520219c7a203a-hasan_1

দৈনিকবার্তা-ঢাকা, ১৯ জানুয়ারি: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন,বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সম্মান দেখিয়ে এখনো গ্রেপ্তার করা হয়নি৷ তবে দেশবাসী চাইলে সরকার যথাসময়ে যথাযথ ব্যবস্থা নেবে৷ সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ এসব কথা বলেন৷

দেশের সামপ্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের এই নেতা বলেন, শান্তিপূর্ণ সমাবেশ করতে চাইলে বিএনপিকে সহযোগিতা করবে সরকার৷

খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়কে সমস্ত সন্ত্রাসের হেডকোয়ার্টার উল্লেখ করে হাছান মাহমুদ বলেন,কোনো পাড়ায় যখন ডাকাতের আক্রমণ হয়, তখন তারা (পাড়ার অধিবাসীরা) ডাকাতদের সঙ্গে আলোচনা করে না৷ তারা ডাকাতদের বিতাড়িত করে, প্রতিহত করে৷ বাংলাদেশে রাজনীতির নামে যারা ডাকাতি করছে, তাদের তাড়াতে হবে, বিতাড়িত করতে হবে৷রাজনৈতিক সহিংসতার কথা উল্লেখ করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, যারা নৈরাজ্য করে, জীবন্ত মানুষ মারে, তাদের সঙ্গে সংলাপ হতে পারে না৷

খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচন বর্জন ছিল তার ভুল সিদ্ধান্ত৷ তার এই ভুল সিদ্ধান্তের খেসারত তাকেই দিতে হবে৷ আর তার এই ভুল সিদ্ধান্তের খেসারত জনগণের উপর চাপিয়ে দিতে চান তিনি৷এসময় তিনি বলেন ,অবরোধ, হরতাল ডেকে, পেট্রল বোমা নিক্ষেপ করে, বোমা নিক্ষেপ করে, গাড়ি পুড়িয়ে, রেল লাইন উপড়ে ফেলে মানুষ হত্যা করে তিনি জনগণের আতঙ্ক এবং শত্রু হিসেবে আবির্ভূত হয়েছেন৷

হাছান মাহমুদ আরো বলেন, গুলশানের কার্যালয়ে বসে তিনি সমগ্র দেশে সন্ত্রাস, নৈরাজ্যের নেতৃত্ব দিচ্ছেন৷ প্রতিটি মানুষ হত্যার পর, গাড়ি পোড়ানোর পর কিংবা সন্ত্রাসী ঘটনার পর তিনি পুলকিত হচ্ছেন৷ তিনি যেন ‘হরর (বিভত্‍স) ছবি’র কেন্দ্রীয় চরিত্রে আবির্ভূত হয়েছেন৷আমরা দেশবাসীকে আহ্বান জানাই, পাড়ায়-মহল্লায় সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করে যারা মানুষের উপর হামলা পরিচালনা করছে, তাদেরকে প্রতিহত করুন৷

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া প্রমুখ৷