গুলি বর্ষনদৈনিকবার্তা-ঢাকা, ১৯ জানুয়ারি:  ডিবি (পূর্ব) বিভাগ হতে মতিঝিল জোনাল টিম ও খিলগাঁও জোনাল টিম যৌথভাবে ঢাকা মহানগর এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, সরকারী ও বেসরকারী জানমালের উপরে চোরাগোপ্তা হামলাকারী সন্ত্রাসীদের প্রতিরোধ ও গ্রেফতার অভিযানে নিয়োজিত থাকাকালে ১৯/০১/২০১৫ খ্রিঃ তারিখ রাত ০৩.১৫ ঘটিকার সময় চোরাগোপ্তা হামলাকারী সন্ত্রাসীদের সাথে বন্দুক যুদ্ধ সংঘটিত হয়৷

উলেস্নখিত টিমের অফিসার ও ফোর্স রাত ০৩.১৫ ঘটিকায় মতিঝিল থানাধীন এজিবি কলোনী ও আইডিয়াল কলেজের মধ্যবতর্ী সড়কের ১০নং ওয়ার্ড আওয়ামীলীগ অফিস সংলগ্ন সড়কে পৌছান৷ তখন সেখানে অবস্থানকারী ৬/৭ জন সন্দেহভাজন সন্ত্রাসীকে পুলিশ চ্যালেঞ্জ করলে আকস্মিকভাবে উলেস্নখিত অজ্ঞাত সন্ত্রাসীরা পুলিশকে লৰ্য করে একটি ককটেল বিস্ফোর ঘটায় এবং সন্ত্রাসীদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে উপস্থিত পুলিশ সদস্যদের উপরে এলোপাথারী গুলি বর্ষন করে৷ আত্নরৰাসহ সরকারি সম্পত্তি ও নিজেদের জান-মালের নিরাপত্তার স্বার্থে অফিসার ও ফোর্স পাল্টা গুলি বর্ষণ করে৷ এসময় অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে একজন সন্ত্রাসী গুরম্নতর আহত হয়৷ অপর ৫/৬ জন ককটেল বহন ও বিস্ফোরনকারী অস্ত্রধারী সন্ত্রাসী পালিয়ে যায়৷ ঘটনাস্থল হতে পুলিশ সন্ত্রাসীদের দখলে থাকা এবং ফেলে যাওয়া একটি পিসত্মল, ০২ (দুই) রাউন্ড গুলি এবং একটি বিস্ফোরিতসহ মোট ০৫ (পাঁচ) টি ককটেল উদ্ধার ও জব্দ করেন৷ আহত সন্ত্রাসীকে মতিঝিল থানা পুলিশের সহায়তায় জরম্নরী চিকিত্‍সার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হলে কর্তব্যরত চিকিত্‍সক তাকে মৃত ঘোষণা করে৷ সন্ত্রাসীদের নিৰিপ্ত ককটেলের স্প্রীন্টারের আঘাতে কং/৪৯০৯ মোঃ বাবুল হাসান এবং কং/১৬৪৬৬ মোঃ লোকমান হোসেন আহত হলে তাদেরকে রাজারবাগ পুলিশ হাসপাতে চিকিত্‍সা প্রদান করা হয়৷ বর্ণিত ঘটনায় পুলিশ সর্বমোট ১৭ (সতের) রাউন্ড পিসত্মলের গুলি ও ২৩ (তেইশ) রাউন্ড শটগানের গুলি ব্যবহার করে৷

অনুসন্ধানে জানা যায় যে, নিহতের নাম মোঃ ইমরম্নল কায়েস (৩৪), পিতা-আনোয়ার হোসেন, সাং-ডুমুরতলা, থানা ও জেলা-নড়াইল৷ সে নড়াইল সদরের ১নং ওয়ার্ডের জামায়াত সমর্থিত পৌর কাউন্সিলর৷ তার বিরম্নদ্ধে নড়াইল সদর থানায় মামলা নং-৯(১২)১২, ১১(১২)১৩, ২৫(১০)১৩, ১২(১)১৫, ২৭(১০)১৩, ৩(১০)১২, ২৫(৪)১৩ এবং ১২(৭) ১৩ রয়েছে মর্মে নিশ্চিত হওয়া গিয়েছে৷ নিহত সন্ত্রাসী গত ২০১৩ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর উগ্র সন্ত্রাসী দলবলসহ নড়াইল সদর থানায় আক্রমন চালায়৷ এ সংক্রানত্মে নড়াইল সদর থানায় তার বিরম্নদ্ধে মামলা নং- ১১(১২)১৩, ধারা-১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৪৩৫/৪২৭ সহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ধারায় মামলা রয়েছে৷ সে উলেস্নখিত মামলার ৯ নম্বর এজাহারনামীয় আসামী৷

উপরে উলেস্নখিত ঘটনায় খিলগাঁও জোনাল টিমের এসআই/এএনএম নুরম্নজ্জামান বাদী হয়ে মতিঝিল থানার মামলা নং-১৯, তারিখ-১৯/০১/২০১৫খ্রিঃ, ধারা-৩৩২/৩৫৩/৩০৭/৩০২ পেনাল কোড, তত্‍সহ বিস্ফোরকদ্রব্য আইনের ৩/৬ ধারা এবং মতিঝিল থানার মামলা নং-২০, তারিখ-১৯/০৯/২০১৫ খ্রিঃ, ধারা- ১৮৭৮ সালের আর্মস এ্যাক্ট-এর ১৯এ, দায়ের করেন৷

উপ-পুলিশ কমিশনার, মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স
ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা৷