e919a4efa6d3758200c04a1122171e1f_XL

দৈনিকবার্তা-ঢাকা, ১৭ জানুয়ারি: দেশে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যার জন্য সামরিক বাহিনী নামাতে হবে– এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল৷ রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি৷চলমান সহিংসতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীই যথেষ্ট এজন্য সেনাবাহিনীর প্রয়োজন নেই বলে জানান মন্ত্রী৷

খুব শিগগিরই এ সমস্যার সমাধান করা হবে মন্তব্য করে তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতি সামাল দিতে পুলিশ, র্যাব ও বিজিবিই যথেষ্ট৷জনগণও এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে৷ দেশের বর্তমান পরিস্থির কথা উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, এসব গুপ্ত জঙ্গি হামলা৷ নির্বাচনের বর্ষপূর্তির দিনে ঢাকায় সমাবেশ করতে না পেরে সারা দেশে লাগাতার অবরোধের ঘোষণা দেন বিএনপি প্রধান খালেদা জিয়া৷

গত ১৩ দিন ধরে অবরোধের মধ্যে গাড়িতে অগি্নসংযোগ ও বোমাবাজির ঘটনায় দগ্ধ হয়ে এ পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন শতাধিক মানুষ৷জাতিসংঘের পক্ষ থেকেও এই সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে সংঘাত বন্ধের আহ্বান জানানো হয়েছে সব দলের প্রতি৷

পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর মাধ্যমে অভিযান চালানো হবে কিনা-এমন প্রশ্নে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন,যৌথ বাহিনী বলতে যদি সেনাবাহিনী বলেন, আমি বলব- না৷ প্রশ্নই আসে না৷ সেনাবাহিনী নামানোর মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি৷

তার ভাষায় বিএনপি ও শরিকরা আন্দোলনের নামে জনগণের ওপর চোরাগোপ্তা হামলা চালাচ্ছে৷ আমি বরাবর বলে আসছি৷ এটা আন্দোলন নয়৷ এটা চোরাগুপ্তা হামলা৷ এটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য করা হচ্ছে৷ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করার জন্য করা হচ্ছে৷সাধারণ জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে কামাল বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী জানমাল ও জননিরাপত্তা রক্ষার জন্য আন্তরিকতা ও বিশ্বস্ততার সাথে কাজ করছে৷