16532DSC_0020

দৈনিকবার্তা-ঢাকা, ১৭ জানুয়ারি: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এম পি কূটনৈতিক পাড়ার নিরাপত্তার স্বার্থে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় গুলশান থেকে অবিলম্বে সরিয়ে নেয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন৷

রাজধানীর গুলশানে কূটনৈতিক এলাকায় বসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সন্ত্রাস ও নাশকতার নির্দেশ দিচ্ছেন–এ অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ৷ তিনি রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির বীরউত্তম খাজা নিজাম উদ্দিন মিলনায়তনে স্বাধীনতা পরিষদ আয়োজিত চলমান রাজনীতি শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন৷

স্বাধীনতা পরিষদের সভাপতি হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মহানগর আওয়ামী লীগ নেতা শাহ আলম মুরাদ, এম এ করিম, অরম্নণ অরকার রানা প্রমুখ৷

ড.হাছান মাহমুদ বলেন, জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বেগম খালেদা জিয়া আজ দিশেহারা হয়ে পড়েছেন৷ তিনি বিদেশিদের বিবৃতি জাল করে বিতর্কিতও হয়েছেন৷ বিদেশীরা আজ তার জালিয়াতির ঘটনায় বিস্ময় প্রকাশ করছেন৷ তিনি বলেন, যে দলের নেতা-কমর্ীরা রাজনীতিকে আজ নিজেদের হীন উদ্দেশে চোরাগুপ্তা হামলা চালিয়ে শিশু ও নারীসহ সাধারণ মানুষ হত্যা করছে সেই দলের অফিস কোন দেশের কূটনৈতিক এলাকায় থাকা মোটেও নিরাপদ নয়৷

তিনি আরো বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাসত্মায় নেমে বিএনপি-জামাতের অযৌক্তিক অবরোধ হরতাল প্রত্যাখ্যান করেছেন৷ সাধারণ জনগণের ওপর ক্ষেপে গিয়ে তারা পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করছেন৷ যা রাজনীতির নামে ভয়নীতি ও আতংক ছাড়া আর কিছু নয়৷তিনি বলেন, যেই দলের মহাসচিব গ্রেফতার এড়ানোর ভয়ে প্রেসক্লাবে সোফার নিচে পালিয়ে থাকেন তারা কোন জনগণের দল নয়৷ জনগণের কল্যাণে তারা রাজনীতি করে না বলে গ্রেফতারে ভয় পায়৷

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, স্বাধীনতার সপক্ষের শক্তিকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস মোকাবিলা প্রতিরোধ করে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এগিয়ে আসতে হবে৷