Hortal

দৈনিকবার্তা-ঢাকা, ২০ জানুয়ারি: অবরোধের পাশাপাশি ঢাকা ও খুলনা বিভাগের সব জেলায় ৪৮ ঘন্টার হরতাল ডেকেছে বিএনপি৷ বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এই হরতাল চলবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ৷

সারাদেশে যৌথ বাহিনী অভিযানের নামে ছাত্রদলসহ দলের নেতাকর্মীদের ওপর নির্মম অত্যাচার-নির্যাতন চালাচ্ছে৷ কয়েকদিনে ছাত্রদলের কয়েকজনকে নেতাকর্মীকে হত্যা করা হয়েছে৷ এর প্রতিবাদ এবং গ্রেপ্তারকৃত দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ হরতালের ডাক দেয়া হয়েছে৷আত্মগোপনে থাকা রিজভী আহমেদ বলেন, সারাদেশে চলা টানা অবরোধ কর্মসূচির পাশাপাশিই এ হরতাল পালন করা হবে৷ দুই বিভাগের নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানান রিজভী৷

উল্লেখ্য,গত ৫ জানুয়ারি বিএনপির মহাসমাবেশের অনুমতি না দিয়ে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে সরকার৷ এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচির ডাক দেন বেগম জিয়া৷এদিকে সোমবার সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে খালেদা জিয়া বলেন, অবরোধ চলছে, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ কর্মসূচি চলেব৷বিএনপি চেয়ারপারসন বলেন, আমরা বাধ্য হয়ে গত ৫ জানুয়ারি শান্তিপূর্ণ অবরোধ কমূসচি ঘোষণা করি৷ আমাদের কর্মসূচি চলছে৷ পরবতী নির্দেশ না দেয়া পর্যন্ত এই অবরোধ চলবে৷

দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এই হরতাল চলবে৷তিনি বলেন, যৌথ বাহিনী সারাদেশে অভিযানের নামে ছাত্রদলসহ আমাদের নেতা-কর্মীদের ওপর নির্মম অত্যাচার-নির্যাতন চালাচ্ছে৷ গত কয়েকদিনে ছাত্রদলের কয়েকজনকে হত্যা করা হয়েছে৷এর প্রতিবাদে দুই বিভাগের নেতা-কর্মীদের ‘শান্তিপূর্ণভাবে’ হরতাল পালনের আহ্বান জানিয়ে আত্মগোপনে থাকা রিজভী বলেন, টানা অবরোধ কর্মসূচির পাশাপাশিই এ হরতাল চলবে৷

এদিকে,নড়াইল পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও জামায়াত কর্মী মো.ইমরুল কায়েস (৩৪) ক্রসফায়ারে নিহতের প্রতিবাদে বুধরার সকাল ৬টা থেকে ৪৮ঘন্টার হরতাল ডেকেছে জামায়াত৷ নড়াইল জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷

১৮ জানুয়ারি রাতে ঢাকার মতিঝিল এজিবি কলোনির কাঁচাবাজার এলাকায় পুলিশের সঙ্গে ক্রসফায়ারে নিহত হন ইমরুল কায়েস৷ তিনি নড়াইল পৌরসভার ডুমুরতলা গ্রামের হাজী মো. আনোয়ার হোসেন মোল্লার ছেলে৷

অন্যদিকে, টানা অবরোধের মধ্যে বুধবার (২১ জানুয়ারি) সিলেটে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ২০ দলীয় জোট৷মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কমিটির সদস্য এমরান আহমদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন৷বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদ এবং ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ জাতীয় ও স্থানীয় নেতাকর্মীদের মুক্তি দাবিতে এ হরতাল আহ্বান করা হয়েছে বলে জেলা বিএনপি সূত্রে জানা যায়৷সিলেটের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে এ হরতাল পালনের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা এমরান আহমদ চৌধুরী৷