হরতাল

দৈনিকবার্তা-গাজীপুর, ১৫ জানুয়ারি: গাজীপুরে বৃহস্পতিবার হরতাল ও অবরোধের সমর্থনে ২০দলীয় নেতা-কর্মীরা ঝটিকা হামলা চালিয়ে কয়েকটি গাড়ি ভাংচুর করেছে৷ এসময় তারা মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি এলাকায় একটি বাসে অগি্নসংযোগ করে৷ পুলিশ তাদের ধাওয়া করে আলী আজগর (২২) নামের এক শিবির কর্মীকে আটক করে৷ এছাড়াও ছাত্রদলের পিকেটাররা একই মহাসড়কের এরশাদ নগর এলাকায় বর্ডার গার্ডের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেছে৷ এসময় তারা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং করে এবং কয়েকটি গাড়ি ভাংচুর করে৷ পরে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়৷ জেলার বিভিন্নস্থান থেকে গাড়ি ভাংচুর ও অগি্নসংযোগে অভিযোগে ৮ জনকে আটক করেছে৷ এদিকে ধর্মপ্রাণ মুসুলিস্নরা যাতে টঙ্গীর বিশ্বএজতেমাস্থলে স্বাচ্ছন্দ্য এবং নিরাপদে পৌছতে পারে সেজন্য বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুরে তিন পস্নাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে৷

বিজিবি মোতায়েন : গাজীপুরের জেলা প্রশাসক নূরম্নল ইসলাম জানান, হরতালে নাশকতা এড়ানো ও বিশ্ব এজতেমার দ্বিতীয় পর্বে ধর্মপ্রাণ মুসুলিস্নরা যাতে স্বাচ্ছন্দ্য ও নির্ভয়ে এজতেমাস্থলে আসতে পারে সেজন্য বৃহস্পতিবার সকাল থেকেই এজতেমাস্থল ও গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় তিন পস্নাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে৷

শিবির কর্মীর কারাদন্ড : গাজীপুরে ২০ দলীয় জোটের হরতাল ও অবরোধকালে গাড়ি ভাংচুর ও অগি্নসংযোগের অভিযোগে বৃহস্পতিবার শিবিরের এক কর্মীকে দুই বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত৷ ভ্রাম্যমান আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরিফুল ইসলাম এ দন্ডাদেশ প্রদান করেন৷ জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, বৃহস্পতিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকা থেকে গাড়ি ভাংচুর অগি্নসংযোগের অভিযোগে আটক করা হয় শিবির কর্মী (ক্যাডার) আলী আজগরকে (২২)৷ পরে দুপুরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত আলী আজগরকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন৷ দন্ডপ্রাপ্ত শিবির ক্যাডার আলী আজগর সাতৰীরার কলারোয়া উপজেলার এলাকার বাসিন্দা৷ সে প্রায় মাস খানেক আগে সাতৰীরা থেকে নাশকতা সৃষ্টির উদ্দেশ্য গাজীপুরে আসে৷