Bus-fire

দৈনিকবার্তা-ঢাকা,১৭জানুয়ারি : বিএনপিনেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের ১২তম দিনে শনিবার সকালে রাজধানীর মিরপুর ও রায়েরবাগে ২টি যাত্রীবাসে আগুন দিয়েছে অবরোধকারিরা৷ এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একছাত্রী আহত হন৷এছাড়া রাজধানীর বাইরে কয়েক জায়গায় বিচ্ছিন্ন সহিংসতার খবর পাওয়া গেছে৷ সকাল থেকে সংখ্যায় কম কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে বাড়ে সব ধরনের যানবাহন চলাচল৷ স্বাভাবিক লঞ্চ ও দূরপাল্লার বাস চলাচল৷তবে রেলের শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা৷নগরীর বিভিন্ন পয়েন্টে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা৷

এদিকে,নরসিংদীতে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল,গাড়ি ভাঙচুর ও অগি্নসংযোগের ঘটনা ঘটে৷খুলনায় মহানগরীতে বিস্ফোরক দ্রব্যসহ ২২জনকে আটক করেছে পুলিশ৷এছাড়াও নাশকতার আশঙ্কায় নোয়াখালীতে ৩১, ঝালকাঠিতে ৬ বিএনপি-জামাত কর্মীকে আটক হয়েছে৷ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে আজ সকালে রাজধানীতে দুটি বাসে আগুন দিয়েছে দুবর্ৃত্তরা৷এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ কয়েকজন দগ্ধ হয়েছেন৷ফায়ার সার্ভিস সূত্র জানায়,শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মিরপুর-১৩ নম্বর ও ৯টার দিকে যাত্রাবাড়ী থানার রায়েরবাগে পৃথকভাবে যাত্রীবাহী দুটি বাসে আগুন ধরিয়ে দেয় দুবর্ৃত্তরা৷

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর জানান, সকালে দুবর্ৃত্তরা রায়েরবাগ এলাকায় প্রাইম পস্নাস পরিবহণ নামে একটি বাসে অগি্নসংযোগ করে পালিয়ে যায়৷ এতে সুলতানা ইসলাম দিপা নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের এক ছাত্রী আগুনে পুড়ে যায়৷ আগুনে তার বাঁ পায়ের হাটুর নিচে বেশির ভাগ অংশ পুড়ে গেছে৷অগি্নদগ্ধ হয়ে আহত দিপাকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান জানিয়েছেন, রায়েরবাগে বাসে অগি্নসংযোগের খবর পেয়ে পোসত্মগোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়৷তবে যাত্রীবাহী ওই বাসের আগুনে সেখানে কয়েকজন আহত হয়৷ফায়ার সার্ভিস কর্মকর্তা আতাউর জানান,এর আগে সকাল সাড়ে ৭টার দিকে মিরপুর ১৩ নম্বরে একটি মিনিবাসে আগুন দেওয়া হয়৷

খবর পেয়ে সেখানে মিরপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷ তবে এখানে কোন হতাহতের ঘটনা ঘটেনি৷ এদিকে. রাজধানীর উত্তর বাড্ডা ফুজি টাওয়ারের বিপরীত পাশের রাস্তায় একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা৷শনিবার দুপুর ২টা ২৫ মিনিটে এ ঘটনা ঘটে৷ এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়৷ ফলে স্থানীয় মানুষজন বিভিন্ন দিকে দৌড়াতে থাকে৷ প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ককটেল বিস্ফোরণের পর ওই এলাকায় প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়৷ এতে মানুষের আতঙ্ক আরও বাড়ে৷ তবে এতে কেনো হতাহতের ঘটনা ঘটেনি৷

বগুড়ায় অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে৷ সংঘর্ষ চলার সময় পুলিশ গুলি চালিয়েছে৷ এ সময় একটি ট্রাকেও আগুন দেয় অবরোধকারীরা৷ঘটনার পর সদর উপজেলা বিএনপির সহসভাপতিসহ ১৬ জনকে আটক করেছে যৌথ বাহিনী৷শনিবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের মাটিডালি এলাকায় বিএনপির নেতৃত্বে ২০-দলীয় জোটের একটি সমাবেশ হয়৷ সমাবেশ শেষে সকাল ১০ টার দিকে পুলিশের একটি সাঁজোয়া (এপিসি) যান লক্ষ্য করে ককটেল ছোড়ে অবরোধকারীরা৷ এর জের ধরে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ বাধে৷ সংঘর্ষের সময় অবরোধকারীরা অন্তত ১২ টি ককটেল ছোড়ে৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশ পাঁচ রাউন্ড কাঁদানে গ্যাসের শেল এবং ৩৫ থেকে ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে৷ এরপর হামলাকারীদের গ্রেপ্তারে মাটিডালি এলাকার আশপাশের বিভিন্ন জায়গায় অভিযান চালায় যৌথ বাহিনী৷ বেলা একটা পর্যন্ত মাটিডালি এলাকার আশপাশের বিভিন্ন গলি ও মহল্লায় অভিযান চালিয়ে সদর থানা বিএনপির সহসভাপতি চেয়ারম্যান ও নিশিন্দারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলামসহ ১৬ জনকে আটক করে পুলিশ৷বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম দাবি করেন, অবরোধের সমর্থনে সমাবেশ শেষে চলে যাওয়ার সময় পুলিশ বিনা উসকানিতে গুলি চালায়৷ এখন অভিযানের নামে নির্দোষ লোকজনকে গণগ্রেপ্তার করা হচ্ছে৷

বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) গাজিউর রহমান বলেন, বিএনপি-জামায়াতের সমাবেশের পর ককটেল বিস্ফোরণ ঘটায় অবরোধকারীরা৷ পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে৷ এখন নাশকতাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে৷ এদিকে পুলিশের অভিযান চলার সময়ই মহাসড়কের বারপুর এলাকায় চিনিভর্তি একটি ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা, এতে ট্রাকের সব চিনি পুড়ে যায়৷খুলনা, নগরীতে গতরাতে বিভিন্ন অভিযোগে বিএনপি-শিবিরের তিনজনসহ ২০ জনকে আটক করেছে পুলিশ৷খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরম্নজ্জামান মিতু বাসসকে বলেন, আড়ংহাটা থানা পুলিশ নগরীর রায়ের মহল এলাকা থেকে সোহাগ (২৪) ও মিলনকে (২৪) আটক করে৷ পুলিশ তাদের কাছ থেকে দুটি পাইপগান, ৬ রাউন্ড গুলি ও দুটি ককটেল উদ্ধার করেছে৷এ ছাড়া নিয়মিত অভিযোগে বিভিন্ন অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে৷এ ছাড়া পুলিশ নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে বিএনপি কমর্ী মেজবাহুল হাসান (৩৫) এবং শিবির কমর্ী ইবরাহীম (২১) ও নুরুৃলকে (২২) গ্রেফতার করে৷

এদিকে,নোয়াখালী ও গাইবান্ধায় আগামীকাল রোববার হরতাল ডেকেছে বিএনপি৷ একই দিনে পিরোজপুরে আধাবেলা হরতাল ডেকেছে লেবার পার্টি৷ পরশু সোমবার রাজবাড়ীতে হরতাল ডেকেছে বিএনপি৷

নোয়াখালী: সোনাইমুড়ি উপজেলা যুবদলের কর্মী মোরশেদ আলম ওরফে পারভেজ চৌধুরীকে হত্যার প্রতিবাদে কাল সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি৷ আজ শনিবার দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হরতালের এ ঘোষণা দেন৷

বিকেলে দলের যুগ্ম সম্পাদক রায়ছুল হায়দার ও সাংগঠনিক সম্পাদক মো.ইউছুফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷গত বৃহস্পতিবার রাত সোয়া ১১ টার দিকে সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে মোরশেদ আলমকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা৷

রাজবাড়ী: দুপুর ১২ টার দিকে শহরের রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্বরে জেলা বিএনপির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সোমবার রাজবাড়ীতে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন৷ এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, সারা দেশে বিএনপির কর্মসূচিতে সরকারের নিষেধাজ্ঞা, পুলিশের অত্যাচার, গুলি করে মানুষ হত্যা, গুম, মিথ্যা মামলা, নির্যাতন ও নেতা-কর্মীদের বিনা কারণে গ্রেপ্তারের প্রতিবাদে এবং নির্দলীয় তত্ত্বাবধাঢক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা বিএনপি৷

পিরোজপুর: লেবার পার্টির চেয়ঢারম্যান মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তাঁর মুক্তির দাবিতে কাল পিরোজপুরে আধাবেলা হরতাল ডেকেছে জেলা লেবার পার্টি৷ সকাল ছয়টা থেকে বেলা একটা পর্যন্ত জেলায় এ হরতাল পালন করা হবে৷সকালে সংগঠনটির পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়,১৫ জানুয়ারি ঢাকার পুরানা পল্টন এলাকা থেকে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করে৷ এর প্রতিবাদে এবং মোস্তাফিজুর রহমানসহ ২০-দলীয় জোটের কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এ হরতালের ডেকেছে দলটি৷

গাইবান্ধা: খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা ও সারা দেশে গ্রেপ্তার বিএনপির নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে জেলা বিএনপি কাল সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে৷ জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান হরতাল ডাকার বিষয়টি নিশ্চিত করেছেন৷

খুলনা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিনের সভাপতি মু. আয়ুব আলীসহ তিন জনকে কয়রা উপজেলা সদরের একটি বাসা থেকে পুলিশ গ্রেফতার ও অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্যসহ আটক দেখানোর প্রতিবাদে দুই দিনের কর্মসূচী ঘোষনা করেছে জেলা দক্ষিন ছাত্রশিবির৷ জেলা সেক্রেটারি মু. রুহুল কুদ্দুস কেন্দ্রীয় সংগঠনের পরামর্শক্রমে তার মুক্তির দাবীতে এ কর্মসূচীর ঘোষনা দেন৷ কর্মসূচীর মধ্যে রয়েছে আজ শনিবার খুলনা জেলা দৰিন (কয়রা, পাইকগাছা ও দাকোপ উপজেলায় বিক্ষোভ মিছিল) ও আগামীকাল রবিবার এই তিন উপজেলায় সকাল-সন্ধ্যা সর্বত্তক হরতাল পালন করা হবে৷ জেলা সেক্রেটারি এ অঞ্চলের সকল জনশক্তিসহ আপামার জনসাধারণকে বিৰোভ ও হরতাল কর্মসূচী পালনে সহযোগিতা করার আহবান জানান ৷ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিনের এক মেইল বার্তায় এ খবর জানানো হয়