BSMMU_Gate

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ জানুয়ারি: জাতির শ্রেষ্ঠ সনত্মান বীর মুক্তিযোদ্ধাদের ফ্রি চিকিত্‍সা সেবা দেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)৷মুক্তিযোদ্ধাদের ফ্রি চিকিত্‍সা সেবা প্রদানের এই বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউ’র প্রো-ভিসি অধ্যাপক ড. শহীদুল্লাহ সিকদারকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে৷এই কমিটি মুক্তিযোদ্ধাদের চিকিত্‍সা সেবা প্রদানের বিষয়ে একটি নীতিমালা প্রণয়ন করছে বলে ড. শহীদুল্লাহ সিকদার জানান৷ ইতোমধ্যে একটি খসড়া নীতিমালা প্রণয়ন করা হয়েছে এবং শিগগিরই তা চূড়ানত্ম করা হবে বলেও তিনি জানান৷

শহীদুল্লাহ সিকদার বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের অবদানের প্রতি সন্মান প্রদর্শণপূর্বক বিএসএমএমইউ’তে তাদের সকল চিকিত্‍সা ফ্রি করার ব্যবস্থা গ্রহণ করা হবে৷ সেক্ষেত্রে তাদের জন্য এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে একটি করে বিছানা এবং দুটি ক্যাবিন সংরক্ষণ করা হবে৷ বিছানা ও ক্যাবিনের জন্য মুক্তিযোদ্ধাদের কোন টাকা পরিশোধ করতে হবে না৷ সঙ্গে আলাপকালে প্রো-ভিসি বলেন, এখানে মুক্তিযোদ্ধাদের জটিল অপারেশনসহ সকল ধরণের অপারেশন ফ্রি করা হবে৷ তাদের পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ ও চিকিত্‍সা সরঞ্জামাদী ক্রয়ে সহযোগিতার জন্য ‘বীর মুক্তিযোদ্ধা চিকিত্‍সা সহায়তা তহবিল’ নামে একটি তহবিল গঠন করা হচ্ছে৷

তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে সাধারণত বাইরের চেয়ে এখানে পরীক্ষা মূল্য অনেক কম৷ মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে অনেক পরীক্ষা বিনামূল্যে করা হয়৷ আর যেগুলো ফ্রি হচ্ছে না সেগুলোর ক্ষেত্রে মুক্তিযোদ্ধারা ৪০ শতাংশ কমে এখানে পরীক্ষা করাতে পারবেন৷ আর যেসব মুক্তিযোদ্ধা এই ৪০ শতাংশও দিতে পারবেন না বা ওষুধপত্র ক্রয় করতে পারবেন না, তাদেরকে সাহায়তা দেয়ার জন্য ‘বীর মুক্তিযোদ্ধা চিকিত্‍সা সহায়তা তহবিল’ থেকে পরীক্ষা-নিরীক্ষা, ওষুধপত্র ক্রয় বা অন্যান্য চিকিত্‍সা সরঞ্জামাদী ক্রয়ে সহযোগিতা দেয়া হবে৷

বিএসএমএমইউতে ইনডোর, আউটডোর এবং বিশেষজ্ঞ চিকিত্‍সাসহ সামগ্রিকভাবে সকল চিকিত্‍সা মুক্তিযোদ্ধাদের জন্য ফ্রি করার একটি নীতিমালার খসড়া প্রণয়ন করা হয়েছে বলে তিনি জানান৷

তিনি বলেন, এই নীতিমালাটি কার্যকর হলে এ বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধারা নিজে, তাদের স্ত্রী বা স্বামী, সনত্মান এবং পিতা-মাতা এখান থেকে বিনামূল্যে যথাযথ মানের বিশেষজ্ঞ চিকিত্‍সা সেবা পাবেন৷প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম মুক্তিযোদ্ধাদের যথাযথ চিকিত্‍সা সেবা প্রদানে যথেষ্ট আনত্মরিক৷ তাঁরা বিএসএমএমইউ’র প্রশাসন, চিকিত্‍সক এবং সাপোর্টিং স্টাফ সকলকে ইতোমধ্যে এ ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন বলে শহীদুল্লাহ শিকদার জানান৷

তিনি জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মুক্তিযোদ্ধাদের এই বিশ্ববিদ্যালয়ে চিকিত্‍সা সেবা প্রদানের জন্য ইতোমধ্যে ২০ লাখ টাকা মুক্তিযোদ্ধাদের চিকিত্‍সা সহায়তা তহবিলে প্রদান করেছেন৷ এই তহবিলে বিএসএমএমইউ’র নিজস্ব ফান্ড থেকে অর্থায়নের মাধ্যমে অতিদরিদ্র মুক্তিযোদ্ধাদের চিকিত্‍সা সহায়তা প্রদান করা হবে৷প্রো-ভিসি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত এ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিত্‍সা নিতে এসে পয়সার অভাবে কোন মুক্তিযোদ্ধা যেন চিকিত্‍সা সেবা থেকে বঞ্চিত বা কোন ধরনের অবহেলার শিকার না হন, সে লক্ষেই এখানে মুক্তিযোদ্ধাদের জন্য ফ্রি চিকিত্‍সা সেবা কার্যক্রম চালু করা হচ্ছে৷