Pope Francis

দৈনিকবার্তা-ঢাকা, ১৬ জানুয়ারি: মত প্রকাশের স্বাধীনতারও একটা সীমা থাকা উচিত, এমনটাই মনে করেন পোপ ফ্রান্সিস৷ বৃহস্পতিবার শ্রীলঙ্কা থেকে ফিলিপাইন সফরে যাওয়ার পথে সংবাদমাধ্যমকে সাক্ষাত্‍কার দেন পোপ৷ শার্লি এবদো নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতার মানে কারও ভাবাবেগকে আঘাত করা বা কারও ধর্ম নিয়ে ব্যঙ্গ করার স্বাধীনতা নয়৷

পোপের পাশেই দাঁড়িয়ে ছিলেন আলবার্তো গ্যাসপারি৷ পোপের নানা সফর আয়োজন করেন তিনিই৷ তাকে দেখিয়ে পোপ ফ্রান্সিস বলেন, এই যে আমার বন্ধু গ্যাসপারি৷ যদি উনি আমার মায়ের নামে কোনো খারাপ কথা বলেন, তা হলে একটা ঘুসি অবশ্যই ওর প্রাপ্য৷ সেটা স্বাভাবিক নয় কী!

তার কথায়, কাউকে তাতিয়ে তোলা উচিত নয়৷ অন্যদের বিশ্বাসকে অপমান করার অধিকার কারও নেই৷ কারও ভাবাবেগ নিয়ে মশকরা করা যায় না৷ যদিও প্রায় সঙ্%