ঢাকা বিশ্ববিদ্যালয়ে

দৈনিকবার্তা-ঢাকা, ২১ জানুয়ারি: ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি ২ দিনের হরতাল ও ছাত্রদলের ডাকা ধর্মঘট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বতঃস্ফুর্তভাবে পালিত হচ্ছে৷ অবরোধ, ধর্মঘট ও হরতালে শিক্ষার্থী শূন্য হয়ে পড়েছে ক্যাম্পাস৷ বুধবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে এই দৃশ্য দেখা গেছে৷ পাশাপাশি ক্লাস ও বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া বিআরটিসির বাস বন্ধ রয়েছে বলেও জানা গেছে৷ সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে ক্যাম্পাসে কোনো যানবাহন চলাচল করেনি৷ বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষা৷ নাশকতা ঠেকাতে মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷

এদিকে আতঙ্কের কারণে ক্যাম্পাসে আসতে আগ্রহ হারিয়ে ফেলেছে সাধারণ শিক্ষার্থীরা৷ ফলে নীরব নিস্তব্ধ হয়ে পড়েছে ক্যাম্পাস৷ ভয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভীষিকাময় পরিস্থিতি বিরাজ করছে৷ ককটেল আতঙ্কে ক্যাম্পাসের বাইরে অবস্থানরত শিক্ষার্থীদের আনাগোনা কমেছে৷ এদিকে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রায় শিক্ষার্থী শূন্যই লক্ষ্য করা গেছে৷ এর মধ্যে রয়েছে- টিএসসি, হাকিম চত্বর, বটতলা, আমতলা, জামতলা, মল চত্বর ও সবুজ চত্বর৷

ধর্মঘটের সমর্থনে বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, কার্জন হল,সেন্ট্রাল লাইব্রেরি, মোতাহার হোসেন ভবন, জনতা ব্যাংক, ঢাকা কলেজের প্রধান গেটসহ বিভিন্ন ভবনে তালা লাগিয়ে দেয় ছাত্রদলের নেতাকর্মীরা৷ পরে বেলা সাড়ে ৮টার দিকে ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন তালা ভেঙ্গে ফেলে৷ অন্যদিকে, ২০ দলীয় জোটের হরতাল ও ছাত্রদলের ডাকা হরতালকে ঠেকানোর জন্য ক্যাম্পাসে সরব অবস্থানে রয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা৷