sector_comandor_forum_dhaka_report_11606

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ জানুয়ারি: সেক্টর কমান্ডার্স ফোরাম নেতৃবৃন্দ এক সমাবেশে বেগম জিয়াকে অবিলম্বে হরতাল ও ধ্বংসাত্মক রাজনীতি বন্ধ করে জামায়াতকে বাদ দিয়ে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহবান জানিয়েছেন৷’বিএনপি’র চলমান অবরোধ কর্মসূচির নামে মানুষ হত্যা’র প্রতিবাদে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ আয়োজিত সহিংসতাবিরোধী মানববন্ধন পরবতর্ী সমাবেশে নেতৃবৃন্দ একথা বলেন৷

সংগঠনের সহসভাপতি এবং মুক্তিযুদ্ধের ৮নং সেক্টরের সেক্টর কমান্ডার লে. কর্ণেল আবু ওসমান চৌধুরী বেগম খালেদা জিয়ার উদ্দেশে বলেন, হরতাল- অবরোধের নামে পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার অপরাজনীতি বন্ধ করম্নন৷ যুদ্ধাপরাধী জামায়াতকে বাদ দিয়ে আলোচনার মানসিকতা নিয়ে আসুন, আমরা সরকারকে আলোচনায় বসার জন্য অনুরোধ জানাবো৷ কিন্তু,মানুষ হত্যার রাজনীতি বন্ধ না করলে সেক্টর কমান্ডার্স ফোরাম তরুণ প্রজন্ম তথা দেশের আপামর জনগণকে সঙ্গে করে সন্ত্রাস প্রতিরোধে রাজপথে নামতে বাধ্য হবে৷

তিনি বলেন, অবিলম্বে বিএনপি’র তথাকথিত অরাজনৈতিক অবরোধ প্রত্যাহার না হলে সেক্টর কমান্ডার্স ফোরাম আগামী কয়েকদিনের মধ্যেই সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশব্যাপী ব্যাপক প্রতিরোধ কর্মসূচি গ্রহণ করবে৷

যুদ্ধাপরাধ বিচার মঞ্চ,জঙ্গিবাদবিরোধী মঞ্চ,একাত্তরের ঘাতক দালাল নিমর্ূল কমিটি,সম্মিলিত সাংস্কৃতিক জোট, পেশাজীবী সমন্বয় পরিষদ,সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ সহিংসতা বিরোধী এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন৷

এদিন মানববন্ধন শেষে সমাবেশ এবং সবশেষে জাতীয় প্রেসক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যনত্ম পদযাত্রা কর্মসূচি পালনের মধ্য দিয়ে সেক্টর কমান্ডার্স ফোরামের সন্ত্রাসবিরোধী কর্মসূচি পালিত হয়৷জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন পেট্রোল দিয়ে মানুষ হত্যার নেপথ্য ক্রীড়ানক হিসেবে বেগম জিয়াকে অভিযুক্ত করে তার গ্রেফতার দাবি করেন৷

অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তৃতা করেন-সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব হারম্নন হাবিব, লে.জে. (অব:) হারম্নন-অর-রশীদ বীর প্রতীক,অ্যাডভোকেট রানাদাস গুপ্ত,কাজী মুকুল, লে.কর্ণেল (অব:) ডা. শামসুল আলম, সাংবাদিক শফিকুর রহমান প্রমুখ৷

বক্তারা বলেন, দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিপন্ন করার ঘৃণ্য ষড়যন্ত্রের অংশ হিসেবেই একাত্তরের পরাজিত শক্তির প্রত্যৰ মদদে বেগম জিয়া পেট্রোল দিয়ে পুড়িয়ে মানুষ হত্যার অপরাজনীতিতে লিপ্ত হয়েছেন৷ দেশের মুক্তিযোদ্ধা-জনগণকে ঐক্যবদ্ধভাবে এই অশুভ শক্তির চক্রানত্ম প্রতিরোধ করতে হবে৷