8

দৈনিকবার্তা- গাজীপুর, ২২ জানুয়ারি : পরিবেশ ও প্রতিবেশগত ৰতিসাধনের অপরাধে বৃহস্পতিবার এক ফার্মাসিউটিক্যালসসহ দু’কারখানাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং৷

পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান জানান, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মোঃ আলমগীর বৃহস্পতিবার গাজীপুর মহানগরের টঙ্গী বিসিক শিল্প এলাকার পিপলস্ ফার্মাসিউটিক্যালস ও মানিকগঞ্জ জেলার ঘিওর থানার তরা এলাকাস্থিত আকিজ পার্টিকেল বোর্ড মিল কারখানার মালিক/প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তরের ঢাকা সদর দপ্তরে তলব করে শুনানী গ্রহণ করেন৷ এসময় তিনি পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিত কারখানা পরিচালনা করার অপরাধে পিপলস্ ফার্মাসিউটিক্যালস কারখানাকে দুই লাখ টাকা এবং কালিগঙ্গা নদী ভরাট করে সরকারী খাস জমিতে কারখানা স্থাপনের মাধ্যমে ব্যবহার করে পরিবেশ ও প্রতিবেশগত ৰতিসাধনের অপরাধে আকিজ পার্টিকেল বোর্ড মিল কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা করেন৷