38333_1

দৈনিকবার্তা-ঢাকা, ১৯ জানুয়ারি: বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সাংসদ নাদিম মোস্তফাকে বিস্ফোরক আইনের একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত৷ সোমবার ভোরের দিকে ঢাকার গুলশানের বাসা থেকে রাজশাহী বিএনপির সভাপতি নাদিমকে আটক করে নিয়ে যায় র্যাব৷ এরপর গুলশান থানা পুলিশ বিকালে তাকে ঢাকার হাকিম আদালতে হাজির করে৷নাদিমকে বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে দশ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চান গুলশান থানার এসআই বারিক৷

মহানগর হাকিম আসাদুজ্জামান নূর শুনানি শেষে নাদিমকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন৷নাদিমের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ রিমান্ডের বিরোধিতা করলেও জামিনের কোনো আবেদন আদালতে তোলা হয়নি৷গত ১০ জানুয়ারি গুলশানের ১৬ নম্বর সড়কের ৩ নম্বর বাসার ফটকে বোমাবাবাজির ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ এনে দুই দিন পর গুলশান থানায় এ মামলা করে পুলিশ৷ওই ঘটনায় মদদ দেওয়ার অভিযোগ আনা হয়েছে বিএনপির বিশেষ সম্পাদক নাদিম মোস্তফার বিরুদ্ধে৷

এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় সদস্য বেলাল আহমেদ ও মনিরুল হককেও এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে৷ এদিকে,বিএনপির বিশেষ সম্পাদক ও রাজশাহী জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নাদিম মোস্তফাকে আটকের প্রতিবাদে রাজশাহীতে ২৪ ঘন্টার হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি৷ সোমবার (বেলা সাড়ে ১১টার দিকে জরুরি বৈঠক শেষে রাজশাহীতে হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট তোফাজ্জাল হোসেন তপু৷ তিনি বলেন,বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মহানগরসহ জেলার প্রতিটি উপজেলায় এ হরতাল পালন করা হবে৷

চাঁপাইনবাবগঞ্জে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ছাত্রদল কর্মী নিহত হওয়ার প্রতিবাদে রাজশাহী বিভাগের ৮ জেলায় রোববার সকাল ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিএনপির ডাকে ৩৬ ঘন্টার হরতাল চলছে৷ এর মধ্যে বিএনপি নেতা আটকে রাজশাহী জেলায় আরও ২৪ ঘন্টার হরতাল বাড়লো৷ বিএনপির বিশেষ সম্পাদক ও রাজশাহী জেলার সভাপতি সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফাকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ আটক করেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে৷নির্বাচনের আগে টহল ট্রাকে বোমা মেরে পুলিশ হত্যার মামলায় অভিযোগভুক্ত আসামি নাদিম৷ ওই মামলায় গতবছরের ফেব্রুয়ারিতে নাদিমসহ ৩৬ জনকে কারাগারে পাঠায় আদালত৷ পরে হাইকোর্ট থেকে তারা জামিনে মুক্তি পান৷

২০১৩ সালের ২৬ ডিসেম্বর রাজশাহী মহানগরীর রাজারহাতা এলাকায় বিএনপি নেতৃত্বাধীন জোটের মিছিল থেকে পুলিশের গাড়িতে বোমা হামলা চালানো হয়৷ এতে কনস্টেবল সিদ্ধার্থ সরকার নিহত হন৷ ৩৬ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে বিভাগীয় শহর রাজশাহীতে সংখ্যায় কম হলেও যানবাহন চলাচল করছে৷ হরতালের সমর্থনে বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মিছিল, মিটিং করতে দেখা যায় নি৷ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মিয়াকে গ্রেপ্তারের প্রতিবাদে ভোলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি৷ হরতালে কোনো সহিংসতা না ঘটলেও ভোলা থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে৷ সকাল থেকে শহরের দোকানপাটও খোলে নি৷ নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন জায়গা থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ৷এদিকে, খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে ডাকা সকাল-সন্ধ্যা হরতালে রাজবাড়ি থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ৷নওগাঁ ও নাটোরে হরতালের সমর্থনে মিছিল বের করে ২০ দল৷