image_178569.hamid-army

দৈনিকবার্তা-ঢাকা, ২২ জানুয়ারি: রাষ্ট্রপতি আবদুল হামিদ স্বচ্ছন্দ সরকার পরিচালনা ও সুশাসন প্রতিষ্ঠায় দক্ষ জনপ্রশাসনকে আবশ্যিক হিসেবে অভিহিত করে বলেছেন, জ্ঞানভিত্তিক, দক্ষ ও গণমুখী বেসামরিক প্রশাসন দারিদ্র্যমুক্ত দক্ষিণ এশিয়া প্রতিষ্ঠার স্বপ্ন বাসত্মবায়ন করতে পারে৷তিনি বলেন, দারিদ্র্যমুক্ত দক্ষিণ এশিয়া- এই স্বপ্ন জ্ঞানভিত্তিক, দক্ষ ও গণমুখী বেসামরিক প্রশাসন গড়ে তোলার মাধ্যমে প্রতিষ্ঠা করা সম্ভব৷ কারণ সরকারি কর্মকান্ডের সুসমতা ও সুশাসন প্রতিষ্ঠার জন্য কর্মদক্ষ জনপ্রশাসন আবশ্যিক৷

রাষ্ট্রপতি বৃহস্পতিবার সার্ক দেশগুলোর পাবলিক সিভিল সার্ভিস কমিশনের প্রধানদের ৪র্থ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণকালে একথা বলেন৷বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) শিক্ষণ ও রূপায়নে সদস্যদেশগুলোর কমিশনের মধ্যে বেসামরিক কর্মকর্তাদের নিয়োগ, নির্বাচন ও পদোন্নতি বিষয়ে দৃষ্টিভঙ্গি ও চিনত্মা-ভাবনা এবং উন্নত কর্মপদ্ধতি সম্পর্কে মতবিনিময়ের লক্ষ্যে আজ এখানে এ সম্মেলনের আয়োজন করছে৷

অর্থমন্ত্রী এ এম এ মুহিত,জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমত আরা সিদ্দিকী, সার্ক সদস্য দেশগুলোর পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানগণ এবং শ্রীলংকার পিএসসি চেয়ারম্যান বিচারপতি সত্যকাদা হেট্টিজ, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান একরাম আহমেদ অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তৃতা করেন৷আবদুল হামিদ বলেন, সুশাসনের অন্যতম পূর্বশর্ত হচ্ছে পেশাদারিত্বের মনোভাব নিয়ে পরিচালিত এক দৰ প্রশাসন৷ কারণ এ ধরনের প্রশাসন নাগরিকদের সেবা প্রদানে কর্মকর্তা-কর্মচারীদের সংবেদনশীল ও দায়িত্বশীল হিসেবে গড়ে তোলে৷ একইসঙ্গে দক্ষ জনপ্রশাসন জাতির বিভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে সরকারকে পরিকল্পনা প্রণয়ন, বাসত্মবায়ন ও সঠিক পরামর্শ প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷

রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক বহুত্ববাদ ও মানবাধিকার সমুন্নত রাখতে দক্ষ জনপ্রশাসন অবদান রাখতে পারে- এ বিষয় বিবেচনায় রেখে নিয়োগ প্রক্রিয়ায় মেধা ও দক্ষতার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করতে হবে৷তিনি বলেন, পাবলিক/সিভিল সার্ভিস কমিশনগুলো ধীশক্তি ও যোগ্যতাসম্পন্ন গ্রাজুয়েটদের আকৃষ্ট করতে বেসামরিক কর্মকর্তাদের উপযুক্ত বেতন ও সুযোগ-সুবিধা প্রদান এবং তাদের জন্য দেশে ও বিদেশে প্রশিক্ষণ নিশ্চিত করার পাশাপাশি পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে সার্ক ও সার্কের বাইরেও অভিজ্ঞতা বিনিময়ের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট সরকারকে সুপারিশ করতে পারে৷

আবদুল হামিদ বলেন, সার্ক সনদের প্রধান লক্ষগুলোর মধ্যে রয়েছে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য, আলাপ-আলোচনা, সমঝোতা, সহযোগিতা ও অংশিদারিত্ব বৃদ্ধির মাধ্যমে দৰিণ এশিয়ার মানুষের কল্যাণ ও তাদের জীবনমানের উন্নয়ন সাধন এবং এতে এ অঞ্চলের শানত্মি ও সমৃদ্ধির জন্য আঞ্চলিক সংহতি সুদৃঢ় করার কথা বলা হয়েছে৷রাষ্ট্রপতি বলেন, সময়ের সাথে দারিদ্র্যসহ অভিন্ন সমস্যাগুলো সমাধানে সার্কের প্রত্যাশা ও সম্ভাবনার অনেক সুযোগ সৃষ্টি হচেছ৷ দারিদ্র্যই হচেছ এ অঞ্চলের প্রধান উদ্বেগের বিষয়৷

তিনি বলেন, সার্ক দেশগুলো খাদ্য নিরাপত্তা গড়ে তোলা, আনত্মঃসার্ক বাণিজ্য বৃদ্ধি এবং আবহাওয়া ও সন্ত্রাসবাদ মোকাবেলায় তথ্য-উপাত্ত আদান-প্রদানের সুযোগ ও প্রক্রিয়া জোরদার করতে পারে৷রাষ্ট্রপতি বলেন, সার্ক দেশগুলো জ্বালানি, অবকাঠামো, যোগাযোগ ও কানেকটিভিটির ক্ষেত্রে যৌথ বিনিয়োগ বৃদ্ধি এবং সার্কের কর্মদক্ষতার বিকাশে পাবলিক/সিভিল সার্ভিস আধুনিকায়ন করতে পারে৷সম্মেলনে ৮ দেশের কমিশনের সদস্য ও প্রতিনিধিরা পিএসসি/সিএসপি-এর সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিয়ে আলোচনা ও সৰমতা, দুর্বলতা, চ্যালেঞ্জ নির্ধারণ এবং প্রধান সীমাবদ্ধতা পর্যালোচনা করবে একথা উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, সম্মেলনে প্রত্যেকের বিদ্যমান সমস্যা সমাধানে কমিশনগুলোর অনুসৃত উন্নত কর্মপদ্ধতি ও যথোপযুক্ত কৌশল পর্যালোচনা করা হবে৷