Enu

দৈনিকবার্তা-ঢাকা, ২০ জানুয়ারি: পরিস্থিতি বিবেচনা করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু৷মঙ্গলবার দুপুরে সচিবালয়ের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে জাবাবে তিনি এ কথা বলেন৷

মন্ত্রী বলেন,আর কয়েকদিন পরই এসএসসি পরীক্ষা৷ এসময় অবরোধ থাকলে পরীক্ষা নির্বিঘ্নে করতে প্রশাসন সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবে৷পরীক্ষার সময় আন্দোলন অব্যাহত রাখলে বিএনপি চেয়ারপারসনসহ দলের নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তথ্যমন্ত্রী৷আসন্ন এসএসসি পরীক্ষার সময় বিএনপি জোটের অবরোধ অব্যাহত থাকলে প্রশাসন সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবে বলে হুঁশিয়ার করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু৷

তিনি বলেন, আগামী ২ ফেব্রুয়ারি লাখ লাখ ছাত্র-ছাত্রী এসএসসি পরীক্ষা দেবে৷ নতুন বছরে ক্লাস শুরু হয়েছে৷ খালেদা জিয়ার বেরহম কর্মসূচি এসএসসি পরীক্ষার্থীসহ কয়েক কোটি ছাত্র-ছাত্রীর শিক্ষাজীবনকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে৷রাজনৈতিক দলগুলোকে পরীক্ষার সময় এই কর্মসূচি বন্ধ রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, স্থগিত করা না হলে প্রশাসন সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবে৷

কী ধরনের ক্ষমতা প্রশাসন প্রয়োগ করবে জানতে চাইলে ইনু বলেন, আইনে যা আছে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে,গ্রেপ্তার করা হবে৷ সেক্ষেত্রে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও গ্রেপ্তার করা হবে কি না – এমন প্রশ্নে মন্ত্রী বলেন, তা পরিস্থিতির ওপর নির্ভর করবে৷

দশম সংসদ নির্বাচনের বছরপূর্তির দিন গত ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচি পালনে কার্যালয় থেকে বের হতে বাধা পেয়ে লাগাতার অবরোধ ডাকেন ২০ দলীয় নেত্রী খালেদা৷ রোববার রাতে তার গুলশানের কার্যালয় ঘিরে থাকা পুলিশ ও ট্রাক সরিয়ে নেওয়া হলেও সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিএনপি নেত্রী৷ তিনি বলেন, অবরোধ কর্মসূচি চলছে, অবরোধ কর্মসূচি চলবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত৷এই অবরোধের মধ্যে দেশের বিভিন্ন স্থানে যানবাহন লক্ষ্য করে প্রতিদিনই নাশকতা ও বোমাবাজির ঘটনা ঘটছে, যা নিয়ে জাতিসংঘও উদ্বেগ প্রকাশ করেছে৷

৫ জানুয়ারি থেকে নাশকতায় ও সহিংসতায় এ পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে জানতে চাইলে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, এ পর্যন্ত ২৭ জন মারা গেছেন৷ প্রশাসনকে কঠোর হওয়ার কথা ভাবতেই হবে৷নাশকতা ও চোরাগোপ্তা হামলা বন্ধে সরকার কী পদেক্ষেপ নিচ্ছে- এমন প্রশ্নে ধৈযর্্য ধরার পরামর্শ দেন জাসদ সভাপতি ইনু৷তিনি বলেন, চোরাগোপ্তা হামলা একটি কঠিন সমস্যা৷ তবে প্রশাসন এ বিষয়ে দক্ষতা রাখে৷ একটু ধৈযর্্য ধরতে হবে, চোরাগোপ্তা হামলা বন্ধ করতে আমরা সমর্থ হব৷