NOAKHALI Acid attak 17.06.2010 002

দৈনিকবার্তা-ঢাকা, ২০ জানুয়ারি: গাজীপুরে স্কুল ছাত্রী ও তার বাবাকে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবীতে মঙ্গলবার মহাসড়ক অবরোধ, মানববন্ধন এবং মৌন মিছিল করেছে এলাকাবাসী ও শিৰাথর্ীরা৷ এদিকে ছেলে ও নাতনীর নৃশংস হত্যাকান্ডের শোক সইতে না পেরে নিহত স্কুল ছাত্রীর দাদা আলাউদ্দিন মঙ্গলবার হৃদরোগে অক্রানত্ম হয়ে মারা গেছে৷

বাবা-মেয়ের খুনীদের গ্রেফতার ও শাসত্মির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর মহানগরের পোড়াবাড়ি থেকে নগপাড়া পর্যনত্ম প্রায় ৭ কিলোমিটার সড়কের উভয় পাশ্বর্ে দাড়িয়ে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যনত্ম মানববন্ধন করে আশপাশের প্রায় ৩০টি স্কুলের শিৰাথর্ী এবং এলাকাবাসী৷ এসময় পোড়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিৰুব্ধরা৷ মানববন্ধনকালে শাহ সুফি ফসিউদ্দিন স্কুলের প্রধান সানাউলস্নাহ সরকারের সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন কাউন্সিলর এ্যাডভোকেট আঞ্জুমান আরা বেগম, খালেক আকন্দ৷ আসামীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে হরতালসহ নানা কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান বক্তারা৷

বিয়ের প্রসত্মাব প্রত্যাখাণ করায় গত বৃহষ্পতিবার ভোররাতে গাজীপুর মহানগরের পোড়াবাড়ি এলাকায় নিজ ঘরে শাহ সুফি ফসি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী আঁখি আক্তার (১৫) এবং তার পিতা সাইফুল ইসলামকে কুপিয়ে দুর্বৃত্তরা খুন করে৷ ছেলে ও নাতনীর নৃশংস এ হত্যাকান্ডের শোক সইতে না পেরে মঙ্গলবার ভোররাতে নিহত আঁখির দাদা আলাউদ্দিন হৃদরোগে অক্রানত্ম হয়ে মারা গেছে৷