timthumb.php

দৈনিকবার্তা-ঢাকা, ২৩ জানুয়ারি: সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে দেশে সৃষ্ট রাজনৈতিক সংকটের অবসান রাজনৈতিকভাবেই করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ৷ আর একটি অর্থবহ সংলাপের মাধ্যমেই এ সংকট সমাধান সম্ভব বলে জানান সংগঠনের নেতারা৷

সংলাপ না হওয়া পর্যন্ত পেশাজীবী পরিষদ আন্দোলন চালিয়ে যাবে এবং এই দাবিতে আগামী ২৭ জানুয়ারি মঙ্গলবার সারাদেশে মানববন্ধন করা হবে বলেও জানানো হয়৷শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়৷ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী৷

রুহুল আমিন গাজী বলেন,দেশে চলমান এ রানৈতিক সংকটটি তৈরি হয়েছে ৫ জানুয়ারি প্রশ্নবিদ্ধ নির্বাচনকে কেন্দ্র করে৷ এ নির্বাচনের ফলে দেশের মানুষ ভোটাধিকার হারিয়েছে৷ যখন জনগণের সমর্থিত শাসন ব্যবস্থা থাকে না তখন স্বাভাবিকভাবেই দেশে সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়৷

তিনি বলেন, নির্বাচনের আগে ক্ষমতাসীন সরকার ওই নির্বাচনকে সংবিধান রক্ষার আন্দোলন বললেও এখন বলছে ১৯ সালের আগে নির্বাচন নয়৷ এমন পরিস্থিতিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে আন্দোলনের ঘোষণা দেয়৷ এই দাবিতে একদিকে যেমন চলছে বিরোধী দলের টানা অবরোধ অন্যদিকে সরকার দমন-পীড়নের মাধ্যমে এ আন্দোলন স্তব্ধ করার চেষ্টা করছে৷

তিনি আরো বলেন, শান্তিপূর্ণ উপায়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের জন্য জাতিসংঘ মানবাধিকার কমিশন, মার্কিন পররাষ্ট্র দফতর, ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক সমপ্রদায় দেশের সুশীল সমাজ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে৷ আমরা পেশাজীবীরাও মনে করি, আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে দমন-পীড়ন চালিয়ে কোনো সমাধান হবে না৷ রাজনৈতিকভাবে গঠনমূলক একটি সংলাপই এ সংকট সমাধানের একমাত্র পথ৷

বিরোধী দল সংলাপের প্রস্তাব দিয়ে রেখেছে এখন একটি অর্থবহ সংলাপের জন্য সরকারকেই দায়িত্ব নিতে হবে বলেও জানান তিনি৷

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড. ইউসুফ হায়দার, বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ৷