গাজাখোর

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ জানুয়ারি: আগামী মাসের প্রথম দিকেই প্রথম শ্রেনীর ক্রিকেটে ফিরতে যাচ্ছেন পাকিসত্মানের বিতর্কিত ফাস্ট বোলার মোহাম্মদ আমির৷ শনিবার এক কর্মকর্তা জানিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তার স্পট ফিঙ্ংি শর্তে কিছু শিথিলতা আনার পরই আমিরের সামনে এমন সুযোগ সৃষ্টি হয়েছে৷২০১০ সালে ইংল্যান্ডে একটি স্পট ফিঙ্ংি মামলায় অভিযুক্ত হয়ে পাঁচ বছরের জন্য আনত্মর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হন ২২ বছর বয়সী আমির৷ পাকিসত্মান দলের তত্‍কালীন অধিনায়ক সালমান বাট ও পেসার মোহাম্মদ আসিফও নিষিদ্ধ হন আমিরের সঙ্গে৷ ২০১১ সালে বৃটেনে জেলও খাটতে হয় এ তিন জনকে৷

গত নভেম্বরে খেলোয়াড়দের আচরণ বিধিতে পরিবর্তন আনে আইসিসি৷ পরিবর্তিত নিয়মানুসারে নিষিদ্ধাদেশের সময় শেষ হওয়ার একটা নির্দিষ্ট সময় আগে নিষিদ্ধ ঘোষিত খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেটে অংশ নেয়া অনুমোদন করে৷ তারই প্রেক্ষিতে আইসিসি লাহোরে আমিরের বিসত্মারিত সাক্ষাত্‍কার নিয়েছে৷

নির্দিষ্ট করে আমিরের নিষিদ্ধাদেশের শর্ত কিছুটা শিথিল করার করার জন্য গত আইসিসি’র কাছে আবেদন করে পিসিবি৷আমিরের আবেদনের বিষয়ে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় আইসিসি বোর্ড সভায় চূড়ানত্ম সিদ্ধানত্ম নেয়া হবে৷আমিরের ফেরার সম্ভাবনার কথা নিশ্চিত করেছেন পিসিবি’র এক কর্মকর্তা৷

মুখপাত্র আগা আকবর বলেন, আমিরের ঘরোয়া ক্রিকেটে অংশ নেয়া অনেকটাই নিশ্চিত৷ আনত্মর্জাতিক ক্রিকেটে ফেরার আগে প্রথম শ্রেনীর ক্রিকেটে আমিরকে পর্যবেৰন করা হবে বলে গত সপ্তাহে জানিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান৷আগামী আগস্টে আমিরের নিষিদ্ধাদেশের পাঁচ বছর সময় সীমা শেষ হবে৷পিসিবি জানিয়েছে নিষিদ্ধ ঘোষিত অপর দুই খেলোয়াড় বাট ও আসিফ নিজেদের দোষ স্বীকার করতে দেরী করায় এবং বাধ্যতামুলক একটি পুনর্বাসন প্রক্রিয়া সমাপ্ত না করায় তাদের বিষয়টি আইসিসির কাছে তুলে ধরা হবে না৷