01_7490

দৈনিকবার্তা-চুয়াডাঙ্গা, ২৩ জানুয়ারি: চুয়াডাঙ্গার সীমান্ত এলাকা দামুড়হুদা উপজেলায় গভীর রাতে একটি কভার্ড ভ্যান থেকে ২১টি ‘এয়ার রাইফেল’ উদ্ধার করেছে পুলিশ৷

বৃহস্পতিবার রাত ২টার দিকে পুলিশের একটি টহলদল ভ্যানটি তাড়া করে জয়রামপুর এলাকায় অস্ত্রগুলো উদ্ধার করে বলে দামুড়হুদা মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান৷ওসির ধারণা, ভারতের তৈরি অস্ত্রগুলো ‘নাশকতামূলক কর্মকাণ্ডে’ ব্যবহারের জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল৷বে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ৷

ওসি বলেন, রাতে দর্শনা থেকে চুয়াডাঙ্গাগামী একটি কভার্ড ভ্যানকে টহল পুলিশ থামার ইংগিত দেয়৷কিন্তু ভ্যান চালক না থামিয়ে পুলিশের গাড়িকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷

এ সময় পুলিশ ধাওয়া করলে কভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নেমে কাদায় আটকে যায়৷সেখানে পুলিশ পৌঁছানোর আগেই ভ্যানের লোকজন পালিয়ে যায়৷ পরে পুলিশ ওই ভ্যান থেকে ২১টি এয়ার রাইফেল উদ্ধার করে বলে জানান ওসি৷