হরতাল অবরোধে সংঘর্ষ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ

দৈনিকবার্তা-ঢাকা, ২১ জানুয়ারি:  বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের দেশব্যাপী লাগাতার অবরোধের পাশাপাশি ঢাকা মহানগরীসহ খুলনা ও ঢাকা বিভাগে বুধবার সকাল ৬টা থেকে ৪৮ ঘন্টার হরতালে রাজধানী সহ সারাদেশে স্বাভাবিক দিনের মতোই যানবাহন চলাচল করছে৷দু’একটি বিচিছন্ন ঘটনা ছাড়া রাজধানী ঢাকাসহ সারাদেশে এ হরতাল ও অবরোধ জনজীবনে প্রভাব ফেলেনি৷এ দুই বিভাগের জেলাসমূহে ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্যাতনের প্রতিবাদে এই হরতাল আহ্বান করা হয় বলে বিএনপি দাবি করে৷ পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদলও হরতালের ডাক দেয়৷অবরোধের পাশাপাশি ঢাকাসহ ৩ বিভাগেবু ধবার হরতাল পালন করছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দল৷ এদিকে, বরিশালে অবরোধকারীদের ছোড়া পেট্রোলবোমার আগুনে পুড়ে গেছে বাসের ৬ যাত্রী৷ অবরোধের পাশাপাশি রাজশাহী ও খুলনা বিভাগে হরতাল চলছে৷

মঙ্গলবার রাত ১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের দপদপিয়াস্থ খয়রাবাদ সেতুর ঢালে আব্দুল্লাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুবর্ৃত্তরা৷ এতে পেট্রোলবোমার আগুনে ৬ যাত্রী আহত হন৷ এদের মধ্যে গুরুতর আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷এদিকে, খুলনায় হরতাল চলাকালে ছাত্রদলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ৷ হরতালের সমর্থনে সকাল পৌনে ১০টার দিকে নগরীর মৌলভীপাড়া মোড়ে ঝটিকা মিছিল বের করে ছাত্রদলের কর্মীরা৷ এ সময় তারা ২/৩টি ইজিবাইক ভাঙচুর ও ৩টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়৷ একপর্যায়ে ধাওয়া দিলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে তারা৷পুলিশ দুটি টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়৷এছাড়া, ভৈরবে অবরোধকারীরা আগুন দিয়েছে একটি বাসে৷গাজীপুরে আগুন দেয়া হয়েছে পিকআপে৷ তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি৷সিলেটে ছাত্রদলের মিছিল থেকে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে রাস্তায় আগুন ধরিয়ে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা৷ চট্টগ্রাম ও রাজশাহীতে হরতালে অনেক দোকান-পাট বন্ধ থাকলেও নগরীতে হালকা যানবাহন চলাচল করছে৷

খুলনায় পুলিশের সঙ্গে হরতাল সমর্থনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে৷ এসময় হরতাল সমর্থনকারীরা কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে এবং ককটেলের বিস্ফোরণ ঘটায়৷ এছাড়া নাশকতার আশঙ্কায় খুলনা, যশোর, নড়াইল, মাগুরা, মেহেরপুর, নোয়াখালীসহ দেশের বিভিন্ন জায়গায় যৌথ অভিযানে আটক করা হয়েছে প্রায় ২ শতাধিক বিএনপি-জামাতের নেতাকর্মীদের৷হরতাল ও অবরোধ চলাকালে আজ বুধবার রাজধানীসহ সারাদেশে বিক্ষিপ্তভাবে বোমা বিস্ফোরণ, যানবাহনে অগি্নসংযোগ, ভাংচুর ও চোরাগোপ্তা হামলার খবর পাওয়া গেছে৷কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায় স্থানীয়ভাবে বুধবার সকাল ৬টা থেকে ৩৬ ঘন্টার হরতাল আহবান করা হয়৷এদিকে বুধবার ভোরে রাজধানীর মহাখালী এলাকায় ছাত্রশিবিরের বোমা তৈরির কারখানায় অভিযান চালিয়ে ইসলামী ছাত্রশিবিরের ৫ জন নেতা-কমর্ীকে গ্রেফতার করেছে পুলিশ৷ এরা হলো বনানী থানার ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোসত্মাফিজুর রহমান (২৮), জয়নাল আবেদীন (২১), আরিফুজ্জামান আরিফ (২০), খালিদ সাইফুলস্নাহ (২১) ও আতিয়ার রহমান (২২)৷

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হোসেন জানান, আটক শিবির নেতা-কমর্ীরা রাজধানীতে বুধবারের হরতালে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা গ্রহণ করছিল৷ওসি জানান, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বনানী থানা পুলিশের একটি দল মহাখালীর টিবি গেইট সংলগ্ন আমিনুল ইসলাম ভিলা নামে চ-ব্লকের ১৩৩/১ নম্বর বাসায় অভিযান চালিয়ে একশ’টির বেশী হাতবোমা এবং বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ তাদের গ্রেফতার করে৷তিনি জানান, শিবিরের ওই বোমা তৈরির কারখানা থেকে ১৩০টি অবিস্ফোরিত হাতবোাম, দুই লিটার পেট্রোল, ১০ কেজি পাথরের কুচি, এক কেজি গানপাউডার, ১২টি নতুন স্কচ টেপ, তিন কেজি ধারালো ৪ কোণাবিশিষ্ট পেরেক, তিন কেজি বান্ডিল তুলা, একটি কাঁচি, ১৫টি জর্দার খালি কৌটা, এক কেজি জর্দা, ১২টি বিভিন্ন ম্যাগাজিন ও বই, ২৭টি খাকি রংয়ের খাম, ছোট-বড় চারটি হিসাব রেজিস্টার উদ্ধার করা হয়েছে৷ওসি জানান, এযাবত্‍ হরতাল-অবরোধ চলাকালে রাজধানীতে যতো যানবাহনে অগি্নসংযোগ করা হয়েছিল এর অধিকাংশের সঙ্গে তারা জড়িত৷এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি বাসে আগুন দিয়েছে দুবর্ৃত্তরা৷ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের সামনে এই ঘটনা ঘটে৷

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল ও পরিবহন অফিস সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের নতুন বভনের সামনে (২নং গেট) মিরপুরগামী শিক্ষকদের একটি বাস পার্কিং করে রাখা অবস্থায় আগুন দেয় দুর্বর্ৃত্তরা৷ খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা আগুন নেভায়৷ এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বাসটির আংশিক পুড়ে যায়৷ এই ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি৷বুধবার সকালে খুলনার রেমৗলভীপাড়া মোড়ে পুলিশের সঙ্গে হরতালকারীদের সংঘর্ষ হয়েছে৷ এ ছাড়া এখন পর্যনত্ম আর কোথাও বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি৷গত ৬ জানুয়ারি থেকে সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ চলছে৷ অবরোধ চলাকালে সহিংসতায় এ পর্যসত্ম ২৯ জন মারা গেছেন বলে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে৷ঢাকাসহ সারা দেশে অফিস-আদালত, ব্যাংক-বীমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কার্যক্রম স্বাভাবিক ছিল৷রাজধানী ঢাকায় স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে যথারীতি ক্লাশ চলে৷ সকাল থেকে রাজধানীতে যানবাহন চলাচল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল৷অবরোধে লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাবিক ছিল৷ রাজধানী থেকে দূরপাল্লার বাসও চলাচল করতে দেখা গেছে৷পুলিশ জানায়, হরতালে নাশকতা ঠেকাতে রাজধানীতে আজ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়৷ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন থাকতে দেখা যায়৷

এদিকে অবরোধকারীদের নাশকতা মোকাবেলায় আইন শৃংখলা রৰাকারী বাহিনীকে সহায়তার জন্য রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে বিজিবি মোতায়েন রয়েছে৷ অন্যদিকে,রাজধানীর বংশাল সুরিটোলা এলাকায় ককটেল বিস্ফোরণে সানোয়ার হোসেন (৫৫) নামে রেপাশাক কারখানার এক মালিক আহত হয়েছেন৷ তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিত্‍সাধীন৷ বুধবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে৷আহত সানোয়ার হোসেনের ছেলে অনিক জানান, তার বাবা সুরিটোলা এলাকার অনিক গার্মেন্টস নামে পোশাক কারখানার মালিক৷ তিনি ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হরতাল ও অবরোধ সমর্থকরা ককটেল বিস্ফোরণ ঘটায়৷ এতে তার পায়ে স্পিন্টার বিদ্ধ হয়৷ বর্তমানে তিনি ঢামেকে চিকিত্‍সাধীন৷ তাদের বাসা ওয়ারীর ৫৪ নম্বর তাহেরবাগ এলাকায় বলে অনিক জানান৷ রাজধানীর লালবাগের একটি বাড়িতে বোমার বিস্ফোরণে বাপ্পী নামের এক যুবকের ডান হাতের কনুইয়ের নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে৷ বিস্ফোরণে তাঁর ভাগনি হ্যাপি (১২) ও ভাগনে রিপনের (৬) হাতমুখ ঝলসে গেছে৷ এরমধ্যে, একজনের অবস্থা আশঙ্কাজনক৷ তার ডান হাত উড়ে গেছে৷বুধবার বিকেল ৩টার কিছু পরে এ ঘটনা ঘটে৷ আহতরা হলেন, হ্যাপি আক্তার সুমনি (১৩), তার খালাতো ভাই সাফরান আহমেদ রিপন (০৬) ও হ্যাপির মামা বাপ্পী (২০)৷ এরমধ্যে, বাপ্পীর ডান হাত উড়ে গেছে৷ তার অবস্থা আশঙ্কাজনক৷বুধবার বেলা আড়াইটার দিকে লালবাগের ৩১/২ নম্বর ঢাকেশ্বরীর পাঁচতলা বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে৷ বর্তমানে তিনজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্‍সাধীন৷হাসপাতালে আসা বাপ্পীর বোন ঝুমুর সাংবাদিকদের জানান, ঘটনার কারণ সম্পর্কে তিনি কিছুই জানেন না৷ তবে পুলিশের দাবি, বোমা বানাতে িয়ে এ ঘটনা ঘটেছে৷

পুলিশ সূত্রে জানা গেছে, বেলা আড়াইটার দিকে ওই বাড়িতে হঠাত্‍ বিকট শব্দ হয়৷ এরপর ওই তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়৷পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মফিজ উদ্দিন আহমেদ প বলেন, ককটেল নয়, বোমা বানানোর সময় এরা আহত হয়েছে৷ সম্ভবত বাপ্পী নিজেই বোমা বানাচ্ছিল৷ ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে৷

রিপন রাজধানীর ২৮৮/২ এলিফ্যান্ট রোড এলাকার নিজামুদ্দিন বাচ্চুর ছেলে৷ তার মা লিপি আক্তার জানান, হ্যাপিরা এক সময় কাঁটাবনে থাকতো৷ আমরা দীর্ঘদিন একসঙ্গে ছিলাম৷ তাই হ্যাপির মাকে রিপন খালা বলে ডাকে৷ হঠাত্‍ সংবাদ পেলাম রিপন আহত হয়েছে৷ এ বিষয়ে আমি কিছু জানি না৷লালবাগ ডিভিশনের উপ-পুলিশ কমিশানার মফিজ উদ্দিন আহমেদ বলেন, তারা বাড়িতে বসে বোমা তৈরি করছিল৷ যে যুবকের হাত উড়ে গেছে সে নিজেই বোমা বানাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে৷ পুলিশের একটি টিম ওই বাসায় গিয়েছে৷ বিস্তারিত পরে জানানো যাবে৷

লালবাগ জোনের এসি পেট্রোল মো. আলাউদ্দিন বলেন, লালবাগ ঢাকেশ্বরী এলাকার ৩১/২ পাঁচতলা বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটেছে৷ এ ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে চিকিত্‍সা দেওয়া হচ্ছে৷এ বিষয়ে হ্যাপির বাবা বাংলানিউজকে জানান, তার মেয়ে আজিমপুর গালর্স স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী৷ কেন, কীভাবে এ ঘটনা ঘটলো তিনি কিছুই বলতে পারেননি৷ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান জানান, পুলিশ, র্যাব ও ডিবির বোমা বিশেষজ্ঞ দল যৌথভাবে আলামত সংগ্রহের কাজ করছে৷

ফেনী :ফেনীর দাগনভূঞায় অবরোধকারীদের ছোড়া পেট্রলবোমায় একটি সিএনজি চালিত অটোরিঙ্ায় চালক ও দুই যাত্রীসহ তিনজন দগ্ধ হয়েছে৷ গতকাল মঙ্গলবার রাতে ফেনী-বসুরহাট সড়কের দাগনভূঁঞা উপজেলার দুধমুখা বাজারের পাশে এ ঘটনা ঘটে৷ এ ছাড়া অবরোধকারীরা রাত ৮টার দিকে ফেনী পৌরসভার কাউন্সিল মোহাম্মদ মানিকের প্রাইভেটকারে ককটেল হামলা করেছে৷

প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে ফেনী- বসুরহাট সড়কের দুধমুখার বাজারের পাশে কুমার পোল এলাকায় অবরোধকারীরা একটি সিএনজি অটোরিঙ্ায় পেট্রলবোমা নিৰেপ করে৷ এসময় সিএনজি অটোরিঙ্াটি পুড়ে যায়৷ অটোরিঙ্ায় থাকা চালক ও অটোরিঙ্ার মালিক শাহাজাহান পিন্টু, যাত্রী সাদ্দাম হোসেন ও মনিক মজুমদার দগ্ধ হয়৷ স্থানীয়রা আহতদের উদ্ধার করে দাগনভূঞা স্বাস্থ্য কমপেস্নঙ্ েনিলে সাদ্দাম হোসেনকে উন্নত চিকিত্‍সার জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে৷ দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সাল জানান, আগুনে দগ্ধ দুই জনকে ফেনী সদর হাসপাতালে ও এক জনকে দাগনভূঁঞা হাসপাতালে চিকিত্‍সা সেবা দেয়া হচ্ছে৷

এদিকে রাত আটটার দিকে ফেনী পৌরসভার ১৭ নং ওয়ার্ড কাউন্সিল মোহাম্মদ মানিকের প্রাইভেটকারে ককটেল হামলা করেছে দুবর্ৃত্তরা৷ শহরের লাল পোল থেকে ফেনী ফেরার পথে প্রাইভেটকারটি সেন্ট্রাল স্কুলের সামনে পৌঁছলে দুবর্ৃত্তরা গাড়ি লক্ষ করে ককটেল ছুড়ে মারে৷ এতে তার গাড়ির গস্নাস ভেঙ্গে যায়৷ তবে তিনিসহ কেউ আহত হয়নি৷ফেনী মডেল থানার পরিদর্শক (তদনত্ম) মো. শাহীনুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা নিশ্চিত করেছেন৷ এদিকে, ফেনী ১ ফেনীতে জেলা সাইবার ইউজার দলের আহ্বায়ক শরীফুল ইসলাম রাসেলকে গ্রেফতারের প্রতিবাদে ফেনীতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল৷ গত মঙ্গলবার রাতে পুলিশ বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়৷জেলা সাইবার ইউজার দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে৷ অন্যদিকে,ফেনীর দাগনভূঞায় উপজেলার দুধমুখা বাজার সংলগ্ন কুমারপুল নামক স্থানে গত মঙ্গলবার রাতে অবরোধকারীদের ছোড়া পেট্রালবোমায় একটি সিএনজি চালিত অটোরিঙ্ায় চালক ও দুই যাত্রীসহ তিনজন দগ্ধ হওয়ার ঘটনার ১৮০ জনের বিরম্নদ্ধে মামলা হয়েছে৷ এ ঘটনায় পুলিশ জামায়াতের আমিরসহ ৫ জামায়াত শিবির নেতাকর্মীকে গ্রেফতার করে৷

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত ৯টার দিকে ফেনী-বসুরহাট সড়কের দাগনভূঞার দুধমুখার বাজারের পাশে কুমার পোল এলাকায় অবরোধকারীরা একটি সিএনজি অটোরিঙ্ায় পেট্রালবোমা নিৰেপ করে৷ এসময় সিএনজি অটোরিঙ্াটি পুড়ে যায়৷ অটোরিঙ্ায় থাকা চালক ও অটোরিঙ্ার মালিক শাহাজাহান পিন্টু, যাত্রী সাদ্দাম হোসেন ও মনিক মজুমদার দগ্ধ হয়৷ স্থানীয়রা আহতদের উদ্ধার করে দাগনভূঞা স্বাস্থ্য কমপেস্নঙ্ েনিলে সাদ্দাম হোসেনকে উন্নত চিকিত্‍সার জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে৷ আশংকাজনক অবস্থায় ওখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ এঘটনায় বুধবার দুপুরে পুলিশ বাদী হয়ে জামায়াত-শিবিরের ৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১১০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন৷ এঘটনায় পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দাগনভূঞা পৌর জামায়াতের আমির গাজী সালাহ উদ্দিনসহ ৫ জামায়াত- শিবির কর্মীকে গ্রেফতার করেছে৷দাগনভূঞা থানার ওসি আবুল ফয়সল মামলার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে৷

নাটোর প্রতিনিধি :বিএনপি সহ ২০দলীয় জোটের টানা অবরোধের সমর্থনে এবং দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবীতে নাটোরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বিএনপি৷ আজ দুপুরে শহরের হাফরাস্তা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়৷ পরে সেখানে সমাবেশ করে তারা৷ সমাবেশে বক্তব্য দেন বিএনপির নেতৃবৃন্দ৷

নওগাঁ : জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মীদের হত্যা, গুম, ও শিক্ষাঙ্গনে সন্ত্রাস, চাঁদাবাজী, দখলদারিত্বের প্রতিবাদে এবং অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটের অধিকার পুন:প্রতিষ্ঠার দাবীতে জাতীয়তাবাদী ছাত্র দলের ডাকা দুই দিনের ছাত্র ধর্মঘটের প্রথম দিন বুধবার নওগাঁর সাপাহার উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপুর্ন ভাবে পালিত হয়েছে৷ ধর্মঘট সফল করতে এদিন সকালে উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান বাদলের নেতৃতে ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত রেজা, সাংগঠনিক সম্পাদক সোহেল মাহমুদ, দপ্তর সম্পাদক আকতার হোসেন, সাপাহার সরকারী ডিগ্রী কলেজ শাখা ছাত্রদল নেতা সাগর, মাসুদ, মামুন, গোয়ালা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা উপস্থিত থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট কর্মসূচী পালন করে৷

এদিকে, নওগাঁর মান্দায় ২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধ কর্মসূচী বুধবার শানত্মিপূর্ণভাবে পালিত হয়েছে৷ বিএনপি ও জামায়াতের নেতাকর্মিরা সকাল থেকে উপজেলা সদরের চৌরাসত্মার মোড়ে সমবেত হয়ে দফায় দফায় বিৰোভ মিছিল করে৷

পরে চৌরাসত্মার মোড়ে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য সামসুল আলম প্রামানিক, আহবায়ক কমিটির সদস্য মকলেছুর রহমান মকে, নাজমুল হক নাজু, মনোজিত্‍ কুমার সরকার, শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, বিএনপিনেতা শামশুল ইসলাম বাদল, যুবদলনেতা আব্দুল জলিল, এনামুল হক, আসাদুজ্জামান আসাদ ছাত্রদলনেতা আব্দুল কাদের, সিদ্দিক হোসেন, দুলাল হোসেন প্রমুখ বক্তব্য দেন৷

অপরদিকে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুব আলম চৌধুরীর নেতৃত্বে বিকেলে বিৰোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ সমাবেশে আহবায়ক কমিটির সদস্য মাহবুব আলম চৌধুরী, তোফাজ্জল হোসেন টুকু, সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু, বিএনপিনেতা মোসত্মাফিজুর রহমান ফিরোজ, নুর বঙ্ মন্ডল প্রমুখ বক্তব্য দেন৷

পাইকগাছা (খুলনা) :ঢাকা-খুলনা বিভাগে বিএনপির ডাকা ৪৮ ঘন্টা হরতালের প্রথম দিন বুধবার খুলনার পাইকগাছায় শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়৷ সকাল থেকে দুরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে৷ তবে অন্য সকল যানবাহন চলাচল স্বাভাবিক ছিল৷ ব্যবসা প্রতিষ্ঠান, অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান যথারীতি খোলা ছিল৷ সকাল থেকে হরতালের সমর্থনে কাউকে পিকেটিং কিংবা মিছিল করতে দেখা যায়নি৷ এদিকে নাশকতার আশঙ্কায় মঙ্গলবার রাতে উপজেলার রাড়ুলী ইউনিয়নের আরাজি ভবানীপুর গ্রামের মোঃ হানিফ মোড়লের ছেলে ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ ইব্রাহীম মোড়ল (৩০), একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড শিবিরের সভাপতি শ্রীকন্ঠপুর গ্রামের ইছাহাক গাজীর ছেলে হাফিজুর রহমান (২২) ও শিবিরকর্মী উপজেলার হরিঢালী ইউনিয়নের নোয়াকাটী গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুল আহাদ (৪০) ও একই এলাকার মুজিবর গোলদারের ছেলে নাদিম মাহমুদকে (২২) পুলিশ আটক করেছে৷ পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শ্যামলাল নাথ জানিয়েছেন বাঁকা ও পৌর জিরোপয়েন্টে পুলিশের উপর হামলা, গাড়ি ভাংচুর মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাদের আটক করা হয়েছে৷ বুধবার আদালতে মাধ্যমে আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে৷ আগৈলঝাড়ায় বিএনপি নেতা ইউপি

গৌরনদী (বরিশাল) : চলমান অবরোধের সময় বরিশালের আগৈলঝাড়া সদরে বিআরটিসি বাসে অগি্নসংযোগের অভিযোগে মঙ্গলবার রাতে আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল হোসেন লাল্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতর্া (ওসি) মনিরুল ইসলাম জানান, বিআরটিসি বাসে অগি্নসংযোগের মামলায় লাল্টুকে থানার সুজনকাঠী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে৷ তাকে গতকাল বুধবার বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে৷

কুমিল্লা: ২০ দলীয় জোটের নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার, গুম, নির্যাতন, মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ ও তাদের মুক্তির দাবি এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে চট্টগ্রাম বিভাগে ৩৬ ঘন্টার হরতালের শেষ দিনেকুমিল্লায় ২০ দলের হরতাল ঢিলেঢালা ভাবে চলছে৷ নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে৷ নগরীর বেশীর ভাগ দোকান পাট বন্ধ রয়েছে৷ তবে বেলা বাড়ার সাথে সাথে নগরীতে সীমিত আকারে অটো রিঙ্া ও হালকা যান চলাচল করেছে৷ সকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড় থেকে ২০ দলীয় জোটের হরতাল সমর্থনে একটি মিছিল বের করা হয়৷

চুয়াডাঙ্গা: সারাদেশে যৌথ বাহিনীর অভিযান, ছাত্রদলের নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতন ও ছাত্রদলের কয়েক জনকে হত্যার প্রতিবাদে বুধবার ভোর ৬ টা হতে শুক্রবার ভোর ৬ টা পর্যনত্ম চুয়াডাঙ্গা জেলায় বিএনপিসহ ২০ দলীয় জোট হরতাল আহবান করেছে৷চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস হরতাল আহবানের বিষয়টি নিশ্চিত করে বলেন, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী হরতালের পাশাপাশি জোটের ডাকা অবরোধও অব্যাহত থাকবে৷ত্রিশালে ককটেল বিস্ফোরণ ও বাসে অগি্নসংযোগের ঘটনায় দুটি মামলা

ময়মনসিংহঃ ময়মনসিংহের ত্রিশালে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ ও ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে সংবাদপত্রের বাসে আগুন দেওয়ার ঘটনায় পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে৷ বুধবার সকালে ও দুপুরে ত্রিশাল থানায় মামলা দু’টি দায়ের করা হয়৷ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন৷

ত্রিশাল থানা পুলিশ সূত্র জানায়, সোমবার দিনগত রাতে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অবরোধ সমর্থনে মিছিল করে ৮-১০টি ককটেল বিস্ফোরণ ঘটায় বিশ্ববিদ্যালয় ছাত্রদল৷এ অভিযোগে বিস্ফোরক আইনে বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি শাহাবুল আলমের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করে বুধবার সকালে মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয় ফাঁড়ির ইনচার্জ খোকন চন্দ্র সরকার৷এছাড়া মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশালের বগার বাজার এলাকায় জরুরি সংবাদপত্রের একটি বাসে আগুন দেয় দুবর্ৃত্তরা৷এ অভিযোগে বুধবার দুপুরে ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বাদী হয়ে অজ্ঞাত ৩০-৪০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন৷ এ ঘটনায় দুপুরে স্থানীয় আমিরবাড়ি ইউনিয়নের ওয়ার্ড মেম্বার ও স্থানীয় যুবদল নেতা তৌফিককে (৩৫) আটক করেছে পুলিশ৷

এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, দু’মামলার অবশিষ্ট আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে৷

চুয়াডাঙ্গা: ২০ দলীয় জোটের টানা ৪৮ ঘন্টার হরতাল চুয়াডাঙ্গা শহরে অনেকটা ঢিলেঢালাভাবে চললেও ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলতে ভয় পাচ্ছে৷ বুধবার সকালে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ৫ জনকে, জীবননগর থানা পুলিশ বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মিকে ও দামুড়হুদা থানা পুলিশ ১ জনকে গ্রেপ্তার করেছে৷ পুলিশ বলছে , গ্রেফতারকৃতদের বিরম্নদ্ধে অবরোধ কর্মসূচীতে গাড়ী ভাংচুর ও নাশকতার অভিযোগে মামলা আছে ৷ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় শহরের কেদারগঞ্জ এলাকায় পুলিশের খাবার গাড়ীতে কে বা কারা বোমা হামলা করে৷ এতে পুলিশ কনস্টেবল ( গাড়ী চালক ) জিন্নাত আলী গুরম্নতর জখম হন৷ তবে পুলিশ জানায়, হরতাল ও অবরোধকারিরা পুলিশের খাবার গাড়িতে ককটেল হামলা চালায়৷এদিকে পুলিশ ও বিজিবি পাহারায় মঙ্গলবার রাতে ঢাকাগামী কয়েকটি বাস ছাড়লেও বুধবার হরতালে অভ্যনত্মরীণ রম্নটেও কোনো গাড়ী চলাচল করেছি৷

হরতালে শহরে নাশকতা প্রতিরোধে প্রধান প্রধান স্থাপনা ও মোড়ে মোড়ে কড়া পুলিশী পাহারা রাখা হয়েছে ৷ তবে হরতাল চলাকালিন সময় বিএনপি’র কোন নেতাকর্মীকে পিকেটিং করতে মাঠে দেখাযায়নি৷

চট্টগ্রাম: বিএনপিনেতৃত্বাধীন ২০দলীয়জোটের হরতাল-অবরোধ চলাকালে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারী থানার ঈছাপুর এলাকায় একটি লাকড়ি রেবাঝাই ট্রাকে আগুন দিয়েছে দুবর্ৃত্তরা৷ বুধবার সকাল সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে৷হাটহাজারী ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, সকালে ঈছাপুর লাকড়ি বোঝাই একটি ট্রাকে(চট্টমেট্রো ট ১১-৪১৩১) আগুন দিয়েছে দুর্বৃত্তরা৷ ফায়ার সার্ভিসের একটি গাড়ি আধঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷ ট্রাকটি রাউজানের ইট ভাটায় লাকড়ি বোঝাই করে নিয়ে যাচ্ছিল বলে জানান তিনি৷এদিকে গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা কমপ্লেঙ্ এর সামনে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে মোটর সাইকেল নিয়ে এসে দুবৃর্ত্তরা ককটেল ফাটিয়ে আতংক সৃষ্টি করার খবর পাওয়া গেছে৷এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার ওসি ইসমাইল এর কাছে জানতে চাইলে তিনি জানান, ঘটনার ব্যাপারে মামালা হবে৷ এজন্য পুলিশি অভিযান চলছে৷

সাতক্ষীরা: সাতক্ষীরায় ২০ দলের ডাকা হরতাল পালিত হয়নি৷ জেলার জনজিবন ছিল স্বাভাবিক৷ দুরপালস্নার যানবাহন চলাচল না করলেও অভ্যানত্মরিণ রুটে যান চলাচল ছিল স্বাভাবিক৷ ব্যাংক, বীমা, অফিস আদালত ও স্কুল কলেজের কার্যক্রম ছিল স্বাভাবিক৷ বিএনপির জামাতের কোন মিছিল ও সমাবেশ করতে দেখা যায়নি৷

এমনি জামাত বিএনপি’র কোন নেতা কমর্ীকে খুজে পাওয়া যায়নি৷ কোথাও কোন নাশকতার খবর পাওয়া যায়নি৷ জেলায় সবের্াত্ত র্যাব,পুলিশ ও বিজিবি’র টহল দিতে দেখা যায়৷ এদিকে সাতৰীরায় হরতাল বিরোধী মিছিল করেছে সাতৰীরার শ্রমিক কর্মচারী, দিন আনা, দিন খাওয়া মজুররা৷ এতে একাত্বতা ঘোষনা করে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ৷ পরে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদৰিন শেষে নিউ মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়৷ সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক অধ্যাপক আবু আহম্মেদ, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সম. লুত্‍ফর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা ওয়ার্কার্স পার্টির নেতা শরীফুলস্নাহ কায়সার সুমন প্রমূখ৷ এসময় বক্তরা হরতালের নামে নাশকতা সৃষ্টি কারীদের কঠোর হাতে দমন করার ঘোষনা দিয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে হরতাল প্রত্যাহারের আহবান জানান৷ অপরদিকে সাতক্ষীরায় নাশকতার আশঙ্কায় বিএনপি-জামায়াতের ১০ নেতাসহ ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ মঙ্গলবার রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়৷ সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল জানান, গ্রেফতারকৃতদের বিরম্নদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে৷ এদিকে সাতৰীরা জেলার কালিগঞ্জ উপজেলার কাশিবাটি কাজলা গ্রামের লিটনের বাড়ি থেকে পুলিশ ২টি বন্দুক, ১ টি শার্টার গান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে৷ বুধবার সকাল সাড়ে ৯ টার সময় অস্ত্র গুলি উদ্ধার করা হয়৷ কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদ শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কাশিবাটি গ্রামের ফজর আলীর ছেলে লিটনের বাড়িতে অভিযান চালায়৷ এসমসয় তার ঘরের ভিতর থেকে পুলিশ ২টি বন্দুক, ১ টি শার্টার গান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে৷ অভিযানে পুলিশ কাউকে আটক করতে পারেনি৷