি পুর্নগঠনের এসপিইএনপি প্রকল্পে ইইউ সহযোগিতা করবে না তবে আগামী অর্থবছরে বাজেট আকারে সহযোগিতা সরকার চাইলে তা তারা বিবেচনা করবে৷ আপাতত এ প্রকল্পের কাজ বিশ্বব্যাংকের সহযোগিতায় চালানো হবে৷

অর্থমন্ত্রী বলেন, আগামী দুই থেকে তিন বছর পরে কোনো রাজনৈতিক দলেরই হরতাল কর্মসূচি সফল হবে না৷ সাধারণ মানুষ এগুলো মানবে না৷বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, এটা আমি জানি না৷ব্যবসায়ীরা হরতাল বন্ধে আইন চায় প্রসঙ্গ তিনি বলেন,’হ্যাঁ এটা আমি সমর্থন করি৷ এটা হওয়া দরকার৷ইউ রাস্ট্রদূতের সঙ্গে তার রাজনৈতিক বিষয়ে তেমন কোনো কথা হয়নি বলে জানান আবুল মাল আবদুল মুহিত৷

তিনি বলেন, বাজেট রিফর্ম প্রোগ্রাম এসপিএনপিতে ফান্ড দেবে না বলে জানিয়েছে ইইউ৷ যা আমাদের জন্য দুঃসংবাদ৷ এ প্রকল্পটি অনেক ভালো৷ যা ১৯৯৪ সালে শুরু হয়৷ এর মাধ্যমে বাজেট প্রণয়ন ও ব্যয়ের কর্মপরিকল্পনা আধুনিকায়নের কাজ করা হয়৷ প্রকল্পটি চালু রাখতে অন্য দাতা সংস্থার সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি৷