আমু1

দৈনিকবার্তা-ঢাকা, ২১ জানুয়ারি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন,হরতাল-অবরোধ চলাকালে নাশকতাকারীদের ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কার প্রদান করবে সরকার৷বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সভা কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রানত্ম মন্ত্রিসভার কমিটির বৈঠক শেষে এ কথা জানান কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু৷

সেসময় কমিটির সদস্য বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমদ, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পানিসম্পদ মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, পুলিশের মহা-পরিদর্শক কেএম শহিদুল হক, র্যাপিড একশন ব্যাটেলিয়ন (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমদসহ মন্ত্রনালয়ের সিনিয়র কর্মকর্তাগন উপস্থিত ছিলেন৷

শিল্প মন্ত্রী বলেন, দেশে রাজনৈতিক কর্মসূচির নামে পেট্রোলবোমা ছুড়ে নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে৷ যানবাহনে অগি্নসংযোগ ও ভাঙচুর করা হচ্ছে৷ স্পট থেকে এসব দুর্বৃত্তদের ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কার দেবে সরকার৷

তিনি জানান, দেশের সব জেলা ও উপজেলায় সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটি আরো সক্রিয় করার সিদ্ধানত্ম নেয়া হয়েছে৷ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে এসব কমিটিতে সুশীল সমাজ, শিক্ষক, ব্যবসায়ীসহ অনেকেই থাকবেন৷দেশে সুস্থ রাজনীতির পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর ভূমিকা পালন করবে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, পেট্রোল বোমা মেরে দাবি আদায় করা গেলে কেউ রাজনীতি করতো না৷ পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে যারা অবরোধ করে তারা মূলত দেশ থেকে রাজনীতি বিদায় করতে চায়৷ দেশে রাজনৈতিক কর্মকান্ড বাঁচিয়ে রাখার স্বার্থে এবং রাজনীতিকে পুনরম্নদ্ধারের স্বার্থে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সকলকে এগিয়ে আসতে হবে৷

শিল্পমন্ত্রী বলেন, গত ১৫ দিনে সারা দেশে সাত হাজার ১৫ জন বিএনপি-জামাতকর্মীকে নাশকতার ঘটনায় গ্রেফতার করা হয়েছে৷ তাদের সবাইকে ধরা হয়েছে নাশকতার ঘটনাস্থল থেকে৷ অথচ কোনো কোনো নেতা-নেত্রী বলে যান, তাদের লোক এই নাশকতা করছেন না৷আমু জানান, গতকাল মঙ্গলবার রাতেও ঢাকা মহানগর থেকে ১৫৪ জনকে গ্রেফতার করা হয়, যার মধ্যে ১৩৪ জন বিএনপির, বাকিরা জামায়াত-শিবির কর্মীরা৷ এতেই প্রমাণ হয় খালেদা জিয়া সঠিক বলছেন না৷

উল্লেখ্য,গত মঙ্গলবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশন (ক্র্যাব) নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে নাশকতাকারীদের ধরিয়ে দিলে সরকার পুরস্কার দেবে বলে জানিয়েছিলেন৷