3_208976

দৈনিকবার্তা-ঢাকা, ২৩ জানুয়ারি: জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এবার পাহাড়ের পাদদেশে৷ অনুষ্ঠানটির আগামী পর্ব ধারণ করা হয়েছে পার্বত্য জনগোষ্ঠী অধ্যুষিত খাগড়াছড়িতে৷ দেশের অন্যান্য দুর্গম প্রত্যন্ত অঞ্চলের তুলনায় খাগড়াছড়ি একেবারেই ভিন্ন৷ নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি এই খাগড়াছড়ি৷

গহিন অরণ্য, গিরি ও গিরিখাত, সমভূমি ও অসংখ্য জীববৈচিত্র্যের লীলাভূমি, নৃতাত্তি্বক ক্ষুদ্র জনগোষ্ঠীর জীবনাচার ও সংস্কৃতি হাতছানি দেয় পর্যটকদের৷ খাগড়াছড়ি শহরের প্রাণকেন্দ্রে চারিদিকে পাহাড়বেষ্টিত চেঙ্গী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব মাঠে ধারণ করা হয় এবারের ‘ইত্যাদি’৷ গত ১৯ জানুয়ারি খাগড়াছড়ির চারিদিকে পাহাড় ঘেরা আলোকিত মঞ্চের সামনে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ধারণ করা হয় ‘ইত্যাদি’৷

অনুষ্ঠানের নির্মাণকারী সংস্থা ফাগুন অডিও ভিশন জানিয়েছে, এতদিন দর্শকরা দেখেছেন পাহাড়ের দিনের সৌন্দর্য এবার দেখবেন রাতের সৌন্দর্য৷ ইত্যাদির ধারণ উপলক্ষে পাহাড় কন্যা খাগড়াছড়িতে ছিল উত্‍সবের আমেজ৷ আমন্ত্রিত দর্শক ছাড়াও হাজার হাজার মানুষ আশপাশের পাহাড়ের ওপর দাঁড়িয়ে ইত্যাদি ধারণ উপভোগ করেন৷ দীর্ঘ সময়ে দর্শকরা শৈত্যপ্রবাহ উপেক্ষা করে মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেছেন ইত্যাদির প্রাণপুরুষ হানিফ সংকেতের উপস্থাপনায় একের পর এক নান্দনিক সব আইটেম৷ দর্শকদের পর্ব শেষ হলে ধারণ চলে রাত ১২টা পর্যন্ত৷ ‘ইত্যাদি’র এই পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ৩০ জানুয়ারি রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে৷ বরাবরের মতো এবারের ইত্যাদিও রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত৷