news_img

দৈনিকবার্তা-ঢাকা, ২১ জানুয়ারি: এখন থেকে ১০ টাকা জমা করেই ব্যাংক হিসাব খুলতে পারবে প্রতিবন্ধীরা৷বুধবার বাংলাদেশ ব্যাংকের গ্রীণ ব্যাংকিং এন্ড সিএসআর বিভাগের মহাব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সকল তফসিলি ব্যাংকের নিকট পাঠানো হয়৷

প্রজ্ঞাপনে বলা হয়, অর্থনৈতিক উন্নয়নে দৃষ্টিপ্রতিবন্ধীসহ অন্যান্য সকল প্রতিবন্ধীদের অংশগ্রহণের নিমিত্তে ব্যাংকিং সেবা নিশ্চিতকরণে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন নির্দেশনা প্রদান করেছে৷এর ভিক্তিতে ২০১১ সালের ১৯ জুন তারিখের বিআরপিডি সার্কুলার নং ৫ অনুয়ায়ী সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীগণ জাতীয় পরিচয়পত্র ও পিপিও ( পেনশন পেমেন্ট অর্ডার) নম্বর সম্বলিত ভাতা পরিশোধ বই এর বিপরীতে ১০ টাকা জমাকরণপূর্বক নিজ নামে ব্যাংক হিসাব খুলতে পারবেন৷

প্রজ্ঞাপনে আরো বলা হয়, এ সকল হিসাবে নূন্যতম স্থীতি রাখার বাধ্যবাধকতা নেই৷ এ ক্ষেত্রে কোনো প্রকার চার্জ প্রযোজ্য নয়৷ চেকবই এর অপ্রতুলতার ক্ষেত্রে ভাউচারের মাধ্যমেও এ সকল হিসাবে লেনদেন করা যাবে৷

একই সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যাংকি সেবাপ্রাপ্তি সহজতর করার লক্ষ্যে জাতীয় পরিচয়পত্রের অনূকূলে ১০ টাকা জমাকরণপূবক ব্যাংক হিসাব খোলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে৷ এ সকল হিসাবের ক্ষেত্রেও উপরিউলি্লখিত নূন্যতম স্থীতি, চার্জ ফি, ভাউচার সংক্রান্ত বিধানগুলো প্রযোজ্য হবে৷

তবে এ সংক্রান্ত তথ্যাদি ১০ টাকা ও ১০০ টকায় ব্যাংক হিসাব খোলার সাপ্তাহিক, মাসিক ও ত্রৈমাসিক অগ্রগতি প্রতিবেদনে অন্তর্ভুক্তরত : যা যথানিয়মে অত্র বিভাগে দাখিল করতে হবে৷এছাড়া প্রজ্ঞাপনে প্রতিবন্ধীদের ব্যাংক হিসাব পরিচালনা সহজীকরণ, উদ্যোক্তা হিসেবে অগ্রাধীকার প্রদান, বার্ষিক কার্যক্রমে ও বরাদ্দে অগ্রাধিকার প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে৷ যা অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়৷