image_18260.pic-10

দৈনিকবার্তা-ঢাকা, ১৫ জানুয়ারি: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল৷ একইসঙ্গে চলছে অনির্দিষ্টকারের অবরোধ৷বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে রিয়াজের ওপর হামলার প্রতিবাদে দিনব্যাপী ডাকা হরতাল সফল হয়েছে দাবি করে আগের কর্মসূচি অবরোধ চালিয়ে যেতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী৷

বিবৃতিতে রিজভী বলেন, ১২ ঘন্টার হরতাল সফল করার জন্য বিএনপির পক্ষ থেকে জনসাধারণকে অভিনন্দন জানাচ্ছি৷ একই সঙ্গে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত চলমান অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি৷নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে লাগাতার অবরোধ চলার মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ গুলিবিদ্ধ হওয়ার পর বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডাক দেয় ২০ দল৷

রাজধানীতে সকাল থেকেই রিকশা-অটোরিকশার পাশাপাশি সব ধরনের গণপরিবহন চলাচল করেছে৷ অফিস, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকানপাটও খোলে ছিল অন্যান্য দিনের মতো৷রাজধানী থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস৷ তবে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে৷ যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী৷এদিকে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কর্যালয়ে কোনো নেতাকর্মীকে দেখা যায়নি৷

সারাদেশে ঢিলেঢালা হরতালে ঘটছে বিচ্ছিন্ন সহিংসতা৷ ভোরে গাজীপুরের কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা একটি বাসে হরতাল সমর্থনকরা আগুন দিলে দগ্ধ হয়ে নিহত হয়েছেন ঘুমন্ত হেলপার৷

খবর পেয়ে স্থানীয়রা ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়৷ এতে অগি্নদগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় নিহত হয় বাসটির হেলপার৷উল্লেখ্য, মঙ্গলবার রাতে রিয়াজ রহমান বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে ফেরার পথে দুর্বত্তরা হামলা চালায়৷ এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দেশব্যাপী টানা ২৪ ঘন্টার হরতাল ডাকা দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দল৷

পরে বুধবার দুপুরে এক বিবৃতিতে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালনের আহ্বান জানান৷

বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রুহুল কবির রিজভী বলেন, মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রিয়াজ রহমানের ওপর হামলা এবং তাকে গুলি করে গুরুতর আহত করার তিবাদে ২০ দলীয় জোটের ডাকে ১৫ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশব্যাপী ১২ ঘন্টার সর্বাত্মক হরতাল আহ্বান করা হয়েছে৷ বিএনপির অবরোধে রাজধানীর মগবাজারে পেট্রোল বোমায় দগ্ধ হওয়ার ছয় দিন পর হাসপাতালে মারা গেলেন আবুল কালাম হাওলাদার নামের এক প্রাইভেটকার চালক৷ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিত্‍সক পার্থ শংকর পাল জানান, আগুনে কালামের বুক ও মুখ আগুনে ঝলসে গিয়েছিল৷ বৃহস্পতিবার দুপুরের দিকে আইসিইউতে চিকিত্‍সাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷৩৫ বছর বয়সী কালামের বাড়ি বরিশালের আগৈলঝরায়৷ ঢাকায় থাকতেন কলাবাগান এলাকায়৷ রাজু আহমেদ নামের এক ব্যক্তির গাড়ি চালাতেন তিনি৷

গত ৯ জানুয়ারি মগবাজার আগোরার সামনে রাস্তার পাশে দাঁড় করানো তার গাড়িতে দুবর্ৃরা পেট্রোল বোমা ছুড়লে আগুন ধরে যায়৷ দগ্ধ অবস্থায় রাতেই তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়া হয়৷৫ জানুয়ারি ঢাকায় সমাবেশ করতে না পেরে সারা দেশে এই অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া৷অবরোধের মধ্যে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগি্নসংযোগ ও ভাংচুর চালানো হচ্ছে৷ ৫ জানুয়ারি থেকে এ পর্যন্ত ২২ জন দগ্ধ হয়ে চিকিত্‍সা নিতে বার্ন ইউনিটে এনেছেন বলে চিকিত্‍সক সামন্ত লাল সেন জানান৷

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে হরতাল-অবরোধ সমর্থিত বিএনপি-জামায়াতের কর্মীদের দেওয়া আগুনে পুড়ে মারা গেছে এক বাসের ঘুমনত্ম হেলপার৷ আগুনে বাসটিও পুড়ে গেছে৷ নিহত হেলপারের নাম তোফাজ্জল হোসেন (১৭)৷ সে সুনামগঞ্জ জেলা সদরের নারায়নতলা এলাকার ওয়াহেদ আলীর ছেলে৷ প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো স্থানীয় এক কারখানার শ্রমিক পরিবহন শেষে বুধবার দিবাগত রাতে কালিয়াকৈর উপজেলার মহিষবাথান বটতলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি বাস পার্কিং করে রেখে বাড়ি যায় ওই বাসের চালক সেলিম মিয়া৷ রাতে খাওয়া দাওয়া শেষে হেলপার তোফাজ্জল দরজা আটকে দিয়ে বাসেই ঘুমিয়ে পড়ে৷ বৃহস্পতিবার ভোররাতে ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ সমর্থিত বিএনপি-জামায়াতের কর্মীরা পেট্রোল ঢেলে ওই বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়৷ মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ঘুমনত্ম হেলপারসহ পুরো বাসকে গ্রাস করে ভয়াবহ আকার ধারন করে৷ খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁেছ আগুন নিয়ন্ত্রণে আনে৷ কিন্তু ততৰণে বাসের ভিতরে আটকা পড়ে হেলপার তোফাজ্জল আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায় এবং বাসটির সিংহভাগ পুড়ে যায়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসের ভিতর থেকে আগুনে দগ্ধ ওই হেলপারের লাশ উদ্ধার করে ময়না তদনত্মের জন্য বৃহস্পতিবার গাজীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে৷

বাসের মালিক কালিয়াকৈর উপজেলা শ্রমিকলীগের সভাপতি ও স্থানীয় বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের গ্রন্থগারিক খন্দকার মফিজুর রহমানের দাবি, আগের দিন বুধবার হরতাল ও নাশকতা বিরোধী সভা-সমাবেশে বক্তব্য রাখার জেরে হরতাল সমর্থকরাই ওই বাসে আগুন দিয়েছে৷ তার ওই বাসটি বিভিন্ন কারখানার শ্রমিক আনা-নেয়ার কাজে ব্যবহৃত হতো৷ ২০ দলীয় জোটের ডাকা হরতালে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে একটি প্রাইভেটকারে আগুন ও বংশাল ফেন্স রোডে ৪/৫ টি হাতবোমা ফাটায় দুর্বৃত্তরা৷

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে৷প্রতক্ষ্যদর্শীরা জানায়, সায়েন্স ল্যাবরেটরিতে একটি প্রাইভেটকারে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা৷ এর কিছুক্ষণ পরেই আশেপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলে৷অন্যদিকে বংশালের ফেন্স রোডে ৪/৫টি হাতবোমা সম্পর্কে এক প্রতক্ষ্যদর্শী জানায়, বোমাগুলো ফাটায় হরতাল পালনকারীরা৷ বোমা ফাটানোর পরপরই পুলিশ কয়েকে রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে৷

নাটোর :নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজার এলাকায় একটি সিমেন্ট বোঝাই ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে হরতাল সমর্থকরা৷ এসময় হরতাল সমর্থকদের মরপিটে ট্রাকের ড্রাইভার সহ দুজন আহত হয়েছে৷ আহতদের স্থানীয় রাহেল ক্লিনিকে ভর্তি করা হয়েছে৷ নাটোরের পুলিশ সুপার বাসুদেব বনিক ওপ্র্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে রাজশাহী গামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক ঢাকা মেট্র ট ১৪-৩৩৫৫ আহম্মদপুর বালিকা বিদ্যালয়ের সামনে পৌছিলে ৭/৮জন হরতাল সমর্থকরা রাস্তায় গাছের গুড়ি ফেলে ব্যারিকেট দেয়৷ এসময় ট্রাক ড্রাইভার অজয় কুমার এবং হেলপার রনজিতকে মারপিট করে নগদ ২০হাজার টাকা কেড়ে নিয়ে ট্রাকে আগুন ধরিয়ে দেয়৷ পরে খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস ও পুলিশ আগুন নিভিয়ে ফেলে৷ এসময় পানিতে নষ্ট হয়ে গেছে সিমেন্টগুলো৷ নাটোরে টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধোর করে মিছিল বিৰিপ্ত পিকেটিংএর মধ্যদিয়ে পালিত হচ্ছে হরতাল

নাটোরে ২০দলের ডাকা হরতালের সমর্থনে সকালে জেলার নাটোর শহরেরষ্টেশন বাজার এলাকা থেকে একটি মিছিল বের হয়ে একতা মোড় হয়ে মিছিলটি নিয়ে হরতালের সমর্থনে নাটোর শহরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়৷ পরে তারা রাসত্মায় টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং করে৷এদিকে নাশকতা এড়াতে রাতে জেলায় ২ জনকে আটক করেছে পুলিশ৷ সময় রাসত্মায় কোন প্রকার যান চলাচল না করলে ও তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে৷ বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব টহল দিতে দেখা গেছে৷ জেলার বিভিন্ন উপজেলায় হরতালের সমর্থনে মিছিল পিকেটিং এর খবর পাওয়া গেছে৷ নিরাপত্তা বজায় রাখতে শহরে পুলিশের পাশাপাশি র্যাব টহল অব্যাহত রয়েছে৷

কুমিল্লা: ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালে কুমিল্লায় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের ব্যপক সংঘর্ষ হয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাউন্ড গুলি ছুড়েছে৷ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কুমিল্লার কান্দিরপাড়ে এ সংঘর্ষ শুরু হয়৷প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে বিএনপি নেতা-কর্মীরা হরতালের সমর্থনে শহরে মিছিল বের করলে আওয়ামী লীগ কর্মীরা সশস্ত্র হামলা চালায়৷ এতে বিএনপির অন্তত পাঁচজন নেতা-কর্মী আহত হন৷ উভয়পক্ষ মারমুখি অবস্থান নেয়ায় শহরে আতঙ্ক বিরাজ করছে৷ ঘটনাস্থলে ব্যাপক র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে৷নোয়াখালীতে ৩ গাড়ীতে আগুন, আটক-৪৪

নোয়াখালী প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের উপর হামলার প্রতিবাদে সারাদেশে ২০দলীয় জোটের ডাকা হরতাল এবং অনির্দিষ্টকালের অবরোধ গাড়ীতে আগুন, ভাংচুর, বিৰোভসহ বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে চলছে৷ এরআগে সকল ধরনের সহিংসতা এড়াতে পুলিশ জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ২০দলীয় জোটের নেতাকর্মী’সহ ৪৪জনকে আটক করেছে৷বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যনত্ম এ অভিযান পরিচালনা করা হয়৷ আটককৃতদের মধ্যে নোয়াখালী পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক মো. স্বপন, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য ফারম্নক, জেলা কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৬নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক মো. শিবলু’সহ বিএনপির ২৫, জামায়াত-শিবিরের ২ ও বিভিন্ন মামলায় ১৭জন আসামী রয়েছে৷
বৃহস্পতিবার সকালে হরতাল ও অবরোধের সমর্থনে জেলা শহরের মাইজদী বাজার এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে ২০দলীয় জোটের নেতাকর্মীরা৷ এসময় তারা একটি সিএনজি অটোরিঙ্ায় আগুন ও ২টি সিএনজি ভাংচুর করে৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পেঁৗছে তারা পালিয়ে যায়৷

অপরদিকে বুধবার দিবাগত রাত ৮টার দিকে জেলা কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার কবিরহাট-বসুরহাট সড়কের করালিয়া এলাকায় ২টি সিএনজি অটোরিঙ্ায় আগুন ধরিয়ে দেয় দূবর্ৃত্তরা৷ পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে৷এছাড়া বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যনত্ম জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি৷ হরতাল ও অবরোধকে ঘিরে জেলার বিভিন্ন স্থানে আইনশৃংঙ্খলা বাহিনী সর্তক অবস্থানে রয়েছে৷জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অবরোধ ও হরতালে সকল ধরনের নাশকতা রোধে জেলার গুরম্নত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন এবং বিভিন্ন সড়কে পুলিশের পাশাপাশি বিজিবি টহলে রয়েছে৷

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমানের উপর হামলার প্রতিবাদে দেশব্যাপী ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে চাঁপাইনবাবগঞ্জে৷ দুর পালস্ন্লার সীমিত সংখ্যক বাস বা ট্রাক পুলিশ প্রহরায় বা নিরাপত্তা ঝুঁকি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ছেড়ে গেছে৷ ছোট স্থানীয় যানবাহন ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে৷ অফিস, আদালত, ব্যাংক, বীমা, স্কুল-কলেজের কার্যক্রম স্বাভাবিক তবে উপস্থিতি কম৷ দেশের সোনামসজিদ স্থলবন্দরের পণ্য পরিবহন কার্যক্রম বন্ধ রয়েছে৷ ২০ দলের ডাকা হরতালে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির৷ সকাল সাড়ে আটটায় মিছিলটি জেলা শহরের বড় ইন্দারা মোড় থেকে পৌর সেক্রেটারী আবুল হাসানের নেতৃত্বে শুরু হয়ে শানত্মিমোড়ে গিয়ে শেষ হয়৷ এখানে কিছু সময় তারা ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে পিকেটিং এর চেষ্টা করে৷ তবে বিএনপি’র নেতা-কমর্ীদের মাঠে দেখা যায়নি৷ জেলা ব্যাপী আর কোথাও তেমন কোন উলেস্নখযোগ্য ঘটনার খবর এখনও পাওয়া যায়নি৷ বিভিন্ন গুরম্নত্বপূর্ন পয়েন্টে নিরাপত্তা বাহিনীর প্রহরা জোরদার রয়েছে৷ এদিকে জেলাব্যাপী পুলিশের অব্যাহত বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ও সহিংসতা প্রতিরোধে বৃহস্পতিবার সকাল পর্যনত্ম ২৪ ঘন্টায় ৩১ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ কন্ট্রোলরম্নম৷ এর মধ্যে সদর থানায় ১০জন,শিবগঞ্জে ১৪, নাচোলে ৫ ও গোমসত্মাপুর থানায় ২ জন রয়েছে৷ পাবনায় হরতালের পৰে বিপৰে বিৰোভ মিছিল

পাবনা প্রতিনিধি ঃ পাবনায় হরতালের পৰে বিপৰে বিৰোভ মিছিল করেছে আওয়ামী লীগ-বিএনপি৷২০ দলীয় জোটের ডাকা আজকের সকাল-সন্ধ্যা হরতালের বিপৰে পাবনায় বিৰোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা৷দুপুর একটার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিৰোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদৰিণ করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা৷ পরে দলীয় কার্যালয়ের সামনে সংৰিপ্ত পথ সমাবেশে জেলা নেতৃবৃন্দ বক্তব্য দেন৷এছাড়াও গণতন্ত্রের নামে নাশকতা, মানুষ খুন, জ্বালাও পোড়াও এর প্রতিবাদে মৌন মিছিল ও মানববন্ধন করেছে পাবনার প্রগতিশীল সাংস্কৃতিক কর্মীরা৷ দুপুর সাড়ে ১২টার দিকে একটি মৌন মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদৰিণ করে সাংস্কৃতিক কর্মীরা৷ পরে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন তারা৷

অপরদিকে পাবনায় হরতালের সমর্থনে জেলা বিএনপি’র সাবেক সাংগাঠনিক সম্পাদক ও পৌর মেয়র কামরুল হাসান মিন্টুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ আজ দুপুর ১২টায় সরকারী এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় মাঠ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে৷ পরে জেবি’র মোড়ে এক সমাবেশে পৌর বিএনপি’র সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিকসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন৷ হরতাল চলছে৷ হরতাল চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়৷ শহরে পুলিশ, র্যাব, বিজিবি’র টহল জোরদার করা হয়েছে৷

66176474_66176473

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা :বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে শহরে সকাল থেকেই দফায় দফায় মিছিল ও সমাবেশ করেছে ২০ দলীয় জোট জয়পুরহাট জেলা শাখা৷ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ২০ দলীয় জোটের আহ্বায়ক ও জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আতাউর রহমানের নেতৃত্বে হরতালের সমর্থনে নেতা কমর্ীরা শহরের সদর রাসত্মায় দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে৷ সকাল ১০টায় শহরেরকেন্দ্রীয় মসজিদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ৷
হরতাল চলাকালে শহরের দোকান-পাট, ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ ছিল৷ যানবাহন চলাচল না করলেও অটো রিঙ্া ও টেম্পু চলাচল করতে দেখা গেছে৷ আইন শৃংখলা রৰায় শহরের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে৷ র্যাব সদস্যরা শহরে টহল দেয়৷

ময়মনসিহঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌর জামায়াতের সেক্রেটারী ডাঃ শহিদুল ইসলাম কাকনকে বুধবার রাতে নাশকতার অভিযোগে পুলিশ আটক করেছে৷ বুধবার রাত ৯ টার দিকে উপজেলা সদরের তার ব্যবসা প্রতিষ্ঠান এশিয়া হোমিও হল থেকে তাকে আটক করা হয়৷ ফুলবাড়ীয়া থানার ওসি রিফাত খান রাজিব জানান, আটক কাকন পৌর জামায়াতের আমীর৷ তার বিরম্নদ্ধে নাশকতার মামলার প্রসত্মতি চলছে৷

সাতক্ষীরা: দেশ ব্যাপী বিএনপির ডাকা হরতালে বৃহস্পতিবার সাতক্ষীরায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঢিলেঢালা ভাবে হরতাল পালিত হয়েছে৷ হরতালের কারনে দূরপাল্লার রুটে যান চলাচল বন্ধ ছিল৷ হরতালের পক্ষে জেলার কোথাও কোন মিছিল মিটিং ও সমাবেশের খবর পাওয়া যায়নি৷ এদিকে, নাশকতার আশংকায় পুলিশের বিশেষ অভিযানে সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতসহ মোট ৬১ জনকে আটক করা হয়৷ এর মধ্যে -বিএনপি-জামায়াত’র ১৬ জন কমর্ী রয়েছে৷ বুধবার রাত ভোর অভিযান চালিয়ে জেলার বিভিন্ন সা্থন থেকে পুলিশ তাদেরকে আটক করে৷ অপরদিকে, নাশকতা এড়াতে পুলিশের পাশাপাশ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে৷
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকতর্া উপপরিদর্শক (এসআই) কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে৷

ফেনী: ফুলগাজীতে অবরোধ সমর্থকরা গতকাল বৃহস্পতিবার সকালে একটি রপ্তানীমুখি সিমেন্টবাহি কভার্ডভ্যানে আগুন দেয় এবং তিনটি কভার্ডভ্যান ও ট্রাক ভাঙচুর করেছে৷ প্রত্যক্ষদর্শীর ভাষ্য, ফেনী-বিলোনীয়া সড়কের নতুন মুন্সিরহাট এলাকায় গ বৃহস্পতিবার সকালে অবরোধ সমর্থক বিএনপি-জামায়াত কর্মীরা বিলোনীয়া বন্দরমুখি একটি সিমেন্টবোঝাই কভার্ডভ্যানে অগি্নসংযোগ করে৷ খবর পেয়ে ফুলগাজী থানা পুলিশ দ্রম্নত ঘটনাস্থলে পেঁৗছে৷ এসময় কিছু স্থানীয় লোকজনও এগিয়ে এসে পানি মেরে আগুন নিভিয়ে দেয়৷ এছাড়া অবরোধকারীরা আরও একটি সিমেন্ট বোঝাই কভার্ডভ্যান ও পাথর বোঝাই দুটি ট্রাকের গালাস ভাংচুর করেছে৷ বিএনপি-জামায়াত নেতাকর্মীরা বেশ কয়েকটি ককটেল ও পটকার বিস্ফোরণ ঘটায়৷ ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারম্নন অর রশিদ বলেন, অবরোধকারীরা একটি কভার্ড ভ্যানে আগুন দেয়ার চেষ্টা এবং অপর একটি ট্রাকের গস্নাস ভাঙচুর করেছে৷ পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যায়৷ এছাড়া বুধবার রাতে ও বৃহস্পতিবার পুলিশ ৭ জন বিএনপি-জামায়াত কর্মীকে আটক করেছে৷

ভোলায় ৩টি যানবাহনে আগুন দেয় হরতাল সমর্থনকরা৷ শহরের কয়েক জায়গায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে তারা৷ নাশকতার অভিযোগে জেলার বিভিন্ন জায়গা থেকে ৯জনকে আটক করেছে পুলিশ৷নাটোরের বড়াইগ্রামে সিমেন্টবাহী একটি ট্রাকে আগুন দেয় হরতাল সমর্তকরা৷ এসময়, চালক ও হেলপারকে মারধর করে মোবাইল ও টাকাও লুট ছিনিয়েয় তারা৷ রাজশাহীতে দোকানপাট ও যারবাহন ভাচুর করে হরতালকারীরা৷খুলনায় হরতাল সমর্থকদের মিছিল থেকে যানবাহন ভাংচুর ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়৷ বরিশাল, ময়মনসিংহ হরতালের সমর্থনে মিছিলে বাধা দেয় পুলিশ৷

সিলেটে মিছিল থেকে পুলিশের ভ্যান লক্ষ করে পেট্রোল বোমা নিক্ষেপ করে হরতাল সমর্থকরা৷ মৌলভীবাজারে রড বোঝাই একটি ট্রাকে আগুন দেয় তারা৷ কুমিল্লা, চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে৷সিলেট, নড়াইল, গাইবান্ধা, নাটোর, নরসিংদী ও দিনাজপুরে বেশ কয়েকটি যানবাহনে অগি্নসংযোগ ও ভাঙচুর করেছে হরতাল সমর্থকরা৷