atletico_madrid___fc_barcelona_by_jafarjeef-d7cuxf2_zps27001fe9

দৈনিকবার্তা-ঢাকা, ১৬ জানুয়ারি: লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেসদের বিশ্রাম দিলেও বড় জয়ই পেয়েছে বার্সেলোনা৷ কোপা দেল রের দ্বিতীয় পর্বের ম্যাচে এলচেকে ৪-০ গোলে হারিয়েছে প্রতিযোগিতার সফলতম দলটি৷ নিজেদের মাঠে প্রথম পর্বে ৫-০ গোলে জিতে শেষ আটে বলতে গেলে এক পা দিয়েই রেখেছিল বার্সেলোনা৷ তাই নিয়মিত একাদশের প্রায় সবাইকে বিশ্রাম দিয়ে বার্সেলোনা বি দলের ছয় জনকে দলে রাখেন কোচ লুইস এনরিকে৷বৃহস্পতিবার এলচের মাঠে প্রথমার্ধেই স্বাগতিকদের জালে তিন বার বল পাঠিয়ে নাটকীয় কোনো কিছুর সম্ভাবনা শেষ করে দেয় বার্সেলোনা৷

২১তম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেয়া গোলটি করেন জেরেমি ম্যাথিউ৷ ৪০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার কৃতিত্ব রবের্তোর৷ আর ৪৩তম মিনিটে পেদ্রো রদ্রিগেসের সফল পেনাল্টিতে স্কোর লাইন হয়ে যায় ৩-০৷দ্বিতীয়ার্ধে ৯০তম মিনিটে আদ্রিয়ানোর লক্ষ্যভেদে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা৷ কোয়ার্টার-ফাইনালে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে তারা৷নিজেদের মাঠে প্রথম পর্বে ২-০ গোলে জেতার পর দ্বিতীয় পর্বে ২-২ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদকে বিদায় করে শেষ আটে পৌঁছায় আতলেতিকো৷