19-01-15-PM_Cabinet-1

দৈনিকবার্তা-ঢাকা, ১৯ জানুয়ারি: হজের টাকা কিস্তিতে পরিশোধের সুযোগ রেখে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের নিবন্ধন ফি গ্রহণের সময়সীমা পুনর্নিধারণের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা৷ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ কথা জানান৷

মন্ত্রিপরিষদ সচিব বলেন, যারা সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন তাদের ৫ ফেব্রুয়ারির মধ্যে ৫১ হাজার ৬৯০ টাকা জমা দিতে হবে৷ বাকি টাকা আগামী ১০ দিনের মধ্যে জমা দিতে হবে৷ এছাড়া যারা বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন তাদের ৫ ফেব্রুয়ারির মধ্যে ৪৮ হাজার ৩৩১ টাকা ৫০ পয়সা জমা দিতে হবে৷ বাকি টাকা জমা দিতে হবে আগামী ১০ দিনের মধ্যে৷উল্লেখ্য, এ বছর হজে যাওয়ার জন্য ৫ ফেব্রুয়ারির মধ্যেই সব টাকা পরিশোধ করার কথা ছিল৷ কিন্তু বর্তমানে এটি কিস্তির মাধ্যমে পরিশোধের প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন হওয়ায় হজ যাত্রীরা সে টাকা পরিশোধের জন্য আরো চার মাস সময় পেলেন৷

এদিকে সরকারি ব্যবস্থাপনায় গমনে ইচ্ছুক হজযাত্রীদের জন্য দু’টি প্যাকেজ রাখা হয়েছে৷ প্রথম প্যাকেজের খরচ তিন লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে৷ দ্বিতীয় প্যাকেজমূল্য ধরা হয়েছে দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকা৷গত বছর সরকার ঘোষিত দু’টি প্যাকেজের মূল্য ছিল- তিন লাখ ৫৪ হাজার ৩১৬ টাকা ও দুই লাখ ৯৫ হাজার ৫৭৭ টাকা৷

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর ২০১৫ পবিত্র হজ পালিত হবে৷ এবার বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ করতে যেতে পারবেন৷ এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ও বাকি ৯১ হাজার ৭৫৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় যেতে পারবেন৷ মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের জানান, নিবন্ধন ফি পুননির্ধারণ প্রস্তাব অনুমোদন করায় এখন সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ ১ ও প্যাকেজ ২ এর হজযাত্রীরা ৫১ হাজার ৬৯০ টাকা দিয়ে ৫ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন করতে পারবেন৷ বাকি টাকা ১০ জুনের মধ্যে পরিশোধ করতে হবে৷

অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা ৪৮ হাজার ৩৩১ টাকা ৫০ পয়সা দিয়ে ৫ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন করতে পারবেন৷ অবশিষ্ট টাকা ১০ জুনের মধ্যে পরিশোধ করতে হবে৷ পূর্ব ঘোষণা অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের ১লাখ ৫১ হাজার ৬৯০ টাকা ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের ১ লাখ ৪৮ হাজার ৩৩১ টাকা জমা দিয়ে ৫ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন ও অবশিষ্ট টাকা ১০ জুনের মধ্যে পরিশোধ করতে বলা হয়৷

এবার সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এ হজ পালনে খরচ হবে ৩ লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা এবং প্যাকেজ-২ এ খরচ হবে দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকা৷ দুটি প্যাকেজেই কোরবানীর জন্য আলাদা ১০ হাজার ৫০০ টাকা (৫০০ রিয়াল) নিতে হবে৷

বাংলাদেশ থেকে এবার এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন৷ এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সিগুলোর মাধ্যমে ৯১ হাজার ৭৫৮ জন হজ পালন করার সুযোগ পাবেন৷নিবন্ধন ছাড়া যুব সংগঠন করলে শাস্তির বিধান রেখে যুব সংগঠন (নিবন্ধন ও পরিচালন) আইন, ২০১৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা৷

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসেন ভুইঞা সাংবাদিকদের জানান, নিবন্ধন ছাড়া কিংবা শর্ত ভেঙ্গে যুব সংগঠন পরিচালনা করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে আইনের খসড়ায়৷আইনটি পাশ হলে এ আইনের অধীনে যুব সংগঠনগুলোকে সমাজ সেবা অধিদফতরের পরিবর্তে যুব উন্নয়ন অধিদফতর থেকে নিবন্ধন নিতে হবে বলেও জানান তিনি৷ দেশে ১৪ হাজারের বেশি যুব সংগঠন রয়েছে৷ নতুন আইনে তাদের বিষয়ে কি সিদ্ধান্ত রাখা হয়েছে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন আইন কার্যকর হওয়ার ছয় মাসের মধ্যে সমাজ সেবা অধিদফতরের নিবন্ধিত যুব সংগঠনকে যুব উন্নয়ন অধিদফতরের কাছ থেকে স্বীকৃতিপত্র নিতে হবে৷

গুরুতর অনিয়মে যুব সংগঠনের বিলুপ্তির বিধানের পাশাপাশি স্বেচ্ছা বিলুপ্তির নিয়মও থাকছে আইনের খসড়ায়৷আইনের খসড়ায় জাতীয় যুব কাউন্সিল গঠনের বিধান রাখা হয়েছে বলেও জানান মোশাররাফ হোসেন ভুইঞা৷