bulb_bg_957982711

দৈনিকবার্তা-ঢাকা, ২০ জানুয়ারি: বাংলাদেশ এনার্জি রেগুলেটারি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি পাইকারি বিদু্যতের দাম ৫.১৬ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছে৷ মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে রাজধানীর কারওয়ানবাজারে অবস্থিত টিসিবি ভবনে বিদু্যতের মূল্য বৃদ্ধির প্রক্রিয়া নিয়ে বিইআরসি আয়োজিত এক গণশুনানিতে এ সুপারিশ করা হয়৷

এ সময় গণশুনানি গ্রহণ করেন, বিইআরসি’র চেয়ারম্যান এআর খান, সদস্য ড.সেলিম মাহমুদ, প্রকৌশলী দেলোয়ার হোসেন, রহমান মুর্শেদ, মাকসুদুল হক প্রমুখ৷ বিইআরসির সদস্য ড. সেলিম মাহমুদ শুনানি শেষে সাংবাদিকদের বলেন, ১০ ফেব্রুয়ারি বিদু্যতেরমূল্যবৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত হবে৷ আর ১ ফেব্রুয়ারি থেকে তা কার্যকরের পরিকল্পনা রয়েছে৷

শুনানিতে বাংলাদেশ বিদু্যত্‍ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) পাইকারি বিদ্যুতের দাম ১৮.১২ শতাংশ অর্থাত্‍ ইউনিট প্রতি পঁচাশি পয়সা বৃদ্ধির প্রস্তাব করে৷ বিইডিবি’র প্রস্তাবে বলা হয়, বর্তমানে তাদের পাইকারি বিদু্যতের ইউনিট প্রতি উত্‍পাদন ও সরবরাহ খরচ পড়ছে ৬.৫৪ টাকা৷ আর বর্তমানে তারা বিদু্যতের পাইকারি বিক্রির ক্ষেত্রে দাম নিচ্ছেন ইউনিট প্রতি ৪.৬৭ টাকা৷এদিকে টিসিবি ভবনের ভেতরে যখন বিদু্যতের দাম বৃদ্ধির লক্ষ্যে এ গণশুনানি চলছে তখন বাইরে এর প্রতিবাদে গণঅবস্থান কর্মসূচি পালন করে গণতান্ত্রিক বাম মোর্চা৷ বাম মোর্চাভুক্ত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন ও গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা গণঅবস্থানের অংশ নেন৷

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, বিদু্যতের দাম বৃদ্ধির এ প্রক্রিয়া অবৈধ৷ এর কোনো যৌক্তিকতা নেই৷ এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা এখানে অবস্থান করছি৷পিডিবির বিদু্যতের পাইকারি দাম ৫ দশমিক ১৬ ভাগ বাড়ানোর সুপারিশ করা হয়েছে৷ মঙ্গলবার বিইআরসির কারিগরি ও মূল্যায়ন কমিটি পর্যালোচনা শেষে এই সুপারিশ করে৷

সকাল থেকে রাজধানীর কাওরানবাজারে বিইআরসি কার্যালয়ে বিদু্যুতের পাইকারি ও খুচরা পর্যায়ে দাম বাড়ানোর গণশুনানি চলে৷শুনানির শুরুতে পিডিবি প্রধান প্রকৌশলী মিজানুর রহমান বিদ্যুতের পাইকারি মূল্য ১৮.১২ শতাংশ অর্থাত্‍ ৮৫ পয়সা বাড়ানোর জন্য কমিশনের কাছে আনুষ্ঠানিক আবেদন করেন৷পরে তার ওই প্রস্তাবের ওপর আলোচনা চলে৷ আলোচনা শেষে বিইআরসির গঠিত কারিগরি ও মূল্যায়ন কমিটি ৫ দশমিক ১৬ শতাংশ পর্যন্ত মূল্য বাড়ানোর জন্য কমিশনের কাছে সুপারিশ করে৷

প্রায় সপ্তাহব্যাপী কয়েক ধাপে পাঁচটি বিতরণ কোম্পানির প্রস্তাবের ওপর সংশ্লিষ্ট কোম্পানি, গ্রাহক প্রতিনিধি, ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের মতামত নেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)৷

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এই গণশুনানি অনুষ্ঠিত হয়৷ শুনানিতে পিডিবির বিদ্যুতের পাইকারি দাম ৫ দশমিক ১৬ ভাগ বাড়ানোর সুপারিশ করা হয়েছে৷ বিইআরসির কারিগরি ও মূল্যায়ন কমিটি পর্যালোচনা শেষে এই সুপারিশ করে৷এনার্জি রেগুলেটারি কমিশন (বিইআরসি) চেয়ারম্যান এ আর খানসহ কমিশনের সদস্যরা শুনানিতে অংশ নেন৷ পরে তার ওই প্রস্তাবের ওপর আলোচনা চলে৷ আলোচনা শেষে বিইআরসির গঠিত কারিগরি ও মূল্যায়ন কমিটি ৫ দশমিক ১৬ শতাংশ পর্যন্ত মূল্য বাড়ানোর জন্য কমিশনের কাছে সুপারিশ করে৷ বিভিন্ন গ্রাহক প্রতিনিধিরা বিদু্যতের মূল্যবৃদ্ধির এই শুনানিতে অংশ নিয়েছেন৷