Barisal_sm_658347911

দৈনিকবার্তা-গৌরনদী(বরিশাল), ২৩ জানুয়ারি: বরিশালের আগৈলঝাড়ায় গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১২২ বছর পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ শুক্রবার সকাল ১০টায় গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১২২ বছর পূর্তি উপলৰে স্কুল প্রাঙ্গনে স্কুলের প্রতিষ্ঠাতা কৈলাশ চন্দ্র সেনের সমাধিতে পুষপ মাল্য অর্পন ও স্কুল ম্যানেজিং কমিটির প্রয়াত সভাপতি ইউছুব মোল্লার স্মরনে এক মিনিট নীরবতা পালন এবং কবর জিয়ারত শেষে মৌন মিছিলের আয়োজন করা হয়৷ মিছিলটি স্কুল প্রাঙ্গন থেকে শুরু করে গৈলা বাজার হয়ে রথখোলা এসে মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এসে শেষ হয়৷ র্যালী ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জসিম সরদার, আগৈলঝাড়া ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ও আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন মোল্লা, ম্যানেজিং কমিটির সদস্য মানিক মোল্লা, ছরোয়ার দাড়িয়া, ইউপি সদস্য আবু হানিফ সরদার, শহিদুল ইসলাম সরদার, প্রধান শিৰক জহিরুল হক, নির্মল ভদ্র, মাহামুদ আলম মিঠু, সাবেক শিক্ষক আলাউদ্দিন ফারুকী প্রমুখ৷
প্রসঙ্গ, ১৮৯৩ ইং সালের ২৩ জানুয়ারী কৈলাশ চন্দ্র সেন গৈলা মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন৷

অন্যদিকে গৌরনদীর ঐতিহ্যবাহী নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে গতকাল সকালে কেক কাটা, র্যালী, আলোচনা সভা, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ এক বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ সকাল ১০টায় বর্নাঢ্য র্যালী বের করা হয়৷ র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিদ্যালয় মাঠে শেষ হয়৷

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দা তাজ নাহারের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠিাতা আলহাজ্ব ইঞ্জিনিয়ার আ. মজিদ৷ বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক জহুরুল ইসলাম জহির, গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলিউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হোসেন, গৈলা মাধ্যমিক বিদ্যালযের সাবেক সিনিয়র সহকারী শিক্ষক মোঃ শাহ আলম, গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মানিক লাল আচার্য্য, শক্তি বিশ্বাস, রোকনুজ্জামান পনির, বিশিস্ট সমাজ সেবক মাসুদ হাসান লাকী, দক্ষিন চাদশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ হালিম৷ তৃতীয় পর্বে বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ সৈয়দ মতলেবুর রহমানের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়৷ ৪র্থ পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান৷ র্যালী শেষে প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইঞ্জিনিয়ার আঃ মজিদের অনুদানে নির্মিত বিদ্যালয়ের অডিটোরিয়াম ভবনের উদ্ধোধন করা হয়৷