1_173083

দৈনিকবার্তা-হিলি, ১ ৫ জানুয়ারি: ২০দলীয় জোটের ডাকা হরতাল আর টানা অবরোধের মাঝেও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম রয়েছে স্বাভাবিক৷ তবে প্রভাব পড়েনি রাজস্ব আয়ে৷ পুলিশ- বিজিবি প্রহরায় দ্বিগুণ ভাড়ায় পণ্যসামগ্রী দেশের প্রত্যন্ত অঞ্চলে সরবরাহ করা হলেও ব্যবসায়ীরা গুনছেন লোকসান ৷ হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন পণ্য আমদানি রপ্তানি হলেও হরতাল অবরোধে বন্দরে দেখা দিয়েছে ক্রেতা সংকট, আবার ক্রেতা থাকলেও ব্যবসায়ীদের ট্রাক ভাড়া দিতে হচ্ছে দ্বিগুণ৷ মালামাল পাঠাতে না পেরে অনেক আমদানীকারক পণ্য সামগ্রী গুদামজাত করছেন৷ আবার অনেকেই দ্বিগুণ ভাড়ায় কাঁচামাল পুলিশ-বিজিবি প্রহরায় দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন৷

কাঁচামাল আমদানি কারক গ্রুপের আহবায়ক- হারুনুর রশীদ হারুন জানান, পুলিশ বিজিবি প্রহরায় পণ্য সরবরাহ করা হলেও পরিবহন সংকটে অনেক পণ্যই আটকা পড়ে থাকছে বন্দরেই৷ লোকসান গুনছেন স্থানীয় আমদানীকারক ব্যবসায়ীরা৷ এতে তাদের কোটি কোটি টাকা ক্ষতিও হচ্ছে৷ আমদানীকারক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক জানান, যে পরিমাণের পণ্যবাহী ট্রাক পুলিশ প্রহরায় দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে তা দিয়ে এই বন্দরের চাহিদা পূরণ হচ্ছেনা৷

ট্রাক মালিকরা নাশকতার ভয়ে তাদের গাড়ী বের না করায় দ্বিগুণ -তিনগুণ ভাড়া দিয়ে পণ্য বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে৷ পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় এর প্রভার পড়ছে খুচরা বাজারে৷চাল আমদানীকারক বিনোদ জানান, ক্রেতা কমে যাওয়ায় চালের মজুদ গড়ছেন নিজেরাই৷ তাড়াও পড়েছেন গুদাম সংকটে৷ সময় মত চাল বিক্রি করতে না পারায় দিতে হচ্ছে ব্যাংক সুদ ৷ অপরদিকে চালের গুনগত মানও নষ্ট হওয়ার আশংকা দেখা দিয়েছে৷ তাই তারা নতুন করে এলসি খোলাও বন্ধ রেখেছেন৷হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আজহারুল ইসলাম জানান,যতই প্রতিকূলতা আসুক বন্দরের আমদানি- রপ্তানি চলবে এবং নিরাপত্তা ব্যবস্থায় গন্তব্যস্থলে পণ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে৷হিলি কাস্টমস সহকারী কমিশনার মহিববুর রহমান জানান, বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক থাকায় রাজস্ব আদায়ে কোনই প্রভাব পড়েনি৷