Khaleda Zia (5)

দৈনিকবার্তা-ঢাকা, ১৯ জানুয়ারি: ১৫ দিন পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থাকা পুলিশের ভ্যান ও জলকামান সরিয়ে নেওয়া হয়েছে৷ সোমবার বেলা ১১টার দিকে প্রধান ফটক থেকে পুলিশ সরে গেছে৷সেখানে খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর (সিএসএফ) সদস্যদেও েেদখা গেছে৷ সিএসএফের একটি গাড়ি ফটকের সামনে আড়াঅড়ি ভাবে রাখা আছে৷ ফটকের ভেতরেও সিএসএফের একটি গাড়ি আড়াআড়ি ভাবে রাখা৷খালেদা জিয়ার কার্যালয়ের ফটকে কেন অবস্থান করছেন জানতে চাইলে সিএসএফের সদস্যরা বলেন,কেন রাখা হয়েছে বলতে পারব না৷ ঊধর্্বতন কর্তৃপক্ষ বলতে পারবে৷

খালেদার কার্যালয়ের ফটকেও পুলিশ নেই সিএসএফের অবস্থানের ব্যাপারে জানতে চাইলে বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন,কেন গাড়ি রাখা হয়েছে তা সিএসএফই বলতে পারবে৷ গতকাল রাতে হঠাত্‍ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও পুলিশ তুলে নেওয়া হয়েছে৷ হয়তো বা নিরাপত্তার কারণেও সিএসএফ রাখা হতে পারে৷

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে তাঁর কবরে খালেদা জিয়া শ্রদ্ধা জানাতে যাবেন কি না জানতে চাইলে শায়রুল কবির খান দাবি করেন, জিয়াউর রহমানের কবরে কাউকেই যেতে দেওয়া হচ্ছে না৷ এর আগে যাঁরা সেখানে গেছেন তাঁদের বাধা দেওয়া হয়েছে৷
৫ জানুয়ারির একতরফা নির্বাচনের মাধ্যমে গঠিত ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে ৬ জানুয়ারি থেকে চলছে অবরোধ৷ তবে ৪ জানুয়ারি থেকেই শুরু সংঘাতের৷ এই দিন থেকে রোববার পর্যন্ত ১৫ দিনে সহিংসতায় নিহত হলেন ২৭ জন৷ আহত পাঁচ শতাধিক৷ এ সমড়ে আগুন দেওয়া হয় ২৩৮টি যানবাহনে৷ ভাঙচুর করা হয় অন্তত ৩০৭টি৷

রোববার রাত আড়াইটার পর হঠাত্‍ করে খালেদা জিয়ার কার্যালয়ের প্রধান ফটকের সামনে থাকা পুলিশের দুটি গাড়ি সরিয়ে নেওয়া হয়৷ সকালে ওই এলাকায় গিয়ে দেখা যায়, খালেদা জিয়ার কার্যালয়ের আশপাশে পাঁচ-ছয়জন পুলিশ সদস্য রয়েছেন৷ গুলশান-২-এর ৮৬ নম্বর সড়কের প্রবেশ মুখ থেকে পুলিশ সরিয়ে নেওয়া হয়েছে৷ ওই এলাকায় অবশ্য কয়েকজন পুলিশ সদস্যকে টহল দিতে দেখা গেছে৷ তবে গুলশান-২-এর ৮৮ নম্বর সড়কে পুলিশের কয়েকটি গাড়ি দেখা গেছে৷এ ব্যাপারে গত দিবাগত রাত পৌনে তিনটার দিকে যোগাযোগ করা হলে গুলশান থানায় কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বলেন, তিনি এমন খবর জানেন না৷

তবে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে পুলিশের পিকআপ ভ্যান ও জলকামান সরিয়ে নেওয়ার কথা জানান বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার৷ রাত তিনটার দিকে তিনি বলেন,রোববার রাত আড়াইটার পর হঠাত্‍ করেই চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে থেকে পুলিশের দুটি পিকআপ ভ্যান সরিয়ে নেওয়া হয়৷ এরপর জলকামান সরিয়ে নেওয়া হয়৷ ওইসময় দিদার জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের সামনের নিয়মিত নিরাপত্তায় যাঁরা থাকতেন, তাঁরা আছেন৷

গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে ১৫ দিন ধরে কার্যত অবরুদ্ধ হয়ে আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া৷ ৩ জানুয়ারি রাত নয়টার পর থেকে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়৷ ওই দিন রাত সাড়ে ১১টার দিকে তিনি ‘অসুস্থ’ রুহুল কবির রিজভীকে দেখতে নয়াপল্টনে যেতে চাইলে পুলিশ তাঁকে বাধা দেয়৷ এর পর থেকে অবরুদ্ধ হয়ে আছেন খালেদা জিয়া৷ অবরুদ্ধ থাকা অবস্থায় ৫ জানুয়ারি খালেদা জিয়া অবরোধের ডাক দেন৷ ৬ জানুয়ারি থেকে দেশে অবরোধ চলছে৷ এই অবরোধে রোববার পর্যন্ত ১৫ দিনে সহিংসতায় নিহত হয়েছেন ২৭ জন৷

গত ১৭ জানুয়ারি রাত পৌনে একটার দিকে খালেদা জিয়ার কার্যালয়ের প্রধান ফটকে আবারও তালা দেওয়া হয়৷ রোববার (১৮ জানুয়ারি) সকালে তা আবার খুলে নেওয়া হয়৷ এরপর খালেদা জিয়ার কার্যালয়ের প্রধান ফটকে আর তালা লাগানো হয়নি৷ গুলশান-২-এর ৮৬ নম্বর সড়কের ৬ নম্বর বাসাটি খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়৷ কার্যালয়টি একটি দোতলা ভবন৷ খালেদা জিয়া বসেন দ্বিতীয় তলায়৷

রোববার সন্ধ্যা পর্যন্ত খালেদা জিয়ার সঙ্গে বাইরের কেউ দেখা করতে যাননি৷ খালেদা জিয়া অবরুদ্ধ থাকা অবস্থায় দলের স্থায়ী কমিটির সদস্য, শীর্ষ নেতারা তাঁর সঙ্গে দেখা করেন৷ তাঁর সঙ্গে দেখা করে ফেরার পথেই সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের গাড়িতে আগুন দেয় ও গুলি করে দুবর্ৃত্তরা৷খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের পথ আটকে থাকা পুলিশের গাড়ি সরিয়ে নেওয়া হয়েছে, যার মধ্য দিয়ে ৩ জানুয়ারি মধ্যরাত থেকে চলে আসা ‘অবরুদ্ধ অবস্থার’ অবসান ঘটল এবং দৃশ্যত ওই কার্যালয় থেকে বের হওয়ার সুযোগ পেলেন বিএনপি চেয়ারপারসন৷

রোববার মধ্যরাত পেরিয়ে আড়াইটার দিকে ঢাকার অভিজাত এই এলাকার ৮৬ নম্বর সড়ক থেকে পুলিশের জলকামানের গাড়ি ও দুটি ভ্যান সরিয়ে নেওয়া হয়৷ প্রত্যাহার করা হয় বাড়তি পুলিশ৷এরপর গুলশান-২ এর ওই সড়কটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়, ওই সড়কের ৬ নম্বর বাড়িটি খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়৷একজন প্রত্যক্ষদর্শী জানান, বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে এখন মাত্র তিন-চার জন পুলিশ সদস্য আছেন৷

দায়িত্বরত একজন পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “৮৬ নম্বর সড়ক এখন যান চলাচলের জন্য উন্মুক্ত৷

পুলিশি ব্যারিকেড সরিয়ে নেওয়ার পর ওই কার্যালয়ের ভেতরে অবস্থানরত খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান বলেন, ম্যাডাম (খালেদা) দোতলায় আছেন৷ এখন গভীর রাত৷ এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলার নেই৷খালেদা জিয়া কখন বাসায় যেতে পারেন বা পরবর্তী কর্মসূচি কী হতে পারে সে বিষয়ে তাত্‍ক্ষণিকভাবে কিছু বলতে পারেননি তিনি৷৩ জানুয়ারি রাতে গুলশানের কার্যালয় থেকে বেরিয়ে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যেতে চাইলে খালেদা জিয়ার পথ আটকায় পুলিশ৷ বালির ট্রাক এনে আটকে দেওয়া হয় ৮৬ নম্বর সড়ক৷

দুদিন পর নির্বাচনের বর্ষপূর্তির দিনে গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচি পালনে খালেদা বের হওয়ার প্রস্তুতি নিলে বাইরে থেকে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়৷ পুলিশি বাধায় কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সারা দেশে লাগাতার অবরোধের ডাক দেন বিএনপি প্রধান৷পরে তালা খুলে নেওয়া হলেও কার্যালয়ের সামনে পুলিশের দুই স্তরের নিরাপত্তার পাশাপাশি বড় লরি ও জলকামান রাখা হয়৷ দুই প্রান্তে ব্যারিকেডে ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে৷খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে ব্যারিকেড সরিয়ে নেওয়ার এ দিনটি তার স্বামীর জন্মদিন৷জিয়াউর রহমান সামরিক বাহিনীতে থাকা অবস্থায় ১৯৭৮ সালে তার তত্ত্বাবধানেই বিএনপির প্রতিষ্ঠা হয়৷ বেঁচে থাকলে সোমবার তার বয়স হতো ৭৯ বছর৷তিন তারকা জেনারেল হিসেবে সেনাবাহিনী ছেড়ে আসা জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে একদল সেনা কর্মকর্তার হাতে নিহত হন৷

গত ১৫ দিন ধরে খালেদা জিয়ার সঙ্গে ওই কার্যালয়ে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ কয়েকজন মহিলা নেত্রী, চেয়ারপারসনের উপদেষ্টা এম এ কাইয়ুম, প্রেস সচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুব আল আমীন ডিউ, নিরাপত্তা সমন্বয়কারী আবদুল মজিদ, মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার ছিলেন৷